খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্ক - Khagrachari HDCH Park - Horticulture Heritage Park গুরাঘুরি ও ছবি তোলা।
খুবই সুন্দর ও মনোমুগ্ধকর একটি জায়গা, পাহাড় ও প্রকৃতির অরণ্যে ঘেরা, মন মাতানো চোখ জুড়ানো, একটি জায়গা, যেখানে রয়েছে পাহাড় পানি ও প্রকৃতির সবকিছুই, রয়েছে কৃত্রিম রদ ও নৌকায় ভ্রমণের সুযোগ, সেখানে গেলে মনে হয় প্রকৃতির সাথে মিশে যাই, উপরে পাহাড় ও নানাবিধ সৌন্দর্যের জায়গা আছে, রয়েছে ঝুলন্ত সেতু, নামাজের জায়গা, গেস্ট হাউজ, সভা কক্ষ, ভ্রাম্যমান খাবারের দোকান, ঝুলন্ত সেতু, ও নানাবিধ ফুল ও ফল গাছ।
\
Maps Link -
3XXC+7Wখাগড়াছড়ি https://goo.gl/maps/FbaV6UALL8sgrxtH6
#BDLGCPC #ConnectContest #localguidesconnect #localguides #letsguide #Bangladesh