আপনার এলাকার তথ্য সঠিক রাখুন – Google Maps আপডেট করুন!

আপনার এলাকার তথ্য সঠিক রাখুন – Google Maps আপডেট করুন! :globe_showing_europe_africa:

আপনি কি জানেন, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ গুগল ম্যাপ ব্যবহার করে রাস্তা খুঁজতে, দোকান, স্কুল, হাসপাতাল বা বন্ধুদের বাড়ি খুঁজতে? কিন্তু যদি আপনার এলাকার রাস্তা বা ঠিকানা ভুল বা অসম্পূর্ণ থাকে, তাহলে মানুষ বিভ্রান্ত হয়, সময় নষ্ট হয় এবং জরুরি পরিস্থিতিতেও সমস্যা হতে পারে।

:white_check_mark: আপনি কী করতে পারেন?

আপনার এলাকার রাস্তা, ঠিকানা, ব্যবসা বা গুরুত্বপূর্ণ স্থানের তথ্য যাচাই করুন এবং গুগল ম্যাপে সঠিক তথ্য আপডেট করুন।

রাস্তার নাম, নাম্বার বা পোষ্ট কোড ভুল থাকলে ঠিক করুন।

ব্যবসা বা বাড়ির সঠিক অবস্থান চিহ্নিত করুন।

নতুন রাস্তা বা জায়গার তথ্য যোগ করুন।

:light_bulb: কার জন্য গুরুত্বপূর্ণ?

স্থানীয় মানুষ ও ভিজিটররা সহজে ঠিকানা খুঁজে পাবে।

ডেলিভারি ও রাইড-শেয়ার সার্ভিস দ্রুত পৌঁছাবে।

জরুরি সেবা যেমন অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছাতে পারবে।

এলাকার পরিচিতি ও ইতিহাস সঠিকভাবে সংরক্ষিত থাকবে।

:glowing_star: ছোট একটি উদ্যোগ, বড় প্রভাব

প্রত্যেকটি সঠিক আপডেট মানুষকে সাহায্য করে এবং আপনার এলাকায় সঠিক তথ্য ছড়িয়ে দেয়। Google Maps Community বা Feedback এর মাধ্যমে আপনি খুব সহজেই অংশগ্রহণ করতে পারেন।

:link: শুরু করতে পারেন এখান থেকে:

Google Maps Feedback

চলুন, আমরা সবাই মিলে আমাদের এলাকার তথ্যকে সঠিক, সহজে পৌঁছনোযোগ্য এবং সকলের জন্য উপযোগী করি! :globe_showing_asia_australia::blue_heart:

#GoogleMaps #MapUpdate #LocalGuides #CommunityHelp #CorrectInformation

6 Likes

Keep Your Area Accurate – Help Update Google Maps! :globe_showing_europe_africa:

Did you know that millions of people around the world rely on Google Maps every day to navigate streets, locate businesses, find schools, hospitals, and even friends’ homes? But what happens if the information about your area is incorrect, incomplete, or missing? People get confused, time is wasted, deliveries are delayed, and in some cases, emergency services can even face serious challenges.

:white_check_mark: Here’s how you can make a difference:

By verifying and updating information about your area, you can help everyone navigate more efficiently. This includes:

Correcting street names, house numbers, or postal codes.

Adding missing landmarks, businesses, or public facilities.

Updating the location or details of new roads, streets, or important places.

:light_bulb: Why it matters:

Local residents and visitors can find places quickly and without confusion.

Delivery services, ride-sharing drivers, and logistics teams can operate efficiently.

Emergency responders, such as ambulances or fire services, can reach people faster.

Cultural and historical significance of the area is preserved with accurate information.

:glowing_star: A small effort, a big impact

Every accurate update contributes to a safer, more accessible, and more navigable community. By participating through Google Maps Community or using the Feedback tool, you are directly helping millions of people.

:link: Get started here:

Google Maps Feedback

Let’s work together to make our neighborhoods, streets, and communities more accurate, reliable, and helpful for everyone! :globe_showing_asia_australia::blue_heart:

#GoogleMaps #MapUpdate #LocalGuides #CommunityHelp #CorrectInformation #DigitalNavigation

1 Like

Informative, thanks for sharing

Please do not post the same text more than once. Thanks.

2 Likes

Interesting post, @FarzanaChowdhury
But in my opinion, instead of a series of indications that we can find almost everywhere, what about to share your own experience about some of your successful edits?
This will help to transform your generic words in experience, that is what we are expecting to find here and in Google Maps

1 Like

Hi @FarzanaChowdhury,

Thank you for sharing your tips!

We think the “Best practices” tag is enough to represents your topic, and I will make that change.

Please note, the main purpose of tags is to organize topics, using too many tags on your topic can make it difficult for other Local Guides to search for topics in the community. Please be selective with your tags to improve visibility for everyone.

1 Like

@FarzanaChowdhury

You are absolutely right.