Near the beach and greenery

Hi I am Mohammad Palash I will share my travel experience about Motir Hat tourist spot in Lakshipur district Bangladesh.

Cover photo #1 just Feel the view & Nature

লক্ষীপুরের কমলনগর উপজেলার মতিরহাট সৈকত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। মেঘনা নদীর তীরে অবস্থিত এই সৈকতটি তার বিস্তৃত বেলাভূমি, সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং মনোরম পরিবেশের জন্য পরিচিত।

মতিরহাট সৈকতের দৈর্ঘ্য প্রায় ১০ কিলোমিটার। সৈকতের বেলাভূমিটি সাদা বালি দিয়ে তৈরি এবং এটি খুবই নরম এবং কোমল। সৈকতের পাশ দিয়ে একটি বেড়িবাঁধ রয়েছে যেখান থেকে নদীর মনোরম দৃশ্য উপভোগ করা যায়।

মতিরহাট সৈকতে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী রয়েছে। এখানে সুবিশাল নারিকেল ও সুপারি বাগান, বিশাল চর এবং বিভিন্ন ধরনের পাখি দেখা যায়।

মতিরহাট সৈকত ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময় হলো শীতকাল। এই সময় আবহাওয়া মনোরম থাকে এবং সৈকতটিতে পর্যটকের ভিড়ও কম থাকে।

মতিরহাট সৈকতে যাওয়ার জন্য ঢাকা থেকে লক্ষ্মীপুর বা কমলনগরগামী যেকোনো বাসে করে যেতে পারেন। লক্ষ্মীপুর থেকে মতিরহাট যেতে সিএনজি বা অটোরিকশা ভাড়া করে যেতে পারেন।

মতিরহাট সৈকতে থাকার জন্য এখানে বেশ কিছু হোটেল ও রিসোর্ট রয়েছে।

মতিরহাট সৈকত একটি মনোরম ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান। এখানে ভ্রমণ করে আপনি প্রকৃতির কাছাকাছি যেতে পারবেন এবং এক অসাধারণ অভিজ্ঞতা লাভ করতে পারবেন।

মতিরহাট সৈকতের কিছু আকর্ষণীয় বিষয় হলো:

বিস্তৃত বেলাভূমি
সুন্দর প্রাকৃতিক দৃশ্য
মনোরম পরিবেশ
নারিকেল ও সুপারি বাগান
বিশাল চর
বিভিন্ন ধরনের পাখি
মতিরহাট সৈকতে ভ্রমণের সময় কিছু বিষয় মাথায় রাখা উচিত:

সৈকতে গোসল করার সময় সতর্কতা অবলম্বন করা
পরিবেশ দূষণ থেকে সচেতন থাকা
স্থানীয় নিয়ম-কানুন মেনে চলা
মতিরহাট সৈকত একটি অসাধারণ পর্যটন কেন্দ্র। এখানে ভ্রমণ করে আপনি অবশ্যই মুগ্ধ হবেন।

photo#2 The betel nut plantation along the beach is a wonderful sight

Photo #3 Motir hat beach

Photo#4 A collaged photo of Motir hat beach

ঢাকা থেকে লক্ষীপুর মতির হাট সৈকতে যাওয়ার :arrow_lower_left:

ঢাকা থেকে লক্ষীপুর মতির হাট সৈকতে যাওয়ার দুটি উপায় রয়েছে:

  • বাসে করে: ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে প্রতিদিন বেশ কয়েকটি বাস লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এসব বাসের মধ্যে রয়েছে গ্রীনল্যান্ড এক্সপ্রেস, আলবারাকা, আলম, রয়েল, ইকোনো এবং ঢাকা এক্সপ্রেস। বাস ভাড়া ৪০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। ঢাকা থেকে লক্ষ্মীপুর যেতে বাসের সময় লাগে প্রায় ৪/৫ ঘন্টা। লক্ষ্মীপুর বাস টার্মিনাল থেকে মতির হাট সৈকতে যাওয়ার জন্য লোকাল বাস বা সিএনজি পাওয়া যায়। লোকাল বাসের ভাড়া ৩০ টাকা এবং সিএনজির ভাড়া ১০০ টাকা।

