একজন লোকাল গাইড হিসেবে যখন নিজের করা কন্ট্রিবিউশান গুলোর অনেক অনেক ভিউ দেখি সেই মুহুর্ত সত্যিই দারুন লাগে। কিন্তু তারচেয়ে ও ভালো লাগে যখন বিষয়টি অন্যেকে উপক্রিত করছে দেখি। পথ দেখি’ পথ দেখাই" বাংলাদেশ লোকাল গাইডের এই স্লোগানটি আমি বেশ পছন্দ করি উজ্জীবিত হই এবং গুগল ম্যাপকে আরোও সমৃদ্ধ করার অনুপ্রেরণা পাই।
ভালোবাসা দিবসের এই আবহে বিশ্বের সকল লোকাল গাইডদের প্রতি অনেক অনেক ভালোবাসা যারা প্রতিনিয়ত নিজেরদের মুল্যবান সময় ব্যয় করে গুগল ম্যাপকে সমৃদ্ধ করে চলেছেন।