Caption: He likes almonds very much. We eat many almonds together"
আস সালামুওয়ালাইকুম সবাইকে ইদ উল আজহার শুভেচ্ছা, কিছুদিন পুর্বে ঢাকার অন্যতম একটি উদ্যান রমনা পার্কে গিয়েছিলাম কিছুটা সময় কাটাতে সেখানেই আমি এই কাঠবিড়ালি মহাশয়দের সাক্ষাত লাভ করি। আমি প্রথমেই ভেবেছিলাম এরা বুঝি মানুষের সঙ্গ পছন্দ করে নাহ কিন্তু কিছুক্ষণ যেতেই আমার সেই ধারনা পালটে গেলো আমি যখন তাদের কে বাদাম দিচ্ছিলাম খাবার জন্য তারা আমাকে অবাক করর দিয়ে খুব কাছাকাছি চলে আসে। ব্যাপারটা খুবই উপভোগ করেছি তাই সবার সাথে শেয়ার করা।
আশা করি কমেন্ট বক্সে আপনাদের এরকম সুন্দর সুন্দর অভিজ্ঞতার সাক্ষী হবো তাই এরকম মজার অবাক করা অথবা দৃষ্টিনন্দন বিষয়গুলি অবশ্যুই শেয়ার করবেন।
মনে রাখবেন এটা একটা উদ্যান তাই পরিবেশ এর ভারসাম্য নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকবেন। কাঠবিড়ালি একটি বন্যপ্রাণী তাই তাদের কে বিরক্ত করা থেকে বিরত থাকবেন। চিপস জুস প্লাস্টিক অপচনশীল বর্জ্য পলিথিন যত্রতত্র না ফেলে যথা স্থানে ফেলবেন।
Great to read about your experience with squirrel @MohammadPalash Squirrels are really timid animals.But it was surprising and nice to see that here the squirrels are not afraid of humans .