ঐতিহ্যবাহী মুঘল তোহাখানা বা তোহাখানা কমপ্লেক্সটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে অবস্থিত। চাঁপাইনবাবগঞ্জ থেকে তোহাখানার দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার।
মুঘল সম্রাট শাহজাহানের পু্ত্র সুলতান শাহ সুজা তাঁর মুর্শিদ সৈয়দ নেয়ামতউল্লাহর শীতকালীন বসবাসের সুবিধার্থে ফিরোজপুরে তাপনিয়ন্ত্রিত ৩ তলা বিশিষ্ট এই প্রাসাদটি নির্মাণ করেন।
বিভিন্ন ঐতিহাসিক সূত্র মতে, ১৬৩৯-১৬৫৮ খ্রিষ্টাব্দে এই তোহাখানাটি নির্মিত হয়। ফার্সি শব্দ তোহাখানার অর্থ ঠান্ডা ভবন বা প্রাসাদ।
তোহাখানা কমপ্লেক্সের ভেতরে বেশকিছু নাম না জানা সমাধি রয়েছে। এগুলো হযরত শাহ সৈয়দ নেয়ামতউল্লাহর খাদেম বা সহচর বলে মনে করা হয়। তোহাখানা কমপ্লেক্সের মধ্যে আরো আছে তিন গম্বুজবিশিষ্ট মসজিদ, কুপ এবং এক গম্বুজ বিশিষ্ট সমাধি।
মুঘল তাহখানা কমপ্লেক্সের পূর্বদিকে অবস্থিত বিশাল জলাশয় তালাবে দাফেউল বালাহ বা রোগমুক্তির পুকুর নামে পরিচিত। প্রচলিত কাহিনী অনুযায়ী, এর পানি একসময় বিষাক্ত ছিল। শাহ সৈয়দ নিয়ামতউল্লাহ’র দোয়া ও অলৌকিক ক্ষমতার মাধ্যমে এটি সুপেয় হয় এবং এর পানি রোগ মুক্তির জন্য ব্যবহৃত হতে শুরু করে।
প্রবেশ করলেই প্রথমে দেখা যাবে প্রাসাদটি। তার উত্তর দিকে রয়েছে মসজিদ এবং মসজিদের উত্তরেই রয়েছে মাজার। পুরো কমপ্লেক্সটি ঘুরে দেখতে কয়েক ঘণ্টা সময় লাগবে। সন্ধ্যার পর আলোক ব্যবস্থা না থাকায় ভ্রমণ শেষ করার জন্য বিকেলের আগে উপযুক্ত সময়।
যাওয়ার উপায়:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে ছোট সোনা মসজিদ পর্যন্ত যাতায়াত করা যায়। সেখান থেকে অটোরিকশায় মাত্র ১০ মিনিটের মধ্যে তাহখানা পৌঁছানো সম্ভব। এছাড়া ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেলেও যাওয়া যায়।
https://maps.app.goo.gl/1VWqQtQpuGp32QAu9
#Bdlg #localguidesbd #bangladeshlocalguie
#localguideconnect
#TahakhanaMajarMosjid
#Mosjid #Majar #Tahakhana