International Tea Day 2022 - Tea ,Tea Garden & Tea promotion old Poster in Bangladesh

আমি মাহাবুব হাসান হাতে মাটির পাত্রে বাদাম মটকা চা পিছনে অস্পষ্ট কিছু মাটির ভার/ ঘরা / মাটির চায়ের কাপ

চা একটি বাঙ্গালীর অপরিহার্য অংশ , জনশ্রুতি আছে ব্রিটিশ শাসন কালে চা চাষের পাশাপাশি এই দক্ষিণ এশিয়ার লোকদের প্রথমে বিনা টাকায় চা দিত এবং অভ্যাস হয়ে গেলে পরে বিক্রি শুরু করে । সে যাই হোক বাঙ্গালীর দিনে এক কাপ চা না হলে চলে না হোক গরম কিংবা ঠাণ্ডা , ক্লান্তি অবসাদে কিংবা আড্ডায় চা লাগবেই ।

আজ বিশ্ব চা দিবস তাই একটি ছোট্ট পোস্ট চা নিয়ে । আপনারা ও শেয়ার করতে পারেন আপনাদের তোলা চায়ের ছবি এই কানেক্ট পোস্টের কমেন্টে ।

বিগত বছরের পোস্ট গুলো :

2021: International Tea Day 21 - All about tea

2020: International Tea Day - All about tea

বাংলাদেশি চা বাগান :

বাংলাদেশের শ্রীমঙ্গলের একটি চা বাগানের ছবি

অতি পুরোনো কিছু চায়ের বিজ্ঞাপন

1900 সালের পড়ে কিছু চায়ের বিগাপন পোস্টার বাংলাদেশ শিল্পকলা একাডেমির দেয়াল থেকে নেয়া

1800 time a tea brand poster

44 Likes

চায়ের সাথে মুড়ি,

নেই কোন জুড়ি।

4 Likes

নিজের হাতে বানানো চা

2 Likes

ফ্রি খাওয়ার খেসারত আজীবন দিতে হবে এই উপমহাদেশের লোকদের। তাই ফ্রি থেকে সাবধান

ধণ্যবাদ প্রিয় ভাইকে

2 Likes

@MahabubMunna ভাই, অসাধারণ একটি পোস্ট। তবে ১ম ছবির মাটির কাপের চা ১ম দেখলাম। ১বার হলেও খেয়ে দেখা দরকার। এই প্রকার চা কোথায় পাওয়া যায়, দয়াকরে জানাবেন?

1 Like

@MonirHB Thanks for Mini Kabbo (Poem)

1 Like

ঢাকার বিভিন্ন জায়গায় মটকা চা পাওয়া যায়, এর মধ্যে মোহাম্মদপুর, বসুন্ধরার সামনে(মার্কেট),ওয়ারীতে পাবেন।

1 Like

ছবিঃ ফকিরাপুল, ঢাকা থেকে তোলা।

আমিও চা অনেক পচন্দ করি, ভালো লাগে। দিনে ৫/৬ চা হয়ে যায়।