    ঢাকা থেকে লক্ষীপুর মতির হাট সৈকতে যাওয়ার নির্দিষ্ট গাইডলাইন:

যাত্রার সময়:
বাস: ৪/৫ ঘন্টা
ভাড়া:
বাস: ৪০০ থেকে ৮০০ টাকা
যাত্রার পথ:
বাস: ঢাকা থেকে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যেকোনো বাসে করে লক্ষ্মীপুরে যাওয়া যাবে। লক্ষ্মীপুর বাস টার্মিনাল থেকে মতির হাট সৈকতে যাওয়ার জন্য লোকাল বাস বা সিএনজি পাওয়া যায়।
ভ্রমণের টিপস:

**মতির হাট সৈকতে যাওয়ার সেরা সময় হলো শীতকাল (ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি)। এই সময়ে আবহাওয়া মনোরম থাকে এবং সৈকতের সৌন্দর্য উপভোগ করা যায়।
**মতির হাট সৈকতে যাওয়ার আগে আবহাওয়ার পূর্বাভাস জেনে নেওয়া ভালো।
**মতির হাট সৈকতে যাওয়ার সময় পর্যাপ্ত পরিমাণে পানীয় জল এবং খাবার সঙ্গে নেওয়া ভালো।
**মতির হাট সৈকতে সাঁতার কাটার সময় সতর্কতা অবলম্বন করা উচিত।

#Bdlg #Localguidebd #BangladeshLocalguide #Travel #Localguideconnect #Letsguide

81 Likes

আমি যখন গিয়েছিলাম তখন আর ও সুন্দর ছিলো, এখন ও সুন্দর আছে ভাই, @MohammadPalash

4 Likes

বাংলাদেশে থাকতে লক্ষ্মীপুর শহরের দিকে যাওয়া হয়েছিল। কিন্তু এদিকে যেতে পারিনি। আসলে পরবর্তীতে যাওয়ার চেষ্টা করব। @MohammadPalash ধন্যবাদ সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করার জন্য।

5 Likes

@MohammadPalash very nice post bro

2 Likes

@Ayeshashimu @জ্বি আপা নদী ভাঙনে অনেকটা নষ্ট হয়ে গেছে।

ধন্যবাদ প্রিয় ভাইজানেরা @NaptiRasedul @Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05

2 Likes

সুন্দর লিখেছেন ভাই @MohammadPalash

একবার যাওয়া হইছিল এই জেলায় কিন্তু এই যায়গায় যাইনি। পরের বার গেলে অবশ্যই যাব :blush:

3 Likes

Wow thanks for sharing @MohammadPalash

2 Likes

@MohammadPalash Your post contains lot details about the beach. Thank you dear friend.

4 Likes

অনেক অনেক ধন্যবাদ @MohammadPalash । অনেক কিছু জানতে পারলাম । আগে কখনো যাওয়া হয়নি আপনাদের জেলাতে। কিন্তু এবার যাওয়ার ইচ্ছা হচ্ছে :blush: :blush: :blush: :blush: :blush:

@PrasadVR @Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05 @Kulkarnee @Papel_Mahammud :blush: :blush: :heart:

4 Likes

It’s my pleasure @PrasadVR

জ্বি ভাই ঘুরে আসতে পারেন ওইখানে আমাদের আমাদের লোকাল গাইড @GaziSalauddinbd ভাই আছেন।

3 Likes

You have narrated so nicely about that place.

2 Likes

Hvala vam @MohammadPalash što ste podijelili s nama jedno od najpopularnijih turističkih odredišta u Bangladešu.

Zanimljiva priča, prepuna korisnih savjeta za one koji ju namjeravaju posjetiti.

I fotografije su naravno super.

Pozdrav, Renata

:blush: :croatia:

1 Like

@MohammadPalash

wow beautiful photos of the beaches & green .I thought it’s coconut trees ,good u mentioned betel nuts plantation photo 2, & 3 are beautiful that why they are tall.

2 Likes

Thanks for the comment dear @renata1

Hi @RosyKohli Thank you so much

3 Likes

Very nice post @MohammadPalash

You have beautifully elaborated the about the beach. You have beautifully described about the beach. Thanks for this post

1 Like