বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর খামারবাড়ির কেআইবি চত্বরে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এই মেলা জুন মাসের ৬ তারিখ শুরু হয়ে ৮ তারিখে শেষ হয়। মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত ছিল। মেলায় প্রবেশের জন্য কোনো ফি প্রদান করতে হয়নি।
মেলায় ৮টি সরকারি ও ৫৫টি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যেখানে মোট ৬৩টি স্টল ছিল। এসব স্টলে বাংলাদেশের বিভিন্ন জেলায় উৎপাদিত নানা ধরণের লোকাল ফল, প্রক্রিয়াজাত ফল খাবার এবং ফলচাষের প্রযুক্তি প্রদর্শিত হয়েছে। দর্শনার্থীরা এই মেলা থেকে ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে পেরেছেন এবং রাসায়নিকমুক্ত বিভিন্ন জাতের ফল ক্রয় করতে পেরেছেন।
মেলায় বিভিন্ন ধরণের ফল প্রদর্শিত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জামরুল, তরমুজ, কলা, তাল, আনারস ইত্যাদি। এই ফলগুলো সবার দৃষ্টি আকর্ষণ করেছে।
এছাড়া, বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটির উদ্যোগে মেলায় একটি মিটআপ আয়োজন করা হয়েছিল, যেখানে আমি কমিউনিটির একজন সদস্য হিসেবে অংশগ্রহণ করেছিলাম।
21 Likes
** @rashedul-alam **un post muy interesante ya que se pueden observar productos del lugar. Tiene variación de comprar productos en la feria con una tienda normal?
3 Likes
@rashedul-alam
Ein sehr interessanter und informativer Beitrag über diese Messe, beeindruckend.
Die Bilder sind sehr gut und besonders das letzte mit der Solar Energy Gewinnung finde ich sehr interessant weil ich so eine Konstruktion bei uns in Deutschland nicht kenne.
Können sie informieren wie es funktioniert?
1 Like
@Maximilianozalazar No, no hay diferencia. Pero hay muchos productos disponibles en la feria, lo que puede requerir que visites varias tiendas para comprar fuera de la feria.
@Annaelisa , Tut mir leid, ich habe davon wirklich keine Ahnung. Tatsächlich habe ich sie nicht ausführlich gefragt, weil ich nicht viel Zeit hatte.
1 Like
Hai @rashedul-alam , you are lucky that can attend this three days National Fruit Fair 2024.
I saw some fruit that grown in my country too, Indonesia.
I have some question with @Annaelisa about Solar Operated Dug Well, but anyway I try to find in the Internet or asking Gemini .
I will visit The Recap of Bangladesh Local Guides meet up in this event.
2 Likes