Bangladeshi banana Gangs

আপনি এখন পর্যন্ত কয়টি কলার নাম জানেন ৪/৫ টি ???

আজ কথা হবে এখানে শুধু কলা নিয়ে বাংলাদেশি কলার সমাহার নিয়ে

কলা নিয়ে এই সমাজে চলে নানা রকম ছলা কলা

ছোট কালে নানি দাদি হাতে ধরিয়ে দিয়েছে বিচি কিংবা আইডা কলা

একটু বড় হয়ে দেখেছেন দোকানে চিনি চম্পা আর সাগর কলার প্রেম

এখন সব জায়গায় নেপালি আর থাই এর রাজত্ব

চলুন এবার এক এক করে দেখি আমাদের দেশি কলা গুলো সাথে জেনে নেই নাম

কলার নাম : কলা বারি -১ [১-৪]

সাগর কলা নামে ও লোকাল এ পরিচিতি পেয়েছে এই কলার জাত । বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ উদ্ভাভিত এই হাইব্রিড কলা দোআঁশ, বেলে-দোআঁশ মাটিতে প্রায় ১২ মাস ই ফলন দিয়ে থাকে ।

বিস্তারিত পাবেন ; বারি কলা-১ কৃষি তথ্য ভাণ্ডার

কলার নাম : বাংলা কলা ।

এই জাতের কলা কে বন কলা বা মামা কলা হিসেবেও স্থান ভেদে পরিচিতি আছে । বাংলা কলার কোন চাস হয় না প্রাকিতিক ভাবে বেড়ে উঠা এই জাত সাধারণত গ্রামে বাড়ির পাশে কিংবা ঝোপ ঝারে দেখা মিলে । কিছু টা কস যুক্ত হলেও সুসাধু । কাচা কলা তরকারি হিসেবে ও প্রচলন আছে.

কলার নাম : অগ্নি সাগর কলা (লাল কলা) / Red Banana

এই কলার খোসা লাল হবার কারনে লাল কলা বলে অধিক পরিচিত . বাংলাদেশের দক্ষিণ অঞ্ছল ও পার্বত্য এলাকায় এর চাষ হয় বলে ইন্টারনেট গেতে জানতে পেরেছি ।

কলার নাম : চাঁপা কলা

চাম্পা কলা নামে অধিক পরিচিত এই কলা , এই জাতের কলা মাঝে চিনি চাম্পা কলা অধিক জনপ্রিয় । ব১২ মাস ই ফলন ধরে এই জাতের কলা

কলার নাম : সবরি কলা

ছোট এবং বড় ২ সাইজ এর হয়ে থাকে এই কলা ।

কলার নাম : ডিঙ্গা কলা

কলার নাম : কুদরতি কলা

কলার নাম : আনাজি কলা

এই কলাকে আসলে আমরা কাচ কলা নামে ই চিনি এছাড়া কিছু অঞ্ছলে মদনা কলা বলে ও বেশ পরিচিত

কলার নাম : কাঁঠালি কলা

কলার নাম : আইটা কলা

গ্রামের লোক জন একে আইড্ডা কলা বলে থাকে , দুধ ভাতে খাবার জন্য এই কলা বেশ জনপ্রিয় । পেটের পীড়ার জন্য ভেষজ ওষুধ হিসেবেও খাওয়া হয়

কলার নাম : রঙ্গিন মেহের সাগর কলা

কলার নাম : বাইশ ছড়া কলা

কলার নাম : সাঙ্গি আইটা কলা

90 Likes

পাইলেন কই ভাই @MahabubMunna

প্রথম এতো নাম শুনছি ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

6 Likes

@MahabubMunna ভাই,

আপনি যত কলার সাথেই পরিচয় করিয়ে দেন না কেন, সবরি কলার সাথে কারোর তুলনা হয়না। তবে একসাথে এতগুলো কলার নাম জীবনে এই প্রথম শুনলাম। ধন্যবাদ শেয়ার করার জন্য :banana: :banana:

7 Likes

বাহ্ বেশ ভাল লিখেছেন। অগ্নিসর , কানাইবাশি , বীটজবা, অমৃতসাগর , সিঙ্গাপুরী । কালকেই পড়লাম এগুলো উন্নত জাতের কলার নাম। @MahabubMunna

4 Likes

অনেক কলা দেখে থাকলেও নাম জানতাম না! ধন্যবাদ @MahabubMunna ভাইয়া তথ্যগুলো শেয়ার করার জন্য।

3 Likes

@MahabubMunna ভাই একসাথে এতগুলো কই পাইলেন ?

