A Natural village place in Bangladesh

এই ছবিগুলো আমার বাংলাদেশের গ্রাম এলাকার কিছু জায়গা । এই জায়গাটি সাধারনত গ্রাম এলাকার নদী এর ওপর দিয়ে বাঁশের তৈরী সাঁকো ।

বাঁশের তৈরী সাঁকো দিয়ে গ্রামের মানুষ পারাপার হয়। এক গ্রামের মানুষ অন্য গ্রামের মানুষদের সাথে যোগাযোগ করে বাঁশের তৈরী সাঁকোটি ব্যবহার করে।

এই ছবি গুলোর মাধ্যমে আমি চেষ্টা করেছি আমার দেশের গ্রাম বাংলাকে সবার মাঝে তুলে ধরতে। আশা করি ছবি গুলো আপনাদের অনেক ভালো লাগবে।

12 Likes

Thank you for sharing with us @mamunmiah

2 Likes

wow nice place