bdmafuz's post
cancel
Showing results for 
Search instead for 
Did you mean: 
Level 8

বিছানকান্দি, রাতারগুল, খাদেম নগর উদ্যেন, লালাখাল, জাফলং, দুই মাজার এবং সিলেটের আশেপাশে।

সিলেট ভ্রমণ:২০১৮ সময়:৩ রাত ২ দিন

#ভ্রমণের_স্থান_বিছানকান্দি_রাতারগুল_খাদেম_নগর_উদ্যেন_লালাখাল_জাফলং_দুই_মাজার_এবং_সিলেটের আশেপাশে।

২১তারিখ রাত১১:৪০ কাউন্টারে ১২:১০ টায় বাস আসে এনা বাস ভাড়া জন প্রতি ৪৭০ রওনা ৮ জন নামলাম ৫:১০ টায় কদম তলি।

#১ম দিন:২২তারিখ সকাল ৫:৩০ আগে থেকে ঠিক করা, আমার প্রান প্রিয় বড় ভাই নাইম ভাইয়ের পরিচিত। সরকারি একটা বাস ভবনে গিয়ে ব্যাগ রেখে বের হয়ে গাড়ি নোহা রিজার্ভ করলাম ৪০০০ টাকায় । নাস্তা করে সারিঘাট রওনা দিলাম । সারিঘাট যাওয়ার আগেই একটা ছোট ঘাট আছে, আমাদের কাছে ২৮০০ টাকা চাওয়াতে মনে হলো এইটা আসল ঘাট না। আমাদের ড্রাইভার যাইতে চাচ্ছিলনা আসল ঘাটে রাস্তা ভাংঙ্গা বলে। পরে সবাই বলাতে গেল আসল ঘাটে, ট্রলার ঠিক করলাম বকশিস সহ ১৮০০ টাকা।
এক কথায় অসাধারন ছিলো নিজের চোখে না দেখলে বুঝা যাবেনা , বিছানা কান্দি ঘুরে।
#রাতার গুল চলে গেলাম রাতারগুল এসে হালকা নাস্তা করে বড় নৌকা রিজার্ভ করলাম ৮০০ টাকা ভাড়া। বকশিশ দিলাম আরো ৫০ টাকা আরো বেশি দিতাম নৌকা ওয়ালা অনেক বাজে ছিল সোজা নিয়ে চলতে আসতে চাইসে ঘুরাতে রাজি ছিলনা। অনেক জোরা জুরি এক রকম ঝগরা করতে হইছে।
ওয়াচ টাওয়ার থেকে কিছু চবি নিয়ে বাকি যায়গা গুরে চলে আসলাম ঘাটে।
তারপর সেখান থেকে সোজা চলে গেলাম খাদেম নগর উদ্যান এ
হযরত শাহ পরান র: এর মাজার থেকে একটু সামনে খাদেম চৌমহনি থেকে বামে।
#খাদেম নগর উদ্যান।
চা বাগানের ভিতর দিয়ে ৬ কিলো গেলেই মিলবে সেই যায়গা,
ভিতরে ট্রি এডভেন্চার ও আছে আমরা আট জন ছিলাম, টিকেট জন প্রতি ২৩ টাকা করে আর গাড়ি পারকিং এর জন্য ৫৮ টাকা নিছে।
ভিতরে দেখার মত ট্রি এডভেন্চার ছাড়া তেমন কিছু নাই কত গুলা বানর দেখতে পারবেন আমরাও দেখছি আর ভিতরে আসার রাস্তা টা অসাধারন ছিলো। সেখান থেকে ঘুরে আমাদের বাস ভবনে গিয়ে ফ্রেশ হয়ে। রাতের খাবার খেতে বের হয়ে গেলাম, #পাচঁ ভাইয়ে গিয়ে রাতের খাবার খেলাম তার পর
শাহ জালাল র: মাজার ঘুরে চার জন কে ঢাকার গাড়িতে তুলে দিয়ে এসে ঘুম।।

