Mazharul_BDLG's post
cancel
Showing results for 
Search instead for 
Did you mean: 
Level 8

Off season saintmartin (part-02)

Screenshot_20230827_124617-ANIMATION.gif

প্রথম পর্বে আপনারা দেখেছেন আমি ট্রলারে করে কিভাবে সেন্টমার্টিন আসি আজকের পর্বে আমি এই দ্বীপে কি করলাম ছোট্ট করে লিখছি

 

দ্বীপের নামার সময় ছিল দুপুর দিকে, ট্রলার ছাড়ে সকাল ১০ টা আর ৩ ঘন্টা সময় লাগে দ্বীপে পৌঁছাতে।

নেমেই তীব্র গরমের কারণে ডাব খেয়ে নেই, যার হোটেলে আমি গিয়ে থাকবো সে তার গাছ থেকে বড় এক বাধা ডাব পেরে নিয়ে আসে যেখানে ছিল প্রায় সাতটার মত ডাব, আমি  দুইটার বেশি ডাব খেতে পারিনি বাকি ডাবগুলা আমি পরবর্তী দুইদিন খেয়েছি।
সেন্টমার্টিন এর বিখ্যাত ডাব সিজেনের
 সময় যখন পর্যটক বেশি থাকে তখন নারিকেল বা ডাব পাওয়া যায় না, বাহির থেকে এনে বিক্রি করে। লাস্ট তিন চার মাস যাবৎ পর্যটক আসে না তাই প্রায় সবার গাছেই নারিকেল ডাব আছে।

Screenshot_20230827_124453.jpgদুপুরে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলে আবার বের হই ঘুরতে, সেন্টমার্টিনে আমার কাছে মূলত পশ্চিম বীচ প্রিয় এখান থেকে দিনের সূর্যাস্ত দেখা যায় ভাল, আজ আমি উত্তর বীচে ছিলাম একদম শুনশান নীরবতা ফাঁকা। পর্যটক যেখানে সিজেনে বেশি থাকে সেখানে অফ সিজেনে অন্যরকম অনুভূতি ফিল করলাম।

পাশেই  এক্টু দুরে স্থানীয়রা ফুটবল  খেলছিলো,আর আমি বিচে ফটোগ্রাফি করতেছিলাম।

20230827_131148-COLLAGE.jpg

 <span;>পরদিন  অনেক সুন্দর একটি সকাল পেয়েছি, এরকম এত স্নিগ্ধ এত সুন্দর সকাল আগে দেখিনি সমুদ্রের পানিটা মনে হচ্ছিল অন্য সময়ের চেয়ে অনেক বেড়ে গিয়েছে পরিষ্কার পানি ঢেউ গুলা আছড়ে পড়তে ছিল আমার পায়ে শুধু ঢেউর শব্দ আর সাদা মেঘ মিশিত নীল আকাশ

20230827_131255-COLLAGE.jpg

এবার দ্বিতীয় দিন বিকালের সময়টা আমি বের হই দ্বীপের উত্তর মাথা থেকে দক্ষিন মাথা হেঁটে যাবো বলে বের হয়েছি। দ্বীপের ভিতরে গ্রাম্য রাস্তাটা সবুজে মাঠের মাঝ দিয়ে বয়ে গেছে অসাধারণ লাগছে

Screenshot_20230827_125403.jpg

ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে একেবারে দক্ষিন পাড়া চলে যাই এবং সেখান থেকে উপভোগ করি সুর্যাস্ত তার আগে দ্বীপের ভিতর কিছু ঘর বাড়ি দেখি এবং ভিন্ন কিছু ভিউ পাই যেটা সচরাচর দেখা যায় না।

20230827_130958-COLLAGE.jpg

অফসিজেন টা আমার কাছে ঘুরাঘুরির জন্য সুন্দর মনে হয়েছে এই সময় খাওয়া-দাওয়া তেমন ভালো পাওয়া যায় না রেস্টুরেন্ট গুলা বন্ধ থাকে তাই একটু কষ্ট হলেও এটা মানিয়ে নিতে হয় তবে  অফ সিজেনে দ্বীপের পরিবেশ আবহাওয়া ট্রলারে এডভেঞ্চার ভ্রমন সবকিছু মিলিয়ে নতুন অভিজ্ঞতা এবং এ অভিজ্ঞতা সারা জীবন মনে রাখার মত।

20230827_131324-COLLAGE.jpg

এরপর দিন সকাল বেলা আবার ট্রলারে করে টেকনাফ চলে আসি এই ট্রলার ছাড়ে সেই একই নিয়ম ফলো করে যেনো জোয়ার থাকাকালীন টেকনাফে প্রবেশ করা যায়।

এই ভ্রমনটি ভিডিওতে দেখতে পারেন

3 comments
Level 10

Re: Off season saintmartin (part-02)

@Mazharul_BDLGThanks for the post.

SANJAY KUMAR DATTA
Level 8

Re: Off season saintmartin (part-02)

@SanjayBDLG ধন্যবাদ, এবার যাচ্ছি আগস্টের ৩০ তারিখ

Level 8

Re: Off season saintmartin (part-02)

যেতে তো মন চায়। কিন্তু ভয় লাগে যে 🙃