PavelSarwar's post
cancel
Showing results for 
Search instead for 
Did you mean: 
Level 8

কৈখালী সিমান্ত ও পাঁচ নদীর মোহনা, সাতক্ষীরা, বাংলাদেশ

Koi khali raverKoi khali raver

অবস্থান- কৈখালী শ্যামনগর উপজেলার একটি ইউনিয়ন। এই ইউনিয়নে অবস্থিত কৈখালী বর্ডার এবং ৫ নদীর মোহনা। এখানে ফরেস্ট অফিস এবং বিজিবির একটি ক্যাম্প রয়েছে।

বর্ণনা- এই ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী রায় মঙ্গল। শুধু তাই নয় এখানে ছোট বড় পাঁচটি নদীর মোহনা অপূর্ব একটি স্থান। । নদীর এপাশ থেকে দেখা যায় ওপার ভারত। বিকালে সুর্যাস্তর সময় প্রকৃতির অপূর্ব সৌন্দর্য্য উপভোগ করা যায়। এটি কালিঞ্চি কারাম মুরা ম্যানগ্রোভ ভিলেজের খুব কাছে অবস্থিত।
যাতায়াত: শ্যামনগর সদর হতে মটরসাইকেল অথবা মাইক্রোবাস করে কৈখালী অথবা কালিঞ্চি যেতে হবে এরপর স্থানীয় নৌকাযোগে সেখানে যেতে হবে।

সময় পেলে ঘুরে আসতে পারেন। আমি অনেক বার গিয়েছি জায়গাটিতে। যতবার গিয়েছি, ততবারই মুগ্ধ হয়েছি।

Proud to be a Local Guide.
Shyamnagar Upazila, Khulna Division, Bangladesh