[In-Person] Bangladesh, March 14, Inspiring Ramadan -Munshiganj

আস সালামুওয়ালাইকুম, সবাইকে রমাদান মুবারক এর শুভেচ্ছা। ভাবগম্ভীর সিয়াম,সংযমের এর মধ্যে দিয়ে পালিত হচ্ছে মুসলিম উম্মাহ র সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন পবিত রমাদান মাস। পবিত্র মাহে রমাদান মাস আমাদের শিক্ষা দেয় সিয়াম সাধনা সংযম একে অপরের প্রতি সহমর্মিতা, সহযোগিতা, আন্তরিকতা বিনিময় এর।

২০১৭ সাল থেকে বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটির ব্যানারে সর্ব প্রথম @SoniaK আপু ইন্সপায়ারিং রমাদানে মিটাপ শুরু করেন। পর্যায়ক্রমে প্রতিবছরই বাংলাদেশ লোকাল গাইড এর ব্যানারে ইন্সপায়ারিং রমাদান মিটাপ আয়োজিত হচ্ছে। ২০২৫ রমাদান মাসে আমি একটি মিটাপ হোস্ট করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ।

পবিত্র মাহে রমাদানের মহিমা ত্যাগ কে সামনে রেখে এবারের আয়োজন করতে চাচ্ছি আমাদের চারিপাশে বসবাস করা কিছু অবহেলিত নারীদের কে নিয়ে। এদের একেকজন এর পরিচয় একেক রকম কেও স্বামীহারা কেও সন্তান হারা কেও আবার সব হারিয়ে নিঃস্ব। এবারের মিটাপ হবে তাদের নিয়েই আমরা চেষ্টা করবো ইফতারে তাদের পছন্দের সব মেন্যুর আয়োজন করা এবং আসন্ন ঈদ উপলক্ষে তাদের জন্য কাপড় উপহার দেয়া।

Meetup title --inspiring Ramadan -Munshiganj
Meetup no–258th
Meetup Host–Mohammad Palash

Meetup time–6:pm -7:30 pm

Meetup Location–Bites Restaurant, Hospital road,Munshiganj
Google maps – https://maps.app.goo.gl/nMkWFn5JyTrjxViEA

এই ইভেন্টে কারোও কাছ থেকে কোন প্রকার আর্থিক অনুদান নেয়া হচ্ছেনা। এবং শুধুমাত্র আমন্ত্রিত অতিথিগনই অংশগ্রহণ করতে পারবেন। আমি যথাসাধ্য ভাবে চেষ্টা করবো খুব সুন্দর এবং ফলপ্রসূ একটি মিটাপ পরিচালনা করা।

#localguide #localguidesbd #localguidesconnect #bangladeshlocalguide #inspirMunshiganj

77 Likes

আলহামদুলিল্লাহ, শুভকামনা রইলো পলাশ ভাই :heartbeat: :hugs: @MohammadPalash

3 Likes

Alhamdulillah bhai @MohammadPalash
Best wishes bhai

2 Likes

অনেক ভালো উদ্যোগ @MohammadPalash ভাই।
শুভকামনা রইলো।

2 Likes

শুভ কামনা। সবার জন্য।

1 Like