SumaiyaZafrin's post
cancel
Showing results for 
Search instead for 
Did you mean: 
Connect Moderator

মারায়ন তং ও তুক-অ (দামতুয়া) ট্রেকিং

অক্টোবর মাস, তবে সাল ছিল ২০১৭!

আমার ছোট বোন @RadiaRayanC -এর  ইচ্ছা হয়েছিল ট্রেকিং-এ যাওয়া। আর তাই তার ইচ্ছা পূরণ করতে গুছিয়ে ফেললাম ব্যাগ।1.jpg

ঢাকা থেকে কক্সবাজারের বাস এ করে আমরা চকোরিয়াতে নেমে নাস্তা করে একটি জীপ ভাড়া করে চলে গেলাম আলীকদম। আলীকদম যাওয়ার রাস্তা টা ছিলো খুবই আঁকাবাঁকা চমৎকার । আলীকদম নেমে আমরা যাত্রা শুরু করলাম মারায়ন তং জাদি পাহাড়-এর চুড়ায়। 

4.jpgবান্দরবানের আলীকদম উপজেলার পাহাড় রাজ্যের গহিনে মারায়ন তং জাদি পাহাড়। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬৬০ ফুট ওপরে যার অবস্থান। 

আমার ছোট বোনের ইচ্ছা পুরনে আমরা গিয়েছিলাম সেখানে। চারপাশের অপার্থিব দৃশ্য মুগ্ধ করবে যে কাউকে। সামনের মাতামুহুরি নদীর আঁকাবাঁকা বয়ে চলা নয়নাভিরাম ল্যান্ডস্কেপ চোখে ভেসে থাকবে সময়সময়।

2.jpg

মাত্র ৩ ঘন্টার ট্রেকিং এর কষ্টের তুলনায় অনেক বেশি পাওয়া এই মারায়ং তং এর চূড়ায়।

৩ ঘন্টার ট্রেকিং মোটামুটি কষ্টের, পুরোটা পথই আপ ট্রেইল। যাত্রা পথে পাহাড়ী একজন মহিলা আমাদেরকে তার গাছের জাম্বুরা ও লেবু খেতে দেন। 

রাতে প্রচন্ড ঠান্ডা বাতাস থাকে সেখানে। সাথে গরম কাপড় সাথে রাখলে কাজে দিবে।বাতাসের জন্যে সেখানে নিজেরা রান্না করাটা ঝামেলার কাজ হতে পারে।আমরা সেখানে আগুন জ্বালিয়ে খিচুড়ি রান্না করি ও কলার পাতায় করে খাই।

হঠাত করে খাবার পানির স্বল্পতা হওয়ায় আমাদের টিমের চার জন ২ ঘণ্টা পথ পাড়ি দিয়ে এক ঝর্ণা থেকে পানি নিয়ে আসে। 

 3.jpgএই দেশ কতটা সুন্দর পাহাড়ের চূড়া থেকেই পুরোপুরি উপলব্ধি করা যায়। খুব ভোরে উঠে দেখি আমাদের এখান থেকেই কক্সবাজার এর বঙ্গোপসাগর দেখা যাচ্ছে। সে কি চমৎকার সুন্দর দৃশ্য, না দেখলে বর্ণনা করে বুঝানো যাবেনা। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬৬০ ফুট ওপরে দাঁড়িয়ে এমন অভিজ্ঞতা লাভের আকাঙ্ক্ষা কেবলই রোমাঞ্চকর নয়, বরং খানিকটা চ্যালেঞ্জিং বিষয়।

 5.jpg

 

সারা রাত সেখানে থেকে পরদিন খুব ভোরে যাত্রা শুরু করলাম তুক-অ (দামতুয়া)। ৩ঘন্টা অদ্ভুত একটা ট্রেইল দিয়ে গিয়েছিলাম তুক-অ (দামতুয়া)।

ট্রেইল থেকে ফেরত আসতে সময় লেগেছে ৪ঘন্টা,কারণ অন্ধকার হয়ে গিয়েছিল।কিন্তু ওখানে যেতে গিয়ে আমরা ৭টা পাহাড় হেটে পার হয়েছি।আর যাওয়ার পথে প্রায় ১৬ টা ঝিরি দেখেছি পানির,ওটার উপর দিয়ে হেঁটেছি, এর পর দেখেছি সেই প্রতীক্ষিত ঝর্ণা।

 6.jpg
আমি আবারো যেতে চাই আমার দেশের খুব সুন্দর সেই সৌন্দর্য দেখতে। আমি শুধু চারদিক দেখছিলাম আর ভাবছিলাম বাংলাদেশ কতটা সুন্দর এবং সৃষ্টিকর্তা কত সুনিপুণভাবে এসব তৈরি করেছেন।সুবহানাল্লাহ!!

 তিনদিনের সময় বের করে আপনিও চলে যেতে পারেন বান্দরবানের সৌন্দর্য দেখতে।

7.jpg

Maps Link:

  মারায়ন তং (Marayong Thong Jadi)  

তুক-অ -দামতুয়া (Dhamtua Jharna) 

5 comments
Level 8

Re: মারায়ন তং ও তুক-অ (দামতুয়া) ট্রেকিং

@SumaiyaZafrin @RadiaRayanC  আমাকে রেখে গেসিলা তোমরা, করোনা গেলে আবার যাব ইনশাআল্লাহ।।

Proud to be a Local Guide.
Connect Moderator

Re: মারায়ন তং ও তুক-অ (দামতুয়া) ট্রেকিং

ইনশাআল্লাহ , এটা ছিলো দুই বোনের ট্যুর। এর পর তোমার সাথে যাবো @PavelSarwar 

Level 4

Re: মারায়ন তং ও তুক-অ (দামতুয়া) ট্রেকিং

La natura è una delle cose più bello che mi piace in questo mondo e siete fantastici

Level 3

Re: মারায়ন তং ও তুক-অ (দামতুয়া) ট্রেকিং

Wonderful landscapes

Level 7

Re: মারায়ন তং ও তুক-অ (দামতুয়া) ট্রেকিং

ভ্রমণ বেশ উপভোগ্য হয়েছিলো মনে হচ্ছে যে।.... 😀🏝