IshtiakAhmed's post
cancel
Showing results for 
Search instead for 
Did you mean: 
Level 8

Local Guides বলতে যা বুঝি, এই Platform থেকে কি কি শিখতে বা অর্জন করতে পেরেছি

লোকাল গাইডস হল বিশ্বব্যাপী পর্যটকদের এক  সম্মিলন ক্ষেত্র যেখানে গুগল ম্যাপস ব্যবহারকারীরা পৃথিবীর বিভিন্ন স্থান সম্পর্কে মতামত, ছবি, প্রশ্নোত্তর প্রদান করেন, তথ্য যাচাই ও সম্পাদন করেন।

 

প্রথমে আমাদের গুগল একাউন্ট এ সাইন ইন এবং বর্তমান অবস্থান (current location) নির্বাচন করতে হবে। এরপর যত জায়গা আমরা রিভিউ দিব, ছবি আপলোড করবো, নতুন জায়গা সংযুক্ত করবো, পুরাতন জায়গা সম্পাদন করবো বা অতিরিক্ত কোন তথ্য প্রদান করবো তার বিনিময়ে পয়েন্ট অর্জন করবো। এসব পয়েন্ট যোগ হতে হতে নতুন নতুন অভিজ্ঞতাময় ধাপ অতিক্রম করতে পারবো আমরা।

 

বিশ্বব্যাপী লোকাল গাইডগণ গুগল ম্যাপকে আকর্ষণীয় ও তথ্যবহুল করতে প্রতিনিয়ত আন্তরিকতার কাজ করে যাচ্ছে যা অন্য সকল ম্যাপস ব্যবহারকারীদের বিশ্বভ্রমণ সহজ ও আকর্ষণীয় করে।

 

প্রতিনিয়ত পয়েন্ট অর্জনের মাধ্যমে লোকাল গাইডগণ ধাপে ধাপে বিভিন্ন লেভেল অতিক্রম করার ব্যাজ লাভ করেন। এসব ব্যাজ দেখে প্রত্যেক লোকাল গাইড কোন স্তরে আছে তা বোঝা যায়।

 

আমি যা যা শিখেছিঃ

 

আমাদের অভিজ্ঞতা শেয়ার করার সময় কোন স্থান সম্পর্কে বিস্তারিত লিখতে হবে যাতে অন্যরা পরিষ্কার ধারনা লাভ করতে পারে। কেবল “সুন্দর” “ভাল” “Nice” “Good” ইত্যাদি লেখা থেকে বিরত থাকতে হবে। খাবার ও পানীয় এর জায়গা হলে কি খেয়েছি, কোনটা ভাল বা মন্দ তা বলা যেতে পারে। কেনাকাটার স্থান হলে দাম কেমন, সার্ভিস কেমন বা অন্যরা কি পছন্দ করতে পারেন তা উল্লেখ করা যায়।

 

এমন ছবি বা ভিডিও আপলোড করা উচিত যা কোন জায়গা সম্পর্কে প্রকৃত অবস্থা বর্ণনা করে, সম্পূর্ণ বিষয়টিকে প্রদর্শন করে এবং অস্বচ্ছ বা কম আলোতে তোলা নয়। অন্যের তোলা ছবি বা একই ছবি বারবার আপলোড করলে তা কর্তৃপক্ষ সরিয়ে নেবে।

 

গুগল ম্যাপে আমাদের অবদানসমুহ বাস্তব অভিজ্ঞতা ও তথ্যের আলোকে হতে হবে। অসত্য, অসংলগ্ন, আক্রমণাত্মক, অপ্রয়োজনীয় তথ্য লোকাল গাইড প্রোগ্রাম এর নীতি পরিপন্থী। অন্যদের এধরনের আচরণ রিপোর্ট করতে পারে ব্যবহারকারীরা। এধরনের আচরণ আমাদের গুগল লোকাল গাইড প্রোগ্রাম থেকে বহিষ্কার এর কারণ হতে পারে।

 

কিভাবে পয়েন্ট পাই আমরা?

