MdT's post
cancel
Showing results for 
Search instead for 
Did you mean: 
Level 4
Level 4

Comilla local guides

আমরা খুব খুশি যে, কুমিল্লা লোকাল গাইড আমাদের কে লোকাল গাইড সম্পর্কে যে শিক্ষা দিয়েছে তা আমাদের মনের আগ্রহটা অনেক গুন বাড়িয়ে দিয়েছে।

আমরা এই ব্যাপারে কিছুই জানতাম না, এখন আমরা লোকাল গাইড বুঝি ও জানি,,

তাই কুমিল্লা লোকাল গাইড কে বিশেষ ভাবে ধন্যবাদ জানাচিছ।।।

 

 

কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশ
8 comments

Accepted Solutions
Connect Moderator
Solution

Re: Comilla local guides

Welcome .. @MdT 

I also happy to see u & your friends interests ...

Many many tthanks to make my community fulfilled .......

 

 

View solution in original post

Connect Moderator
Solution

Re: Comilla local guides

Welcome .. @MdT 

I also happy to see u & your friends interests ...

Many many tthanks to make my community fulfilled .......

 

 

Level 8

Re: Comilla local guides

আপনার সম্পর্কে যেনে খুশী হলাম।

বাংলাদেশ লোকাল গাইড বহু আগে থেকে এ ধরনের কাজ করে যাচ্ছে।

আপনিও বাংলাদেশ এর সবথেকে বড় লোকাল গাইড কমিউনিটিতে যগ দিতে পারেন।

আপনি সেখানে অনেক কন্ট্রিবিউশন রাখতে পারবনে।

নিচের লিঙ্কে গিয়ে জয়েন করতে পারেন এই বড় গ্রুপের সাথে।

Here is our G+ and FB community link. Looking forward to see you there.

Google+ Community: https://goo.gl/uSxKdY
Facebook Fan Page: https://goo.gl/iWVAj8

Connect Moderator

Re: Comilla local guides

@SajolKDas  Hi.. 

ভাই আপনার এই বড় একমিনিটি তাদের কাছে যদি আগে পৌছাত তাহলে আমার একা এই কষ্ট করতে হত না।।।

আমি অনেক কষ্ট করে একে একে কিছু লোকাল গাইড তৈরী করার চেষ্টা করতেছি।

দয়া করে, আপনারা বড় - ছোট  দেখিয়ে তাদের মনে বিভ্রান্তি তৈরী কইরেন না।। 

কারন ছোট থেকেই সবকিছু আস্তে আস্তে বড় হয়। আপনারা ও একবারে বড় হয়ে আসেন নাই। 

ইনশাআল্লাহ আমরাও একদিন অনেক বড় হব।। 

Comilla  Local Guides ভিজিট করুন।।। 

 

Level 8

Re: Comilla local guides

@ShafiulBকুমিল্লার বেশ কিছু ভাই আছেন যারা অনেক আগে থেকে লোকাল গাইড এর সাথে আছে।

তারা দির্ঘদিন যাবত আছেন। কুমিল্লা থেকে অনেকে ঢাকা এসে বিভিন্ন্ মিট আপে অংশ নিয়েছেন।

এবং একজন কুমিল্লাতেও মিট আপ এর আয়োজন করেছে।

 

কিন্তু আপনি তো লোকাল গাইডে কুমিল্লা কে বাংলাদেশ থেকে আলাদা করে ফেলতেছেন।

সত্যি ভাই মানুষ দেশকে আগাতে চায়। আর আপনি জেলাকে। দেশকে দরকার নাই। জেলা হইলেই হইল। 🙂

আর কুমিল্লা তো বাংলাদেশ এর ভিতরেই, বাইরে তো আর না। তাই

যে কেউ এখানে জয়েন করতে পারে। গুগোল কাউকে মানা করছে এমন তো না।

  আর আপনি তো বাংলাদেশ লোকাল গাইডের সাথে আগে থেকে ছিলেন।

ছোট ছোট অনেক হইলে ছোটই হয়। আর ছোট ছোট এক হইলে বড় হয়। আশা করি ব্যাপার টা বুঝবেন।

