Mahedi5's post
cancel
Showing results for 
Search instead for 
Did you mean: 
  • Local Guides Connect
  • :
  • Photography
  • নন্দিনী, তারাঝরা,অলকনন্দা সাথে পরিচিত হওয়া যাক
Level 6

নন্দিনী, তারাঝরা,অলকনন্দা সাথে পরিচিত হওয়া যাক

IMG20240513135745.jpg

গোলাপের বিকল্প ফুল নন্দিনী। দূর থেকে দেখে মনে হতে পারে গোলাপ, আবার সোজা পাতাসহ ডালগুলি দূর থেকে অনেকটা টিউলিপের মতো দেখায়। গোলাপের ন্যায় মনোমুগ্ধকর দেখতে ফুলগুলির নাম নন্দিনী।
ইংরেজিতে লিসিয়েন্থাস নামে পরিচিত এই নন্দিনী ফুল
এই ফুলটির বিজ্ঞানসম্মত নাম ইউস্টোমা গ্রান্ডিফ্লোরাম গ্রান্ডিফ্লোরাম জাপানি ভাষায় তরুকোগিকি ও আমেরিকায় “আমেরিকান গোলাপ” নামে পরিচিত।

ড: জামাল উদ্দিন স্যার  জাপান থেকে বীজ ও মাটি নিয়ে এসে ২০০৭ সালে সেই মাটিতে ফুলটি ফুটিয়ে ছিলেন দীর্ঘ প্রায় ১৭ বছর এই বিদেশী ফুল নিয়ে কাজ করছেন ঢাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ‍্যালয়ের উদ‍্যানতত্ত্ব বিভাগের চেয়ারম‍্যান ও সহযোগী অধ‍্যাপক এ.এফ. এম.জামাল উদ্দিন।

IMG_20240513_182645.jpg

তিনি এই ফুলটির নাম দিয়েছেন নন্দিনী।

 

IMG20240513135835.jpg

তারাঝরার গুচ্ছবদ্ধ ছোট মিষ্টি সাদা ফুল ও তার ঘ্রাণের জন্য এটি বিখ্যাত। এর এক নিকট আত্মীয় আছে আমাদের দেশের বন-জঙ্গলে, নামতার "ছাগলবটি"।

IMG20240513140120.jpg

অলকনন্দা
খুব সহজেই নজর কাড়ে ওরা। ফুলগুলো দেখতে অনেকটা মাইক বা ঘণ্টার মতো। তবে রূপসী এই সুন্দরীরা গন্ধহীন। অ্যালামন্ডা মূলত বসন্ত ও গ্রীষ্মকালের ফুল। তবে বর্ষার সময়ও ফুটতে দেখা যায়। একবার ফুটলে ফুলটি ধীর্ঘ দিন সতেজ থাকে। ফুল সবাইকে মোহিত করে। ফুল মানুষকে ভালোবাসা শেখায়। 

ফুল মানুষকে হাসতেছে খায় বাঁচতে শেখায় 

#LGBContest

#LGB7thAnniversary

 

https://maps.app.goo.gl/BvbLtvZwEsH4TBRT

Mahedi
11 comments
Level 9

Betreff: নন্দিনী, তারাঝরা,অলকনন্দা সাথে পরিচিত হওয়া যাক

@Mahedi5 

Es ist auch eine sehr hübsche Blume und schöne Bilder dazu 

Level 6

Betreff: নন্দিনী, তারাঝরা,অলকনন্দা সাথে পরিচিত হওয়া যাক

@Annaelisa 

Thank you very much for your feedback. The flower is actually very beautiful

Mahedi
Level 6

Re: নন্দিনী, তারাঝরা,অলকনন্দা সাথে পরিচিত হওয়া যাক

এই ফুলের চারা, জামাল উদ্দিন স্যার অনেক বাগানিকে উপহার দিয়েছেন। 

Level 7

Re: নন্দিনী, তারাঝরা,অলকনন্দা সাথে পরিচিত হওয়া যাক

প্রায় সময়ই শুধু হলুদ রঙের অলকানন্দা দেখলেও এই প্রথম গোলাপী রঙের অলকানন্দা দেখলাম!

ছবিগুলো সুন্দর হয়েছে সাথে তথ্যগুলো আরো নতুন মাত্রা যোগ করেছে।

Level 6

Re: নন্দিনী, তারাঝরা,অলকনন্দা সাথে পরিচিত হওয়া যাক

@ZahidHasanUB আপনার মূল্যবান মতামতের ও প্রশংসার জন্য  অসংখ্য ধন্যবাদ।❣️

Mahedi
Level 6

Re: নন্দিনী, তারাঝরা,অলকনন্দা সাথে পরিচিত হওয়া যাক

@mdmahmudulhasan আপনি একদম সঠিক বলেছেন । স্যারের কল্যাণেই আমরা এত সুন্দর একটি ফুল পেয়েছি । যা দেখতে অনেক সুন্দর 😍  জামাল উদ্দিন স্যার কে অসংখ্য❤️ ধন্যবাদ। 

Mahedi
Level 6

Re: নন্দিনী, তারাঝরা,অলকনন্দা সাথে পরিচিত হওয়া যাক

@mdmahmudulhasan জী ভাই স্যার বাগানীদের এই ফুলের চারাটি উপর হিসাবে দিয়েছেন স্যার চেষ্টায় আমার এত সুন্দর একটি ফুল পেয়েছি। ধন্যবাদ জামাল উদ্দিন স্যার কে❤️ ধন্যবাদ আপনাকেও ❣️

Mahedi
Level 9

Re: নন্দিনী, তারাঝরা,অলকনন্দা সাথে পরিচিত হওয়া যাক

A very good piece of information, @Mahedi5.Thanks for sharing with us.

 

Cheers!

 

Level 6

Re: নন্দিনী, তারাঝরা,অলকনন্দা সাথে পরিচিত হওয়া যাক

@ajitthite ❤️thank you so much.

Mahedi