 

রেটিং প্রদানের মাধ্যমে পয়েন্ট অর্জন (১ পয়েন্ট)

অভিজ্ঞতা রিভিউ আকারে বর্ণনা (১০ পয়েন্ট)

ছবি (৫ পয়েন্ট) ও ভিডিও (৭ পয়েন্ট) শেয়ার

বিভিন্ন প্রশ্নের ‍উত্তর (১ পয়েন্ট)

এডিট করার মাধ্যমে কোন জায়গার তথ্য হালনাগাদ (৫ পয়েন্ট)

কোন জায়গা ম্যাপে না থাকলে যোগ করা (১৫ পয়েন্ট)

ফ্যাক্ট চেকের মাধ্যমে তথ্য যাচাই করা (১ পয়েন্ট)

ইত্যাদি

 

লেভেল ও ব্যাজ  পরিচিতিঃ

 

লেভেল ১ [০ পয়েন্ট, কোন ব্যাজ নেই]

লেভেল ২ [১৫পয়েন্ট, কোন ব্যাজ নেই]

লেভেল ৩ [৭৫ পয়েন্ট, কোন ব্যাজ নেই]

লেভেল ৪ [২৫০ পয়েন্ট, ৪টি কোণযুক্ত ব্যাজ]

লেভেল ৫ [৫০০ পয়েন্ট, ৫টি কোণযুক্ত ব্যাজ]

লেভেল ৬ [১,৫০০ পয়েন্ট, ৬টি কোণযুক্ত ব্যাজ]

লেভেল ৭ [৫,০০০ পয়েন্ট, ৭টি কোণযুক্ত ব্যাজ]

লেভেল ৮ [১৫,০০০ পয়েন্ট, ৮টি কোণযুক্ত ব্যাজ]

লেভেল ৯ [৫০,০০০ পয়েন্ট, ৯টি কোণযুক্ত ব্যাজ]

লেভেল ১০ [১,০০,০০০ পয়েন্ট, ১০টি কোণযুক্ত ব্যাজ]

 

কোন পয়েন্ট বা লেভেল আপডেট হতে ২৪ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। কোন পয়েন্ট এর মেয়াদ শেষ হবেনা। তবে পলিসি ভঙ্গ করার ফলে কনটেন্ট সরিয়ে নেয়া হলে পয়েন্ট কমতে পারে। গুগল ম্যাপসের নতুন ফিচারগুলো প্রাথমিক ব্যবহারকারী হতে হলে আমাদের গুগল ম্যাপস এ সক্রিয় অবদানকারী হিসেবে থাকতে হবে।

 

আমার লেভেল হল ৮। এটাও আমার অর্জন। আমার কাজের স্বীকৃতি।

 

এছাড়া গুগল লোকাল গাইড হওয়ার কারণে বিভিন্ন মিটআপ এ অংশগ্রহণ করে আমি নিজেকে তথ্যসমৃদ্ধ করতে পেরেছি এবং পরিচিত হতে পেরেছি দূরের-কাছের অনেক নতুন বন্ধুর সাথে।

 

সবচেয়ে বড় অর্জন হলো, যে সার্ভিস আমি নিয়মিত ব্যবহার করি বিশ্বব্যাপী সে সার্ভিস ব্যবহারকারীদের জন্য অবদান রাখতে পারা। এটা সকলের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি।

 

 #meetup200 #bdlg200 #bdlg #bangladeshlocalguides #localguidesbd

https://www.linkedin.com/in/ishtiak3107
Dhaka, Bangladesh
3 comments
Level 7

Re: Local Guides বলতে যা বুঝি, এই Platform থেকে কি কি শিখতে বা অর্জন করতে পেরেছি

কথায় আছে বস ইজ অলএজ রাইট, সেই কথা আবারও প্রমান হলো, বড়ভাই অসংখ্য ধন্যবাদ বিস্তারীত লেখার জন্য

Md. Razzuil Baky (Rozzub)
Level 8

Re: Local Guides বলতে যা বুঝি, এই Platform থেকে কি কি শিখতে বা অর্জন করতে পেরেছি

অনুগ্রহ করে পোস্টটির ক্যাটাগরি Local Stories এ পরিবর্তন করুন। ধন্যবাদ

Level 8

Re: Local Guides বলতে যা বুঝি, এই Platform থেকে কি কি শিখতে বা অর্জন করতে পেরেছি

@রজব অশেষ ধন্যবাদ আপনার উদ্দীপনা প্রদানের জন্য।

https://www.linkedin.com/in/ishtiak3107