Photo#1 I like this picture more as a cover photo"
হ্যালো প্রিয় লোকাল গাইডগন আশা করি সবাই ভালো আছেন। আমার এবারের যাত্রা ছিলো বাংলাদেশের সর্বউত্তরের জেলাগুলিতে আমি পর্যায়ক্রমে বিভিন্ন জেলা ভ্রমন করেছি এবং সবসময়ই চেষ্টা করেছি দর্শনীয় স্থানের পাশাপাশি ঐতিহাসিক স্থানগুলো ও ঘুরে দেখতে এবং তারই ধারাবাহিকতায় আমি নিজের অভিজ্ঞতা গুলো সবার সাথে ভাগ করার চেষ্টা করবো ইন শা আল্লাহ।
ঠাকুরগাঁও এর ঐতিহাসিক জ্বীনের মসজিদ বা ছোট বালিয়া মসজিদ "অসম্ভব সুন্দর কারুকার্য এক নিমিষেই আপনাকে কয়েকশত বছর পেছনে নিয়ে যাবে। এটা একেবারেই প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত তাই তাই এ মসজিদের পাশাপাশি আপনি গ্রাম বাংলার বিভিন্ন সংস্কৃতি র সাথেও পরিচিত হতে পারবেন।
স্থানীয় ভ্যান চালকের কাছ থেকে জানতে পারি কথিত রয়েছে যে প্রায় দু’শ বছর পূর্বে জ্বীনেরা নিজেরাই শ্রমিক সেজে গভীর রাতে এক যোগে হাজার হাজার জ্বীন কাজ করে নির্মাণ শৈলীসহ এই মসজিদটি এক রাতেই নাকি নির্মান করতে থাকেন কিন্তু ভোর হয়ে যাওয়াতে তা শেষ করতে পারেনি। পরবর্তীতে মেহের বক্স এটি নির্মান করেন এবং ২০১০ সালে তা পুননির্মাণ করা হয়।
এই জ্বীনের মসজিদটি দেখতে হলে যেতে হবে ঠাকুরগাঁও জেলা শহর। পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কে ঠাকুরগাঁও হতে ১২ কিলোমিটার অতিক্রম করে ভুল্লী বাজার নামক স্থানে নেমে পাঁচপীর অভিমুখে রওয়ানা দিয়ে মাত্র ৭ কিলোমিটার রাস্তা গেলেই ছোট বালিয়া ঐতিহাসিক জামে মসজিদটি আপনার চোখে পড়বে।
আমি যখন ঠাকুরগাঁও ভ্রমনের চিন্তা করি এবং বিভিন্ন ফোরামে ঠাকুরগাঁও এর দর্শনীয় স্থান খুজতে থাকি তখনি এর সন্ধ্যান পাই এবং সর্ব প্রথম এই জ্বীনের মসিজদ দেখার প্লান করি।
photo#2 Full view of the mosque
photo#3 You can enter through three doors to enter inside the mosque
Photo#4 This side of the mosque is very close
Photo#5 A beehive is visible inside the north side window"
তবে মনে রাখতে হবে এর আশেপাশে আপনি কোন খাবার হোটেল পাবেন নাহ এবং কোন আবাসান ব্যাবস্থাও নেই তাই এই জ্বীনের মসজিদ অন্বেষণ শেষ করে আপনি চলে যেতে পারেন ঠাকুরগাঁও এর অন্য কোন ইতিহাস এর খোজে পরবর্তী পর্বে আমিও চেষ্টা করবো তা তুলে ধরতে। তবে মনে রাখবেন নিজ গন্ডির বাহিরে কোথাও ঘুরতে গেলে অবশ্যই পরিবেশের পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখবেন। আমাদের সামাণ্য সচেতনতাই পারে চমৎকার দর্শনীয় স্থানগুলোর সৌন্দর্য অক্ষুন্ন রাখতে। অপচনশীল বর্জ্য পলিথিন যত্রতত্র ফেলে না আসি। সেই সাথে স্থানীয় দের সম্মান করি।
Photo#6
Photo#7
Photo#8
Photo#9
Photo#10
Google maps Balia Mosque
https://maps.app.goo.gl/pKPS85nvf2yZEkBcA
#BDLG #BangladeshLocalguide #LocalStorie #Localguideconnect #Letsguide