MdFerozKabir's post
cancel
Showing results for 
Search instead for 
Did you mean: 
Level 8

নতুনত্বের খোজে পুরনো শহরে

:: আরমেনিয়ান চার্চ ::

সংক্ষিপ্ত ইতিহাস: ১৭৮১ সালে প্রতিষ্ঠিত বর্তমানের আরমেনিয়ান চার্চ প্রথমে আরমেনিয়ানদের করবস্থান হিসেবে ব্যবহৃত হতো, পরে চার্চ স্থাপন করা হয়। চার্চ তৈরির ৫০ বছর পর স্থাপনাটির পঞ্চিমপাশে একটি ক্লক টাওয়ার তৈরি করা হয়। ৪কিলোমিটার দূর থেকে ক্লক টাওয়ারের শব্দ শোনা যেতো। ১৮৮০ সালে ঘড়িটি বন্ধ হয়ে যায় এবং ১৮৯৭ সালে ভূমিকম্পে ক্লক টাওয়ারটি ক্ষতিগ্রস্থ হয়। বর্তমানে চার্চে উপাসনা হয় না। দর্শনার্থিদের জন্য আরমেনিয়ান চার্চ উন্মুক্ত। সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে যে কেউ ভিজিটর খাতায় এন্টি করে বিনা মূল্যে চার্চটি ঘুরে আসতে পারেন।

B85F71B0-82AB-4591-9439-58472CF38A86.jpeg

ক্যাপশন: আরমেনিয়ান চার্চের মূল বিল্ডিং। 

0CCA8ACE-34BE-458C-8A77-E2AC370043E7.jpeg

ক্যাপশন: আরমেনিয়ান চার্চের বারান্দা।

7D24C865-6011-40FE-A5D6-02690E4FCA8B.jpeg

ক্যাপশন: চার্চ প্রতিষ্ঠার আগে এটি আরমেনিয়ান দের কবরস্থান হিসেবে ব্যবহার করা হতো। 

B9992E3A-CDEE-4C8E-9EF8-467BA12C7B8B.jpeg

ক্যাপশন: চার্চের ভিতরের অংশ। বর্তমানে এখানে প্রার্থনা হয় না। 

058526CE-D452-4A30-A165-8FB349F789E8.jpeg

ক্যাপশন: চার্চের ভিতরের একটি বিল্ডিং। এটি ১৯০৯ সালে তৈরি করা হয়েছে।

 

:: লালবাগ কেল্লা ::

সংক্ষিপ্ত ইতিহাস: সম্রাট আওরঙ্গজেবের ৩য় পুত্র, মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন ১৬৭৮ সালে এটার নির্মাণকাজ শুরু করেন। তিনি বাংলায় ১৫ মাস ছিলেন। দুর্গের নির্মাণকাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লী ডেকে পাঠান। এসময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। সুবেদার শায়েস্তা খা ১৬৮০ সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণকাজ পুনরায় শুরু করেন। ১৬৮৪ সালে এখানে শায়েস্তা খাঁর কন্যা ইরান দুখত রাহমাত বানুর (পরী বিবি) মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এ দুর্গটিকে অপয়া মনে করেন এবং ১৬৮৪ খ্রিষ্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণকাজ বন্ধ করে দেন। লালবাগের কেল্লার তিনটি প্রধান স্থাপনার একটি হল পরী বিবির সমাধি। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়েছিল; এটিই ছিল প্রধান কারণ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। ১৮৪৪ সালে এলাকাটি "আওরঙ্গবাদ" নাম বদলে "লালবাগ" নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে ।

 

7860BB11-BFD4-4CD6-A9C7-EBD027CDD8FF.jpeg

ক্যাপশন: লালবাগ কেল্লা। 

 

7F254218-9B83-4510-96E2-FF86AFBA76EF.jpeg

ক্যাপশন: লালবাগ কেল্লা। 

 

5895EB5E-2C4F-40FE-9787-770B0AB9B29C.jpeg

ক্যাপশন: লালবাগ কেল্লার গোপন সুরঙ্গ পথ। 

 

270F620B-FE86-438E-9941-2B3A8E70D0DB.jpeg

ক্যাপশন: লালবাগ কেল্লা। 

 

7DECFA48-9DDB-49C7-B91A-401B8158860C.jpeg

ক্যাপশন: লালবাগ কেল্লা। 

 

#BangladeshLocalGuides

#BDLG

Dhaka, Bangladesh