সংযুক্ত আর আমিরাতের শারজাহ শহরের কালবা শহরে হ্যাঙ্গিং গার্ডেন অবস্থিত। ২০২৪ সালের মার্চ মাসে ড. শেখ সুলতান বিন মুহাম্মদ আল কাসেমি উদ্ভোধন করেন।
এখানে নানান রঙ-এর ফুল সবুজে ভরা একটি বাগান। মোট আয়তন প্রায় ১.৫ মিলিয়ন বর্গফুট যা সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ২৮০মিটার উচ্চতায়। এ বাগানের মুল আকর্ষণ ঝুলন্ত বাগান ও কৃত্রিম জলপ্রপাত। যা মন কেড়ে নেয়।
এখানকার সুন্দর্য্য উপভোগের জন্য রেস্টুরেন্ট আছে যেখানে একসাথে প্রায় ২০০জন লোক নাস্তা করতে পারে। বাগানটি দেখতে অর্ধ বৃত্তাকার। বয়সের উপর ভিত্তি করে নানান রকম বিনোদনের ব্যবস্থা রয়েছে। শিশুদের জন্য ভ্রমণ ট্রেন আছে। বাগানে প্রায় ৮০০মিটার হাটার রাস্তা রয়েছে। রাত্রি যাপনের জন্য হোটেল, প্রায় ৩০০ মতো গাড়ি পার্কিং ও চার্জিং ব্যবস্থা। শারিরীক প্রতিবন্ধীদের পার্কিং সুবিধাও আছে।
দুবাই মেট্রোষ্টেশন বা বাস ষ্টেশন থেকে ১২৩কিলোমিটার দূরে অবস্থিত। ট্যাক্সিতে ২৮০-৩৫০দেরহাম এবং বাসে প্রায় ৪০দেরহমান মতো ভাড়া প্রয়োজন।
ছবি ডিভাইস: আইফোন ১৩প্রো ম্যাক্স
বি:দ্র: ছবি তোলার সময় সংষ্কার ও সম্প্রসারনের কাজ চলামান ছিলো