TuhinSir's post
cancel
Showing results for 
Search instead for 
Did you mean: 
Level 8

শততম মিটআপের সংক্ষিপ্তআত্মকাহিনী

আমি কোন লেখক নই, কিভাবে যে শুরু করব ভেবে পাচ্ছি নে। আমার পরিচয় দিয়েই শুরু করা যাক। আমি "১০০ তম মিট আপ"। আমি অনেক ভাগ্যবান, কারন আমার জন্মদিনে গুগল অফিসার মেঘ স্মিথের সাথেই, সে সাথে নারী দিবসও, তাছাড়া অনেকেই বাংলাদেশের দূর দূরান্ত থেকে কঠিন এক ফরম পূরন করে  আমাকে দেখতে আসে, আমার জন্য কেকও কাটা হয়, সুন্দর করে সাজানো হয় আশপাশ । লোকাল গাইড জগতে আমি অনন্য।  আমার জন্মের মাধ্যমে বাংলার লোকাল গাইডদের ৫ম বর্ষ উদযাপন করা হয়। আমি আরও খুশি এ কারনে যে, জন্মের কিছুদিনের মধ্যে আমার নাম ও ছবি ফেসবুক, টুইটার, ইন্সট্রগ্রাম, লোকাল গাইড কানেক্ট ও পত্র-পত্রিকায় ভরে গেছে।
এতক্ষণ শুধু আমাকেই নিয়ে বললাম, যাদের জন্য এই আমি, তাদের কথা কিছু বলি নয়ত নিজেকে অকৃতজ্ঞ বলেই মনে হবে। প্রথমেই বলব বাংলার হাজারও লোকাল গাইডদের কথা, তাদের কাজের অবদানের জন্য আজকে আমি ১০০ তম মিট আপ। হাজারও লোকাল গাইডের মধ্যে কিছু লোকাল গাইড আমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে যা বললেই নয়।

A wallpaper of Meg Smith birthday.A wallpaper of Meg Smith birthday.

 

অনুষ্ঠানের মধ্যে মণি যিনি MahabubMunna vai
প্রাণ দিয়ে চেষ্টা করি আমাকে সাকসেস করা চাই।
আমার জন্য কত্ত ডিজাইন করা হয়েছে যা বিশ্বজিৎ ভাইয়ের অবদান। ধন্যবাদ জাহিদ ভাইকে বিভিন্ন কাজে সাহায্য সহযোগীতায়।
ঢাকা থেকে আগত গাইডদের জন্য RomanSayed ভাই, সবাইকে স্টেশন থেকে ট্রেনে ওঠার জন্য আপ্রান চেষ্টা চালিয়ে গিয়েছে।

তারপর ট্রেন থেকে নেমেই দেখি চাটগার ফয়সাল ভাই  রিসিভ করার জন্য আনাগোনা করছে, স্যালুট ফয়সাল ভাই কে, আমার অনুষ্ঠানে আগত গাইডদের ভালবেসে কত কিছুই না করল সে। অনুষ্ঠান শুরুর আগে স্টেশন থেকে নেমে ফ্রেস হওয়ার জন্য সুব্যবস্থা করেছে চট্টগ্রামের ভাইরা বিশেষ করে ফয়সাল ভাই, সকালের নাস্তার পর সময় নষ্ট না করে চৌচালা বিচ ও আসগর আলী চৌধুরী জামে মসজিদ দেখার সুযোগ করে দেয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি ১০০তম মিট আপ।
আমার অনুষ্ঠানে খাবার-দাবারের কমতি রাখি নি, প্রমান নিচের ছবিগুলি।


প্রার্থনার সুব্যবস্থা, নামাজের সময় বিরতি ও ফ্রেসরুমের ব্যব্যস্থাও করছিলাম।

Lunch time foodsLunch time foods

 

Soft drinksSoft drinks

 

