Fishing is a Hobby of a Local Guide.

আমার বন্ধুরা,

আমার ছোট বেলা গ্রামে কেটেছে. আমার গ্রামের বাড়ী কুমিল্লায় . আমার এক চাচাতে ভাই ছিলে নাম মিজান ভাই. মাছ ধরা তার নেশা. তিনি আমাকে অনেক আদর করেন. বর্ষার শুরুতে আমাকে নিয়ে পাটকাঠির মশাল বানিয়ে বা টিনের কৌটো আর মোমবাতি দিয়ে প্রদীপ বানিয়ে ছোট নৌকা নিয়ে বেড়িয়ে পড়তাম মাছ ধরতে. বাঁশের কঞ্চির মধ্যে ছাতির লোহা(ডাসা) অনেক গুলো একসাথে চোক্কা করে বেঁধে মাছ ধরার যন্ত্র বানিয়ে নিয়ে যেতাম. গভীর রাত পর্যন্ত মাছ ধরতাম. সেই থেকে আমি মাছ শিকারী. বাবার চাকরী ঢাকাতে হবার কারনে আমাদের পরিবারে সবাই শহরে (ঢাকায ) নিয়ে আশে.

Caption: Hunter fishing time brother and me

মিজান ভাই বর্তমানে গ্রীস প্রবাসী. গত ২০১৯ সালে ডিসেম্বর মাসে ভাই বাংলাদেশে আশে. এসেই আমাকে বলে মাছ ধরবে. আমি ও নাচিয়ে বল্লাম ঠিক আছে. কিন্তু আমার কাছে মাছ ধরার (জাল/ছিপ বড়শি/হুইল বড়শি) কিছুই নাই. কোথায় ধরবে মাছ আমিতে কিছুই জানিনা. শহরে আশ-পাশে পরিস্কার খালও নেই বিলও নেই বা বড় কোন পুকুর যে মাছ ধরতে পারবে. তার পার সিদ্ধান্ত নিলাম আমরা টিকিট কেটে মাছ ধরবে. সিদ্ধন্ত নিলাম ধানমন্ডী লেক পরিবশে টা অনেক সুন্দর তাই টিকেট কাটলাম এক দিনের জন্য ৪টি বড়শি দুই হাজার টাকা দিয়ে. ভোর সকাল হতে সন্ধা পর্যন্ত মাছ ধরতে পারবে.

কোথায় পাওয়া য়ায় মাছ শিকারের উপকরণ:

শৌখিন মাছ শিকারের উপকরন যেমন- বড়শি, হুইল, ছিপ, মাছধরার খাবার উপকরনসহ ঢাকার কিছু জায়গাতে পাওয়া যায়.

জনপ্রিয় এই দোকান গুলোতে মাছ ধরার সকল উপকরণ পাওয়া যায়. এছাড়াও অনেক এলাকাতে স্থানিয় ভাবে অনেক উপকরন পাওয়া যায়. তবে সঠিক ভাবে সব দেকানের স্থান দেয়া হলে না কারন ভ্রাম্যমান দেকান বেশী.

হুইল বড়শি বা ছিপ:

শহরে মাছ শিকারিরা রাজকীয় কায়দায় বড়শির সব আধুনিক উপকরন দিয়ে মাছ ধরে থাকে। দেশি বা বিদেশি আকার ভেদে দাম আলাদা হয়ে থাকে. দেশে উপকরনের দাম একটিু কম হয়. বিদেশী উপকরনের দাম বেশী. আবার একই জিনিস দেকান ভেদে দামের পার্থক্য অনেক.



ক্র: নং



নাম



দেশী দাম/টাকা



বিদেশী দাম/টাকা



১.



ফিশিং রিল(হুইল)



১২০ হতে ১৫০



৬০০ হতে ২০০০



২.



ফিশিং রড় (ছিপ)



৫০ হতে ১০০



২০০ হতে ৭০০



৩.



ফিশিং হুক (বড়শি) ১০/১২টি



৫০ হতে ৬০



৮০ হতে ১২০



৪.



