বাঙ্গালীর একমাত্র উৎসব, যেখানে কোন ধর্মের কোন বিধিনিষেধ চলে না। ধর্ম-বর্ণ, জাত-পাত, ধনী-গরীব, উচ্চ-শিক্ষিত, অল্প-শিক্ষিত, ছেলে-মেয়ে, কোন ভেদাভেদ মানে না যে উৎসব, সেটির নাম, “বাংলা নববর্ষ”। শিশু-কিশোর-যুবক-বুড়া, সব হয়ে যায় সমবয়সী। কয়েক যুগ ধরে চলা এই উৎসব আজ দেশের সীমানা পেড়িয়ে ছড়িয়ে গেছে বিশ্বের সব প্রান্তে। যেখানেই পাঁচ জন বাঙ্গালী আছে, সেখানেই হয় বর্ষবরণ। হয় পান্তা ইলিশের মহা ভোজ। সেটা ঘরে বা মাঠে যে কোন স্থানে হতে পারে। সঙ্গে থাকে বাঙ্গালীর নানা প্রিয় খাবার, ভর্তা, মাছ, শুকনা/কাচা মরিচ, পিঠা, মিষ্টি আরও কত কি। আর থাকে গান, নাচ, আবৃত্তি, নাটক, এক কথায় সংস্কৃতির সব ধারা এদিন হয়ে যায় বাঁধনহারা।
তারই ধারাবাহিকতায় আগামী রবিবার সন্ধ্যায় হবে বাঙ্গালীর মহামিলন মেলা ম্যারীল্যান্ডের Roscoe R. Nix Elementary School, 1100 Corliss Street, Silver Spring, MD 20903 এ। আমিও সামিল হব সেখানে, যদিও পরিবার ছেড়ে একাকী। সুযোগও পাব ছবি তোলার, যা You Tube এ দিতে পেরে হব আনন্দিত, কাটবে কটা ব্যস্ততম দিন। যুক্ত হতে পারে কিছু ভাল বন্ধু আমার বন্ধু তালিকায়, পেতে পারি নতুন কিছু সাবস্ক্রাইবার। যা হাজার ছাড়াতে পারলে সফল হবে আমার পরিশ্রম।
এখানে যদি কেউ দেখে, কেউ থাকে, কেউ যায়, কেউ কথা বলে সে জন্যই এই গ্রুপে যোগ দেয়া। যদি জানতে চান যোগাযোগ করুন আয়োজনকারীদের সাথে।
ধন্যবাদ।