এই কর্মব্যস্ত জীবনে একটু লম্বা ছুটি পাওয়া যায় শুধু ঈদে! আর ঈদের ছুটিতেই তাই প্ল্যান করি কাছেপিঠে কোথাও ঘুরে আসার।
এই ঈদে আমরা ঘুরতে গিয়েছিলাম ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দত্তের বাজারে সদ্য চালু হওয়া চড়ুইভাতি ফাস্টফুড ও পার্টি সেন্টার-এ!
রেস্তোরাঁটি এখনও পুরোপুরি শেষ হয়নি—তবুও ঈদ উপলক্ষে খুলে দেওয়া হয়েছে। সন্ধ্যার পর আমরা যখন পৌঁছাই, বাহারি লাইটিংয়ে রেস্তোরাঁটির সৌন্দর্য যেন আরও নান্দনিক হয়ে ওঠে!
আর ঠিক এই সময়টাতেই মানুষজনের ভিড় থাকে সবচেয়ে বেশি। আমাদেরও দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে সিটের জন্য অপেক্ষা করতে হয়েছিল।
যেহেতু একদম নতুন, তাই স্টাফরাও এখনো অভ্যস্ত হয়ে ওঠেনি। তবে আন্তরিকতা ছিল বেশ।
আমরা অর্ডার করেছিলাম চিকেন ফ্রাই—স্বাদ ছিল মোটামুটি ভালো, তবে উন্নতির সুযোগ আছে বলেই মনে হলো।
রেস্তোরাঁটির সবচেয়ে চমৎকার দিক—পাশেই একটা পুকুর আর সেখানে নৌকা ভ্রমণের ব্যবস্থা! সন্ধ্যার বাতাসে পানির ওপর ছোট্ট নৌকা রাইড—অসাধারণ এক অভিজ্ঞতা!
আমার সঙ্গে ছিলেন আমার স্বামী, লোকাল গাইড @NasimJ
আর ছবিগুলো? তারই তোলা!
ধন্যবাদ পড়ার জন্য!