আমি মাহাবুব হাসান হাতে মাটির পাত্রে বাদাম মটকা চা পিছনে অস্পষ্ট কিছু মাটির ভার/ ঘরা / মাটির চায়ের কাপ
চা একটি বাঙ্গালীর অপরিহার্য অংশ , জনশ্রুতি আছে ব্রিটিশ শাসন কালে চা চাষের পাশাপাশি এই দক্ষিণ এশিয়ার লোকদের প্রথমে বিনা টাকায় চা দিত এবং অভ্যাস হয়ে গেলে পরে বিক্রি শুরু করে । সে যাই হোক বাঙ্গালীর দিনে এক কাপ চা না হলে চলে না হোক গরম কিংবা ঠাণ্ডা , ক্লান্তি অবসাদে কিংবা আড্ডায় চা লাগবেই ।
আজ বিশ্ব চা দিবস তাই একটি ছোট্ট পোস্ট চা নিয়ে । আপনারা ও শেয়ার করতে পারেন আপনাদের তোলা চায়ের ছবি এই কানেক্ট পোস্টের কমেন্টে ।
বিগত বছরের পোস্ট গুলো :
2021: International Tea Day 21 - All about tea
2020: International Tea Day - All about tea
বাংলাদেশি চা বাগান :
বাংলাদেশের শ্রীমঙ্গলের একটি চা বাগানের ছবি
অতি পুরোনো কিছু চায়ের বিজ্ঞাপন
1900 সালের পড়ে কিছু চায়ের বিগাপন পোস্টার বাংলাদেশ শিল্পকলা একাডেমির দেয়াল থেকে নেয়া
1800 time a tea brand poster