আচ্ছা, হইল! দই চিড়াই খামু @SaifIS
নেক্সট মিটাপে সবাইকে একটা সাইকেল দিতে হবে। নাইলে হরতাল হরতাল হরতাল…
যখন রাজশাহীতে ছিলাম তখন বিকেল হলেই সাইকেল নিয়ে ঘুরতে বের হতাম। অনেক ঘুরেছি শহরের আনাচে কানাচে। সেই সব দিন গুলোর কথা মনে পরে গেলো @anazizullah ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
আমিও কইলাম হরতাল, হরতাল, হরতাল!
সাইকেলের সাঁজ বাতাসা পাওয়া যায় কিনা খোঁজ নিতে হবে। @afrademon
আহ! রাজশাহী😍 আমার পছন্দের শহর গুলোর একটা। ছিমছাম ,কোলাহলবিহীন মফস্বল মার্কা শহর!
ছোটবেলার সেই বিকাল হলে সাইকেল নিয়ে এদিক সেদিক ঘুরতে যাওয়া অনেক মিস করি। সোনালী দিন ছিল সেগুলো @Polash0001 @
আপনার কথা শুনিয়া ডিপজল আর মান্না ভাইয়ের একটা ডায়ালগ মনে পরসিল। থাউক এখানে আর বা বলি…
আপাদত বাতাসা খাইয়া একটা ঘুম দেন @anazizullah
সাইকিলিস্টদের নিয়ে ইভেন্ট এতো বড় পরিসরে হয় জানতাম না। পড়ে অনেক কিছু জানলাম। ভালোবাসা নিবেন
আসছে ১৬ ডিসেম্বরে বিজয় রাইড হবে। এটা আরও বেশি উৎসব মুখর হয় @iMuntasir @
ইনশাআল্লাহ আমিও থাকব। দেখা হবে ভাই
অনেক ভালো লাগলো একসাথে এতো সাইক্লিক। ইনশাআল্লাহ আমিও একদিন এড হবো আপনাদের সাথে।