#২য় দিন: ২৩তারিখ সকাল আটটায় ৪ জন নাস্তা করে, সিএনজি নিলাম ১৫০ টাকা,
শাহ পরান র: এর মাজারে এসে মাজার জিয়ারত করে
সিএনজি সারা দিনের জন্য রিজার্ভ নিলাম ১৬০০ টাকা
প্রথমে গেলাম লালা খাল
#লালা_খাল গিয়ে ট্রলার রিজার্ভ করলাম অন্য গ্রুপের ৪ জনের সাথে মিলে ২ ঘন্টার জন্য ১০০০ টাকায়।
#জিরো_পয়েন্ট এর সাইন বোর্ড পরযন্ত গিয়ে নামলাম ছবি নিলাম তার পর।
#সুপারি বাগান গিয়ে ঘুরা ঘুরি করলাম, সুপারি বাগান থেকে ৫০ টাকার লটকন কিনলাম ২ কেজির বেশি।
তারপর চলে গেলাম লালাখাল চা বাগান, বাগানে ডুকেই পানি টেং চিনি নিলাম নিয়ে বাগানের ভিতরে চলে গেলাম, ভিতরে একটা দুরে ঝর্না থেকে বাশের মাধ্যমে পানি এনে আরেক টা ঝর্নার মত বানানো দেখলাম আর হাত মুখ ধোয়ে আবার ট্রলারে উঠে চলে এলাম ঘাটে।
অনেক বৃষ্টি পরা শুরু হইছে তাই চিন্তা করলাম সময় নষ্ট না করে লালাখাল ঘাটেই লান্স করলাম।
মুরগি দিয়ে ১০০ টাকা আর মাছ দিয়ে ৬০ টাকা ভর্তা ডাল ফ্রি ভাত আনলিমিটেড।
তার পর চলে গেলাম জাফলং এর উদ্যেসে পথের মধে সিএনজি দার করিয়ে ওপাশ ভারতের তিনটা ঝর্নার ছবি নিলাম।
#জাফলং গিয়ে সময় সন্ধা ৬:০০ টা নৌকা রিজার্ভ করলাম ৬০০ টাকা, আর ওই খানে ডিউটিতে ছিলো মুরাদ ভাই পুলিশ উনাকে নিয়েই, নৌকায় উঠে।
#জিরো_পয়েন্ট মায়াবি ঝর্না ঘুরলাম সারে পাচটায় সব লোক জন সরিয়ে দেয় ঝর্না থেকে। আমাদের সাথে দায়িত্ব রত পুলিশ ছিলো তাই আমাদের বাদা দেয় নাই,
আমাদের সাথে মুরাদ ভাই না থাকলে ঝর্নায় গোছল হতো না। ধন্যবাদ মুরাদ ভাই উনার ডিউটি ৬টায় শেষ আমাদের সাথে ৭:৩০ টা পর্যন্ত, সেখান থেকে ঘুরে মুরাদ ভাইকে উনার বাসায় তামাবিল নামিয়ে দিয়ে আমরা সিলেট এর উদ্যেসে, বাস ভবনে এসে সিএনজি ১৬০০+২০০ টাকা বকশিস দিয়ে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে দুইজন ব্যাগ নিয়ে ৪ জন রাতের খাবার খেতে পানশিতে
সাতকরা দিয়ে গরুর মাংস খাবো কিন্তুু রাত ১১ টা তাই সাতকরা গরুর মাংস নাই তাই সুধু গরু মাংস দিয়ে খেয়ে।
কদমতলি এসে এনা এসি বাস জন প্রতি ১২০০ টাকা দিয়ে ২৪তারিখ সকাল ৫:০০ টায় এসে এয়ার পোর্ট নেমে বাসায়।
বানান ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

বি:দ্র: যেখানেই যাব পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং এই বিষয়ে সচেতন থাকব।

বিছানা কান্দিবিছানা কান্দিখাদেম নগরখাদেম নগর35206750_1093836910770923_1320696065493565440_n.jpg36064353_1093836970770917_4083449927722598400_n.jpg

Sylhet, Bangladesh
1 comment
Level 10

Re: বিছানকান্দি, রাতারগুল, খাদেম নগর উদ্যেন, লালাখাল, জাফলং, দুই মাজার এবং সিলেটের আশেপাশে।

Hi @bdmafuz

 

Nice photos and good camping site.

 

Vijay Desai.