আমি গত নভেম্বর মাস থেকে একটা টার্গেট নিয়ে গুগল ম্যাপে কাজ করে যাচ্ছিলাম। আজ সেই টার্গেট পূর্ণ হয়েছে। আমি গুগল লোকাল গাইডের লেভেল ০৬ এ প্রায় ২ বছরের সময় ধরে ছিলাম। ১২০০ পয়েন্ট বাকি ছিলো। কেনো জানি মনে হলো একটু চেষ্টা করলে জানুয়ারী ২০২৬ সালের মধ্যেই লেভেল ০৭ আসতে পারবো , তখন থেকে চেষ্টা করেছি, রিভিউ, এডিট, আপডেট ও এড্ড সহ অনেক কাজ করে, শেষমেশ আজকেই গুগল থেকে মেইল পেলাম।

আমি অনেক টা আনন্দিত যা বলে বুঝানো যাবে।
