A campfire and my experience at the BDLG 200th Meet Up

@SadmanRafid দুঃখিত, লিংকগুলি কেন কাজ করছে না। আমি নিজেও বুঝতে পারছি না। আমি শীগ্রই ঠিক করে দেবার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে সমস্যাটি চিহ্নিত করে দেবার জন্য।

1 Like

@AtiqulHoque দারুন একটি টপিকের উপর লিখেছেন, গুছিয়ে অনেক সুন্দর ভাবে বর্ণনা করেছেন।

1 Like

ধন্যবাদ @SunMoon ভাই। চমৎকার ছিলো সময়টা। সেটাই তুলে ধরার চেষ্টা করলাম।

2 Likes

@MahabubMunna ভাই নিচের পোষ্ট লিংকগুলো কাজ করছেনা। 404 Forget না কি জানি দেখাচ্ছে। কিভাবে সমাধান করতে পারি?

2 Likes

আপনি সরাসরি আমার কানেক্ট পোস্ট থেকে কপি করেন তাহলে কাজ করবে। @AtiqulHoque

2 Likes

@MahabubMunna ধন্যবাদ ভাই, এবার ঠিক হয়েছে।

2 Likes

@SadmanRafid লিংকগুলিতে এখন আপনি প্রবেশ করতে পারবেন আশা করি। সমস্যাটি সমাধান করা হয়েছে।

1 Like

@AtiqulHoque সুন্দর ছবি সাথে অসাধারণ বর্ননা।

যারা এই মিট আপ মিস করেছেন তারা এই পোস্টে কিছুটা শান্তি পাবে :blush:

2 Likes

@MahbubIslam ধন্যবাদ মাহবুব ভাই, যারা যেতে পারেন নাই তারা এই পোষ্ট পড়ে দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। :smile:

2 Likes

@AtiqulHoque আপনার লেখাটি বেশ ভাল হায়েছে। আর ছবি গুল দেখা বঝাই যাচ্ছে এই শীতের মাঝেও আপনারা এত আনন্দ করেছেন। আপনাদের জন্য শুভ কামনা থকবে।

2 Likes

@SajolKDas ধন্যবাদ ভাই। আসলেই এই সময়টা বেশ আনন্দে কেটেছে।

1 Like

এত সুন্দর ভাবে উপস্থাপন করছেন আপনি। যখন পড়তে ছিলাম, মনে হচ্ছে সব যেন আমার চোখের সামনে ঘটতেছে ।

1 Like

@Riponmoral123 অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লেখাটুকো কে মূল্যায়ন করার জন্য। আপনার সুন্দর মন্তব্য আমার লেখার অনুপ্রেরণা জোগায়। আমাদের অনুষ্টানটি ছবি এবং লেখার থেকেও বেশি উপভোগ্য ছিলো।