piead's post
cancel
Showing results for 
Search instead for 
Did you mean: 
  • Local Guides Connect
  • :
  • Travel
  • নিউজিল্যান্ড পাড়া : খাগড়াছড়ির একমাত্র সমতল ভূমি
Level 7

নিউজিল্যান্ড পাড়া : খাগড়াছড়ির একমাত্র সমতল ভূমি

বিস্তৃত সবুজ শস্যক্ষেত আর দূরের পাহাড়ের সারির মিতালির নান্দনিক সৌন্দর্যের সৃষ্টিতে যেনো এক টুকরো নিউজিল্যান্ড ঠাই নিয়েছে বাংলার বুকে।দুই পাশে দিগন্ত জোড়া সবুজ নিয়ে এই এলাকাটি খাগড়াছড়ির একমাত্র সমতল ভূমি।

 

নিউজিল্যান্ড পাড়া  খাগড়াছড়ির একমাত্র সমতল ভূমিনিউজিল্যান্ড পাড়া খাগড়াছড়ির একমাত্র সমতল ভূমি

 

গাড় সবুজ পাহাড় ওপরে সুনীল আকাশের মাঝে শুভ্র মেঘের আনাগোনা গোধূলির অস্তমিত লাল সূর্যের আভা সবকিছু মিলেমিশে একাকার হয়ে এক অপার্থিব সৌন্দর্যের জন্ম দিয়েছে। খাগড়াছড়িতে পর্যটকদের জন্য নিউজিল্যান্ড পাড়া একটি নতুন সংযোজন। এখানের বিশেষত্ব এই যে স্থানটি খাগড়াছড়ির অন্যান্য পর্যটন স্পট যেমন জলপ্রপাত, হ্রদ ইত্যাদির চেয়ে ভিন্ন, যা কেবল একটি সুন্দর ছোট্ট গ্রাম। গ্রামটি মহাদেশীয় নিউজিল্যান্ডের একটি অংশের মতো দেখায় বলেই স্থানীয়রা এটির নাম দেয় নিউজিল্যান্ড পাড়া। আর পানখাইয়া পাড়া হতে পেরাছড়া গ্রামের যাওয়ার পথটিকে নিউজিল্যান্ড সড়ক নামকরণ নামকরণ করে ।

নিউজিল্যান্ড পাড়া  একটি সুন্দর গ্রামনিউজিল্যান্ড পাড়া একটি সুন্দর গ্রাম

খাগড়াছড়ি শহরের কাছাকাছি বলে সাজেক ভ্রমণ পরিকল্পনার সাথে নিউজিল্যান্ড পাড়া ঘুরে আসতে পারেন। জেলা সদর হতে সিএনজি বা অটো ভাড়া করে নিউজিল্যান্ড পাড়া যাওয়া যায়।

 

দুই পাশে দিগন্ত জোড়া সবুজদুই পাশে দিগন্ত জোড়া সবুজ

Khagrachari, Bangladesh