ফিশিং লাইন(সুতা) প্যাকেট



৩০ হতে ৭০



১০০ হতে ২০০



৫.



ওয়েট সিসা



০২ হতে ০৫



০২ হতে ০৫



৬.



ছুইবর/ময়ুরের পাখনা(১২টি)



২৫ হতে ৫০



৮০ হতে ১০০

মাছধরার আধার/চার:

মাছ ধরার আধার/চার মধ্যে পিপড়ার ডিম অধিক জনপ্রিয়. প্রতি কেজি পিপড়ার ডিম পাওয়া য়ায় ৩০০ হতে ৩৫০ টাকার মধ্যে. লাড্ডুর কেজি ৩০০ হতে ৩৫০ টাকার মধ্যে. প্রতি কেজি চার ১০০ টাকা. পাওরুটির খামি ৩০টাকা. এছাড়াও অনেকে নিজের মনের মতে করে আধার বানিয়ে নিয়ে আশে যার ফরমুলা গোপনিয় বিষয়.

সারা দিনে দুইটি হুইল ৪টি বড়শি দিয়ে দুইটি মাছ ধরেছি. তবে মাছ ধরতে অধিক ধর্য্য লাগে. একটি মাছ ধরা মানে আমার ভালবাসা.

#letsguides

#localguide

Best Regards

Mohammad Alauddin

Dhaka, Bangladesh.

26 Likes

Hey @Mohammadalauddin

Because you fish hunter maybe sometime you can invite me for tasting your results hunter ,let me suggestions my idea barbeque fish in river side is not bad right ? I’ll love it ahahaha

2 Likes

অসাধারণ সুন্দর একটি পোষ্ট। আমার বাল্যকালে মাছ ধরার শখ ছিল কিন্তু কালের বিবর্তনে ঢাকায় চলে আসাতে আর বাল্যকালের শখ পূরণ করতে পারছি না। এখনো মনে চায় গ্রামের বাড়ি যাই এবং ভরা মৌসুমে মাছ স্বীকার করি।

আপনার কাছ থেকে এ ধরনের আরও সুন্দর সুন্দর পোস্ট আশা করি।

5 Likes

@Nyainurjanah my dear.

You are right that next time you catch fish, you will eat bbq on the river side with you.

Thank you very much for nicely comments

2 Likes

Hey @Mohammadalauddin

Its fishing works. My hobby any cash fish.

Thank you very much for nice post

3 Likes

আপনি সত্যি বলেছেন ভাই ছোটবেলা যে মাছ ধরার শখ ছিল তা এখনো ভুলতে পারেনি. তবে আগের মতন গ্রামের মতন পরিবেশ ঢাকাতে নেই. তাই এখন মাছ ধরতে হয় টিকিট দিয়ে. এ ছাড়া আর কোন উপায় নাই @mamun837 ভাল লাগলে.

2 Likes

Hi @skgolam

.তবে আগের মতন গ্রামের মতন পরিবেশ ঢাকাতে নেই. তাই এখন মাছ ধরতে হয় টিকিট দিয়ে. এ ছাড়া আর কোন উপায় নাই l.আপনি সত্যি বলেছেন ভাই ছোটবেলা যে মাছ ধরার শখ ছিল তা এখনো ভুলতে পাৱিনি.

2 Likes

ধন্যবাদ @Mohammadalauddin দাদা সুুুন্দর একটি পোস্ট সবার সাথে

শেয়ার করে নেওয়ার জন্য।

আমি একটা ছোট কথা বলতে চাই- বাংলায় লেখার সাথে সাথে যদি কমেন্টে প্রথমে ইংলিশ এও ট্রান্সলেট করে লিখে দেন (ট্রান্সলেটর এর সাহায্যও নেওয়া যেতে পারে) তবে সকলের কাছে বিষয় টা পড়ে বোঝার সুযোগ খুলে যায়।

আপনার পোস্ট দেখে ছোটবেলার দিন গুলির কথা মনে পড়ে গেলো, যখন গ্রামের বাড়ির পুকুরে দুপুরবেলা চলতো মাছ ধরা। সেই দিন আর ফিরবে না । স্মৃতির পাতা তেই থেকে যাবে সোনালী সেই দিন গুলো। অনেক ধন্যবাদ দাদা।

ভালো থাকবেন।

4 Likes

@Mohammadalauddin , thanks for sharing an interesting event which is very popular in every where in Bagladesh. Fishing is really an amazing and also a boring activities but it is very usual for Bangladeshi people. Also thanks for sharing nice photos.

