My first camping experience

বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটির ২১০ তম মিটআপের ভেন্যু ছিল দেশের সব থেকে আকর্ষণীয় লেক কাপ্তাই লেক। এই মিটআপের বিশেষ আকর্ষণ ছিল প্রাকৃতিক পরিবেশে তাঁবুতে রাত্রি যাপন। তাঁবুতে রাত্রিযাপন আমার কাছে অনেকটা আদিম যুগের মতো লাগে। ব্যাপারটাতে বেশ এডভেঞ্চার আছে। আমি এর আগে কখনো তাঁবুতে রাত্রিযাপন করি নাই। তাই আমি অনেক আগ্রহ নিয়ে এই মিটআপে অংশ গ্রহণ করি।

দুপুরের পর আমরা আমাদের ভেন্যু বার্গী লেক ভ‍্যালী রিসোর্টে পৌঁছাই। রিসোর্ট কাপ্তাই লেকের তীরে অবস্থিত। রিসোর্টে গিয়েই দেখি আমাদের জন্য তাবু রেডি করা হচ্ছে। ক্যাম্পিং সাইট আমার খুব পছন্দ হয়েছে। লেকের পারে লিচু গাছের তলায় ক্যাম্পিং সাইট। এখন লিচুর সময়। আর গাছে প্রচুর লিচু ধরেছে। টপাটপ গাছ থেকে কয়টা লিচু পেরে খেয়ে নিলাম। সাইটে প্রচুর গাছপালা আছে। সেই সাথে নানা রকমের পাখি আর কীটপতঙ্গের ডাক সব মিলিয়ে পরিবেশটা একদম প্রাকৃতিক। সাইটে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা আছে। তাঁবুতে মোবাইল চার্জ দেয়ার জন্য প্লাগ, আরামদায়ক বিছানা এবং বালিশ আছে।

রাতে ক্যাম্পিং সাইটে অল্প পরিমানে আলোর ব্যবস্থা ছিল। এবারের মিটআপে ৪৭ সদস্য ছিল। সবার জন্য তাবু প্রস্তুত করা হয়। প্রতি তাঁবুতে ২ জন করে থাকবে। কে কোন তাঁবুতে থাকবে তা আগেই জানিয়ে দেয়া হয়। আমার পার্টনার ছিল জাসেদ ভাই। জাসেদ ভাই খুব ভালো মানুষ। বাড়ি ফেনী জেলায়। এর আগে উনার সাথে আমার দেখা না হলেও কিছুক্ষনের মধ্যেই আমাদের মধ্যে ভালো সম্পর্ক হয়ে যায়।

রাতে ডিনার করে আমরা ক্যাম্পিং সাইটে চলে আসি। সেখানে কিচ্ছুক্ষন গুগল ম্যাপস ও কানেক্ট ফোরাম নিয়ে আলোচনা হয়। আনুমানিক ১১ টার দিকে আমি তাঁবুতে ঘুমানোর জন্য চলে আসি। জাসেদ ভাই আমার আগেই তাঁবুতে চলে এসেছিলো। ভিতরে প্রবেশ করে তাঁবুর চেইন আটকাতেই অনেকটা কফিন কফিন পরিবেশ অনুভব করলাম। তার উপরে ডিনারের সময় রেস্টুরেন্টে বিশাল আকারের একটা বিচ্ছু দেখে এসেছি। তাই কখন কোন পোকামাকড় এসে কামড়ে দেয় তাই নিয়ে চিন্তিত ছিলাম।

কিছু তাবু চারপাশ খোলা শেডের ভিতরে ছিল। আমারটা ছিল একদম খোলা আকাশের নিচে। তাই রাতে বৃষ্টি হলে কি করবো তা আগেই ঠিক করে নিলাম। লেকের পারে হবার পরেও তাঁবুর ভিতরে হালকা গরম ছিল। যা ঘুমানোর জন্য একটু অসুবিধাজনক। নানারকমের কীটপতঙ্গের ডাক আর একটু পর পর গাছ থেকে লিচু পড়ার শব্দ সব মিলিয়ে পরিবেশটা একদম প্রাকৃতিক মনে হচ্ছিলো।

সারাদিন অনেক পরিশ্রম করায় বেশ ক্লান্ত ছিলাম। এপাশ ওপাশ করে কিচ্ছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে যাই। মাঝ রাতে পোকার কামড়ে ঘুম ভেঙে যায়। মোবাইলের আলোতে দেখি ছোট এক পোকা। হাত দিয়ে ধরে তাঁবুর বাহিরে ফেলে দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম।

ভোর পাঁচটার দিকে ঘুম ভেঙে যায়। মনে হলো অনেক দিন পর একটা ফ্রেশ ঘুম হলো। তাঁবুর বাহিরে এসেই দেখি আরো কয়েকজন ঘুম থেকে উঠে পড়েছে। সূর্য মামা তখনো উঠে নাই। লেকটা তখন খুবই সুন্দর লাগছিলো। কিছুক্ষন চারপাশের শান্ত পরিবেশ উপভোগ করে ফ্রেশ হয়ে দিনের কর্মসূচির জন্য রেডি হয়ে যাই। আর এভাবেই শেষ হয় আমার আমার প্রথম ক্যাম্পিং অধ্যায়ের পরিসমাপ্তি।

সত্যি কথা বলতে আমার প্রথম ক্যাম্পিং অভিজ্ঞতা এক কথায় দারুন ছিল।

#bdlg210 #210thmeetup #localguidesconnect #localguides #letsguide #bdlg #BDLG #Bangladesh

36 Likes

Awesome post brother @rashedul-alam

Its also my 1st campaign :smiling_face_with_three_hearts:

7 Likes

@rashedul-alam আপনার মতো আমারও এটা ফার্স্ট ক্যাম্পেইন :smiling_face_with_three_hearts:

7 Likes

আমারও প্রথম ক্যাম্পিং ছিলো এটা। সব মিলিয়ে অসাধারণ অভিজ্ঞতা হয়েছে।

7 Likes

সবমিলিয়ে দারুন একটা জার্নি ছিলো ধন্যবাদ ভাই @rashedul-alam

6 Likes

@MohammadPalash হুম, দারুন ট্রিপ ছিল

2 Likes

@rashedul-alam ভাল হয়েছে তাঁবু বাস

2 Likes

খুব সুন্দর লিখেছেন ভাই :black_heart:

2 Likes

@rashedul-alam তাবুতে থাকার অভিজ্ঞতা অনেক মজার ছিল

2 Likes

@SanjayBDLG জি ভাই, অনেক ভালো ছিল

2 Likes

@Shahriarshanto অনেক ধন্যবাদ। :+1: :+1: :+1:

Hi Rashidul-alam

My name is Rasyid from Indonesia (By the way, our names sound similar, perhaps from the word رشيد :blush: )

Thanks for posting this. It must be unforgettable experience doing camping at first time.

Keep up the good works!

Rasyid

Jombang, East Java, Indonesia

1 Like

@rasyidmask thank you very much.