Siddiqui-BA's post
cancel
Showing results for 
Search instead for 
Did you mean: 
Level 10

Re: My job-episode 8, "Join the Navy, See the world".

@AngieYC, thanks for your kindness and for reading my story. @VitB for replying my previous one.

Former Google Contributor

Re: My job-episode 8, "Join the Navy, See the world".

Hi @Siddiqui-BA

 

Pleasure is on my side. I like reading your stories.

 

Cannot wait for the next chapter about the lunch. Do not forget to tag me when you write it.

Due to the volume of private messages Google Moderators receive, I do not read or respond to private messages. Please post publicly so others may benefit from your discussion. If you require urgent assistance, please tag a Google Moderator. Thank you!
Level 10

Re: My job-episode 8, "Join the Navy, See the world".

Thanks a lot @VitB for reading my story. I will try not to forget you to tag in .

Level 10

My job, episode-9, "Join the Navy see the world"

২৫ জুলাই ,১৯৭৯ সাল।

যথারীতি দুপুরে খাওয়ার জন্য যখন ডাইনিং হলের সামনে যাই, আমিতো রীতিমত হতবাক! ডাইনিং হলের সামনে বহু মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। ছয়টি লাইন ছয়টি দরজার সামনে। ঐ ডাইনিং হলে ছয়টি খাবার কাউন্টার ছিল। সবাই লাআনে ভিতরে ঢুকছে আব্র খাবার খেয়ে বেড়িয়ে যাচ্ছে। কোন টু শব্দটি নেই। দরজার সামনে লেখা আছে " CPO's in uniform, ahead of the line". বুঝা গেল, উল্লেখিত ব্যক্তিগন ছাড়া অন্য কেউ লাইনের সামনে যাইতে পারবে না। যাই হোক, লাইনে দাঁড়িয়ে এক সময় ভিতরে ঢুকলাম।
এটি একটি সাবমেরিন।এটি একটি সাবমেরিন।

 ভিতরে ঢুকে আমিতো হতবাক! শত শত লোক খাবার খাচ্ছে কিন্তু শুধু চামচের শব্দ ছাড়া অন্য কোন শব্দ নাই। সামনের জনকে অনুসরন করতে থাকলাম। সবকিছু ছিমছাম সাজানো গোছানো। প্রথমেই ট্রে, কাটা চামচ, প্লেট, গ্লাস, বাটি, এর পরেই একের পপর এক খাবার সাজানো। কত রকমের খাবার সাজানো আছে তা গুনে শেষ করা যাবে না। শুধু সালাদের টেবিলেই কমপক্ষে ৫০ টি আইটেম হবে!। ভাত, মাছ, মাংস, ডিম, স্যুপ, পাউরুটি,, দুধ, কোমল পানীয়, ফল, ফলের জুস্, আরও কত কি। সব মিলিয়ে ২০০ থেকে ২৫০ আইটেম হবে। খাবার নিজের পছন্দ মত নিয়ে খাইতে হয়। খাবার শেষে ট্রে,প্লেট,গ্লাস ইত্যাদি নির্দিষ্ট স্হানে জমা করতে হয়।

আমার সেই বয়সের ছবি, আমেরিকাতে।আমার সেই বয়সের ছবি, আমেরিকাতে।

 খাবার নিয়ে টেবিলে এসে খাবার খাওয়ার নিয়ম। এখানে বলে রাখা ভাল যে, আমাদের জন্য কয়েকটি টেবিল রিজার্ভ করা ছিল। ঐ টেবিল গুলি প্রায় ৭০/৮০ জন লোকের জন্য রিজার্ভ করা ছিল। নির্দিষ্ট টেবিলে বসে খাবার খেয়ে বেরিয়ে আসলাম।

বহুদিন আগের এই আমি।বহুদিন আগের এই আমি।

 আমরা কেন ওখানে গিয়েছিলাম সেটাই এখনও বলা হয় নাই। আমরা বাংলাদেশ নৌ বাহিনী থেকে ০৭ জনেরএকটি দল ঐ নৌ ঘাটিতে অনুষ্ঠিতব্য "22nd CISM Sea Week" এ অংশ গ্রহনের জন্য হিয়েছিলাম। "CISM (Conceil International du Sport Millitare) " একটি আনতর্জাতিক মিলিটারী ক্রীড়া সংস্হা, যার সদর দপ্তর ফ্রান্সে অবস্হিত। বিশ্বের বিভিন্ন দেশের  মোট ১৩ টি নৌ বাহিনী দল এতে অংশ গ্রহন করে। অংশ গ্রহনকারী দেশগুলি ছিল: মার্কিন যুক্ত রাষ্ট্র, ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, পশ্চিম জার্মানী (তৎকালীন), ইতালী, বাংলাদেশ, আর দুইটি দেশের নাম মনে করতে পারছিনা। পাঠক গন পরবর্তী episode নিয়ে আবার শীঘ্রই হাজির হব ইনশাআল্লাহ্।

@VitB

#letsguide

#localguide

#localvuideconnect

#bangladeshlocalguide

 

Former Google Contributor

Re: My job, episode-9, "Join the Navy see the world"

Hi @Siddiqui-BA,

Thanks for sharing!

I am just letting you know that I am merging this post with your previous ones about the same subject. This way we are keeping Connect clean and organised. 

Due to the volume of private messages Google Moderators receive, I do not read or respond to private messages. Please post publicly so others may benefit from your discussion. If you require urgent assistance, please tag a Google Moderator. Thank you!

Level 10

Re: My job, episode-9, "Join the Navy see the world"

@MortenSI, thanks for your kindness.