2 Likes

@PritishB brother

Many people could not forget that brother had a hobby of fishing as a child. However, the village environment is not as good as before. So now fishing is with tickets. There is no other way.

Thank you very much for right advice me.

1 Like

Hello @Siddiqui-BA .আমি দেখেছি আমার চাচারা এখনো গ্রামে থাকে তারা মাছ ধরতে খুব পছন্দ করে এবং তারা এখনো মাছ ধরে.

ভাই ছোটবেলা মাছ ধরার শখ ছিল তা অনেকেই ভুলতে পারেনি. তবে আগের মতন গ্রামের পরিবেশ শহৱে নেই. তাই এখন মাছ ধরতে হয় টিকিট দিয়ে. এ ছাড়া আর কোন উপায় নাই .

ভাই বাংলাদেশের পেক্ষাপটে একদিনে মাছ ধরতে 2000 টাকা করে লাগে যদি আপনার টিকিটে মাছ ধরার সবার পক্ষে তো এই টাকা দিয়ে মাছ ধরার সম্ভব না . তাই সবগুলো শখ মনে আছে কিন্তু মাছ ধরতে পারেনা.

আমি একদিনের মাছ ধরার জন্য যে ইন্সট্রুমেন্ট বানিয়েছি তা আমার প্রায় 7 হাজার টাকার মতো খরচ হয়েছে. আর আমি মাছ ধরেছি মাত্র এক হাজার টাকারও না. তাহলে কিভাবে মাছ ধরবো.

Thank you very much for nice comment my dear.

@Mohammadalauddin

Perfect , hunter fish and BBQ

Thank you for suggestions,

1 Like

অনেক সুন্দর লিখেছেন @Mohammadalauddin মাছ ধরার জন্য প্রয়োজনীয় সকল তথ্যই সুন্দরভাবে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ। তবে মাছের ছবি আলাদা করে দিলে বুঝতে পারতাম সারাদিনের কষ্ট কতটুকু সার্থক হয়েছিল :grinning: :grinning: ।ভালো থাকবেন।

1 Like

Hey @MukulR

ছোট ছোট দুইটা মাছ পাইছি ওই দুইটা ছবি দিলে পোস্টটা সুন্দর হতো না তাই দেই নাই.

1 Like

খুব সুন্দর একটি পোস্ট করেছেন @Mohammadalauddin ভাই।

ধন্যবাদ এত সুন্দর পোস্ট করার জন্য।

2 Likes

This post all fishing informations add @Mohammadalauddin great post for sharing with us.

1 Like

Hey @SalehMdSoyaib lমাছ ধৱতে ভাল লাগে, তবে একদিনে মাছ ধরতে 2000 টাকা করে লাগে যদি আপনার টিকিটে মাছ ধরার সবার পক্ষে তো এই টাকা দিয়ে মাছ ধরার সম্ভব না . তাই সবগুলো শখ মনে আছে কিন্তু মাছ ধরতে পারে সব সময় পাৱি না.

1 Like

ভাই বাংলাদেশের পেক্ষাপট মাছ ধৱা সহজ কাজ. তবে টিকিট দিয়ে মাছ ধৱা টাকা বেশী খৱচ হয় @Shahin45 thanks

My faverat hobby any fishing. Thank you for nice fishing post @Mohammadalauddin brother.

1 Like

Hey @Mohammadalauddin

Very good post sharing

Tak care fish. I hope all people fishing man.

1 Like