হাই প্রিয় লোকালগাইড বন্ধুগন ইতিমধ্যে অনেকেই হয়তো মান্থলি রিভিও পেয়ে গেছেন জি আমিও পেয়ে গেছি। কন্ট্রিবিউশান হয়তো সামান্য তবে আমি চেষ্টা করেছি কোয়ালিটিফুল কন্ট্রিবিউট করার দিনশেষে যাতে আমার একটি রিভিও,একটি এডিটিং অথবা একটি ছবি সং যুক্ত দ্বারা অন্য কেও উপক্রিত হতে পারে।
ইতিমধ্যে যারা এপ্রিল হাইলাইটস পেয়ে গেছেন সকলকে অভিনন্দন জানাই। মন্তব্যের ঘরে আপনার রিভিও টি শেয়ার করতে পারেন।
আমি মোহাম্মদ পলাশ বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটির একজন সদস্য পেশায় ব্যাবসায়ী নেশায় একজন ভ্রমন পাগল মানুষ। বাংলাদেশের রাজধানী ঢাকার পার্শ্ববর্তী জেলা মুন্সীগঞ্জ সদরে আমার বসবাস। যেহেতু গ্রামে থাকি তাই গুগল ম্যাপকে সমৃদ্ধ করার প্রয়াসের ক্ষেত্রে অনেক বাধাগ্রস্ত হতে হয় তবুও চেষ্টা করি নিজের সর্বোচ্চ দিয়ে গুগল ম্যাপকে সমৃদ্ধ করার।
#bdlg #localguid #localguidsbd #bangladeshlocalguide #aprilhighlights #localguideconnect #letsguide