2 Likes

অনেক সুন্দর লিখেছেন @MahabubMunna ভাই। কলা আমার খুবই প্রিয় একটি খাবার। অনেকেই হয়ত কলা খেতে পছন্দ করে কিন্ত সব কলার নাম জানে না। আপনার লেখা থেকে বিভিন্ন কলার সচিত্র বিবরন পেয়ে ভালো লাগল। সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ। বাংলাদেশের কলা নিয়ে আমার একটি পোষ্ট আছে এখানে

@Saiyen চট্টগ্রামে কলাকে কী বলে যেন ?

2 Likes

@MukulR কেলা/কলা দুটোই বলে ভাই। ডিফারেন্স নাই তেমন! :sweat_smile:

2 Likes

নামরে বাহার

কলার আহার

নামের বলা

জাতের কলা

কলা কে ভাই চেন নাকি

কলায় ভুবন ভরা ।

2 Likes

@MahabubMunna কলা সে তো হরেক রকমের কলা। বাঙ্গালী নারীর ষোলকলা কি এর মধ্যে আছে? :joy: :joy: :joy: :joy:

আপনার কোন কলাটা বেশি পছন্দের ভাই?? আমাকে চয়েজ করতে বল্লে আমি কিন্তু আপনার জন্য আইট্টা কলাটাই চয়েজ করব

3 Likes

অনেক অজানা জাতের নাম/কলা।
অগ্নি সাগর বা লাল কলার গাছ আমাদের বাসায় ছিল। এটা মূলত দক্ষিণ ভারতের। খুবই মজাদার এই কলা।

তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগে চিনি চম্পা কলা। ছোট এবং খেতে মজা। ধন্যবাদ এতো চমৎকার সব তথ্যের জন্য @MahabubMunna ভাই :heart:

4 Likes

পাইলেন কই ভাই @MahabubMunna Ay Prothom Ato Kolar Name Deklam

1 Like

@AsifAmirBhuyian গতবছর খামারবাড়িতে এক অনুষ্ঠান হয়েছিল সেখানে বাংলাদেশের সব ফল প্রদর্শনী করা হয়। তখন সব ফলের ছবি তুলে আনছিলাম

5 Likes

@FalguniP @Nyainurjanah @Shrut19 how many of them you eat before

5 Likes

@MahabubMunna Wow this is amazing so many varieties of banana

We get yellow and green and small one all season here…

The red one was new for me i think my friends from south might know better about them

@Jose_G_Benjamin @aaryesdee @Gurukrishnapriya

6 Likes

@MahabubMunna ভাই, অনেক ধন্যবাদ হরেকরকম কলা পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এর মধ্যে কিছু কলা খাওয়া হয়েছে হয়তো নাম জানতাম না। আর কিছু এখনো খাওয়া হয়নি। যাইহোক ভার্চুয়ালি দেখে নিলাম, বর্তমান এই লকডাউন পরিস্থিতি স্বাভাবিক হলে নাম ধরে ধরে খুঁজে বের করে বেছে বেছে খাওয়া শুরু করা যায়।

7 Likes

Hi @MahabubMunna

Amazing. I am astonished to see so many varieties of bananas. Great work. Very informative post.

2 Likes

@Gurukrishnapriya Thanks for comment

5 Likes

Wonderful collection of Bananas and well explained dear @MahabubMunna . But one suggestion please write in global language. So everyone can understand at right meaning. Even though I used the translation option it doesn’t give me the exact meaning.

1 Like

Thanks my dear friend @FalguniP for tagging me to this wonderful post.

1 Like