চাঁপাইনবাবগঞ্জে বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালা 26 শে মার্চ প্রোগ্রামের ছবি।
অবস্থানঃ গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়ন ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অংশবিশেষ নিয়ে বরেন্দ্রের এ বনভূমি।
প্রায় ২০০ একর খাস জমিতে গড়ে উঠেছে প্রকৃতির নৈসর্গিক এক মনোরম পরিবেশ। উচুঁ কয়েকটি টিলার জন্যই এক সময়ের বাবুডাঙ্গা এখন বাবুডাইং নামে পরিচিত। ছোট বড় ২৬টি টিলার সমন্বয়ে প্রাকৃতিকভাবে গঠিত এ স্বপ্নভূমি। বিভিন্ন প্রজাতির ছোট-বড় হাজারো বৃক্ষের সমাহার এখানে। পাখিদের কিচির-মিচির শব্দে মুখরিত চারপাশ।
কিছু কিছু টিলায় আছে আদিবাসি জনগোষ্ঠির বসবাস। মাঝখান দিয়ে বয়ে গেছে প্রাকৃতিকভাবে গড়ে উঠা প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ খাড়ি। আপনিও ঘুরে আসতে পারেন অপরুপ সৌন্দর্যের বাবুডাইং।
যেভাবে যাবেনঃ
গোদাগাড়ী থেকে আমনুরা উদ্দেশ্যে ছেড়ে যাওয়া অটো অথবা মাহিন্দ্রা তে উঠে বিশ্বনাথপুর বাজারে নামতে হবে। সেখান থেকে অটো অথবা ভ্যানে করে যেতে পারবেন। তবে ব্যক্তিগত গাড়ি অথবা মোটরসাইকেলে যাওয়া সবচেয়ে ভালো।