আপনি এখন পর্যন্ত কয়টি কলার নাম জানেন ৪/৫ টি ???
আজ কথা হবে এখানে শুধু কলা নিয়ে বাংলাদেশি কলার সমাহার নিয়ে
কলা নিয়ে এই সমাজে চলে নানা রকম ছলা কলা
ছোট কালে নানি দাদি হাতে ধরিয়ে দিয়েছে বিচি কিংবা আইডা কলা
একটু বড় হয়ে দেখেছেন দোকানে চিনি চম্পা আর সাগর কলার প্রেম
এখন সব জায়গায় নেপালি আর থাই এর রাজত্ব
চলুন এবার এক এক করে দেখি আমাদের দেশি কলা গুলো সাথে জেনে নেই নাম
কলার নাম : কলা বারি -১ [১-৪]
সাগর কলা নামে ও লোকাল এ পরিচিতি পেয়েছে এই কলার জাত । বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ উদ্ভাভিত এই হাইব্রিড কলা দোআঁশ, বেলে-দোআঁশ মাটিতে প্রায় ১২ মাস ই ফলন দিয়ে থাকে ।
বিস্তারিত পাবেন ; বারি কলা-১ কৃষি তথ্য ভাণ্ডার
কলার নাম : বাংলা কলা ।
এই জাতের কলা কে বন কলা বা মামা কলা হিসেবেও স্থান ভেদে পরিচিতি আছে । বাংলা কলার কোন চাস হয় না প্রাকিতিক ভাবে বেড়ে উঠা এই জাত সাধারণত গ্রামে বাড়ির পাশে কিংবা ঝোপ ঝারে দেখা মিলে । কিছু টা কস যুক্ত হলেও সুসাধু । কাচা কলা তরকারি হিসেবে ও প্রচলন আছে.
কলার নাম : অগ্নি সাগর কলা (লাল কলা) / Red Banana
এই কলার খোসা লাল হবার কারনে লাল কলা বলে অধিক পরিচিত . বাংলাদেশের দক্ষিণ অঞ্ছল ও পার্বত্য এলাকায় এর চাষ হয় বলে ইন্টারনেট গেতে জানতে পেরেছি ।
কলার নাম : চাঁপা কলা
চাম্পা কলা নামে অধিক পরিচিত এই কলা , এই জাতের কলা মাঝে চিনি চাম্পা কলা অধিক জনপ্রিয় । ব১২ মাস ই ফলন ধরে এই জাতের কলা
কলার নাম : সবরি কলা
ছোট এবং বড় ২ সাইজ এর হয়ে থাকে এই কলা ।
কলার নাম : ডিঙ্গা কলা
কলার নাম : কুদরতি কলা
কলার নাম : আনাজি কলা
এই কলাকে আসলে আমরা কাচ কলা নামে ই চিনি এছাড়া কিছু অঞ্ছলে মদনা কলা বলে ও বেশ পরিচিত
কলার নাম : কাঁঠালি কলা
কলার নাম : আইটা কলা
গ্রামের লোক জন একে আইড্ডা কলা বলে থাকে , দুধ ভাতে খাবার জন্য এই কলা বেশ জনপ্রিয় । পেটের পীড়ার জন্য ভেষজ ওষুধ হিসেবেও খাওয়া হয়
কলার নাম : রঙ্গিন মেহের সাগর কলা
কলার নাম : বাইশ ছড়া কলা
কলার নাম : সাঙ্গি আইটা কলা