Breakfast snacksBreakfast snacks

 

soniaK আপু যিনি অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আমার কাছে আসতে পারে নি, তবুও ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনেক প্রশ্নের জবাব দিয়ে গাইডদের মন-প্রান জুড়িয়ে দিয়েছেন।
YOUSUFMSEDDAT ভাই, সাইকেলে চড়ে ৬৪ জেলা ভ্রমনের গল্প শুনিয়েছেন। ধন্যবাদ উপস্থাপকদের, যার নাম মনে আছে anazizullah ভাই।
আমার উপলক্ষে উপস্থিত সকল গাইডদের কয়েকটি উপহার দিয়েছে। তাছাড়া যারা ভাল অবদান রেখেছে ম্যাপিং-এ তাদের স্পেশাল গিফট দেওয়া হয়েছে।
ট্রেনে যারা গান গেয়ে-নেচে আনন্দ দিল তাদের জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ। অনুষ্ঠানে খেলা হপ্পে শ্লোগানে যিনি সবার সাথে খেলেছেন zoburaz ভাই।
আগত লোকাল গাইডদের প্রতি বিদেশি লোকালগাইডদের প্রেষণামূলক কথার ভিডিওর জন্য ধন্যবাদ। মিস করেছি  Sajol Kumar Das and Limon ভাইকে।
কে কোন জেলা থেকে আমার অনুষ্ঠানে এসেছেন তার জন্য বাংলার ম্যাপে নাম আটকানোর একটা সুব্যবস্থা ছিল। একটা কথা বললেই নয়, ভুলে গেছি, এখন বলি- আমার নাম তৈরির জন্য অনেক লোকাল গাইড রৌদ্রে বেশ কষ্ট করেছে, তোমরা যেটাকে মানব লগো বলছ সেই কথা বলছি।

Human logo of 100 thmeetupHuman logo of 100 thmeetup

 

বয়স আমার অনেক ১০০তম মিট আপ বলে কথা সবার কথা কি মনে থাকে। Don't mind anyone, সবার অবদান বলতে পারলাম না, অবদানের সামান্য কিছু তুলে ধরলাম। আমি আর কখনও তোমাদের মাঝে আসবনা, তবে কানেক্টের পোস্ট হয়ে থাকব, মনেরেখ আমাকে, তোমাদের কথা আমার মনে থাকবে যতদিন তোমরা কানেক্টের সাথে থাকবে।

14 comments
Level 8

Re: শততম মিটআপের সংক্ষিপ্তআত্মকাহিনী

মোটামুটি ভালো লেখছেন, আরো কয়েকটা ছবি যোগ করতে পারতেন।

ধন্যবাদ ভাই সবার সাথে ভাগাভাগি করার জন্য @TuhinSir 

 

sharif
Level 9

Re: শততম মিটআপের সংক্ষিপ্তআত্মকাহিনী

@TuhinSirভাগ্যিস আপনি লেখক না, লেখক হলে না জানি আরো কত ভাল লিখতেন তুহিন ভাই। 😀 অনেক ভাল লিখেছেন। ১০০ এর পোস্ট আর ছবি যত দেখি তত ভাল লাগে।

Connect with me: My blog, YouTubeFacebookInstagram

Level 10

Re: শততম মিটআপের সংক্ষিপ্তআত্মকাহিনী

@TuhinSir লেখক না হয়েও ভালই লিখেছেন 🙂

Biswajit Chakraborty, Greetings from Dhaka-Bangladesh
Level 8

Re: শততম মিটআপের সংক্ষিপ্তআত্মকাহিনী

আত্নকাহিনির আইডিয়া দারুণভাবে জমেছে ।আরও আশাকরছি

ধন্যবাদ       

Level 8

Re: শততম মিটআপের সংক্ষিপ্তআত্মকাহিনী

আত্নকাহিনির আইডিয়া দারুণভাবে জমেছে ।আরও আশাকরছি ধন্যবাদ । 

Level 8

Re: শততম মিটআপের সংক্ষিপ্তআত্মকাহিনী

দারুণভাবেজমেছেআরওপোস্টচাই     

Level 8

Re: শততম মিটআপের সংক্ষিপ্তআত্মকাহিনী

চেষ্টা করছিলাম ভাল লেখার আরও বেশি ছবি দেয়ার কিন্তু মোবাইলের মাধ্যমে কেন জানি ছবিগুলো সঠিক জায়গায় বসাতে সমস্যা হয়েছে, নামের ট্যাগগুলো দিতে পারি নি, লিংক করতে পারিনি, হয়ত ডেস্কটপে করলে ভাল হত।  

Level 8

Re: শততম মিটআপের সংক্ষিপ্তআত্মকাহিনী

@SaifIS @আপনিও অনেক সুন্দর লিখেছেন। ধন্যবাদ অনুপ্রেরনা দেয়ার জন্য

Level 8

Re: শততম মিটআপের সংক্ষিপ্তআত্মকাহিনী

@abedin2020 thank u brother