 

Connect Moderator

Re: Comilla local guides

@SajolKDas ধন্যবাদ।।। 

সব কিছু ঠিক আছে, শুধু দরকার আমদের মনমানসিকতার পরিবর্তনের, 

কমিউনিটি ভাগ করেই কি দেশ থেকে আলাদা হয়ে যাওয়া, আমরা ও দেশের জন্যই কাজ করতেছি,তাই আমরা দেশের বাইরে না।

সবাই যার যার অবস্থান থেকে যে কোন কমিউনিটর মাধ্যমে কাজ করতে পারবে।।।।

শ্রীলংকা আমদের চাইতেও ছোট দেশ সেখানে যদি ৪ টা কমিঊনিটি (see the My Map )একসাথে কাজ করতে পারে আমরা কেন পারব না।।। 

কিছুদিন আগে তারা সবাইকে নিয়ে ন্যাশনাল মিট আপ করেছন।।। 

আমরাও চাই দেশের সব কমিঊনিটি একসাথে কাজ করে দেশকে আগিয়ে নিয়ে যাই।।

এতে দেশের অনেক উপকার হবে, হিংসা বিদ্বেষ চলে যাবে। নতুন নতুন লোকাল গাইড তৈরি হবে।।।  

নিশ্চই বুঝতে পেরেছেন।।।। 

আমি যদি আমদের কুমিল্লারই পুরানা গাইডদের সাথে আলোচনা করলে আপনাদের সদস্য নষ্ট করে ফেলি, 

আপনারাও আমার কোন সদস্য কে ভুলভাল বুঝাইয়েন না প্লিজ,,, 

আগে নিজেদের মানসিকতা পরিবর্তন করুন।।

Level 8

Re: Comilla local guides

@ShafiulBভাই মানসিকতা পরিবর্তন এর কথা বলতেছেন?

ভালো বলেছেন। আপনার কাজ আশা করি ভালো হবে।

কিন্তু একটা বিষয় ই আপনাকে বলব যে, যেখানে অন্য সব লোকাল গাইড এক সাথে বাংলাদেশের সব জায়গা তুলে ধরতে চায় সেখানে আপনি শুধু আপনার নিজের জেলা নিয়ে বসেছেন।

এখানে চিটাগাং এর কেউ রাজশাহী কে তুলে ধরে। আর আপনার কুমিল্লার ই কেউ খুলনাকে তুলে ধরে।

আর হিংসা বিদ্বেষ তো মনে হয় আপনিই করতেছেন। কারন আপনি একটা কমিউনিটি থেকে বের হয়ে আর একটা কমিউনিটি খুলেছনে। আর কাল আপনার কুমিল্লাতেও আর ৫ টা লোকাল গাইডের কমিউনিটি ওপেন হতে পারে। এটাতে কোন না নাই। আর গুগোলে সব ওপেন। চাইলে যে কেউ দেখতে পারে যে কেউ করতে পারে। তাহলে কি হবে যানেন তো। আপনার কমিউনিটি এর কাজ ছোট হয়ে যাবে। আগে করতেন ২০০ জন নিয়ে, নতুন হলে ভাগ হয়ে যাবে।

আমার বাড়িও ভাই রাজশাহী।

আমি চাইলেও উত্তর বঙ্গে সব জেলায় একটা করে কমিউনিটি খুতে পারি। এবং খুলে ইনভাইট করলে মেম্বারের অভাব হবে না আশা করি। অনেক ক্লাবের সাথে আমি এবং আমার পরিচিতরা কাজ করি।

কিন্তু আমরা ভাঙ্গনে বিশ্বাস রাখি না। আমরা একসাথে  থাকতে চাই। আর একে অন্যের প্রতি সম্মান করি।

আর বাংলাদেশ লোকাল গাইডের পেজে প্রতিদিন কম করে হলেও ১৫০ মেম্বার রিকুয়েস্ট আসে। আমরা আউল ফাউল লোক এড করি না। তেমন করলে এতদিন ১০০০০ মেম্বার ছারিয়ে যাইত।

 

আর শ্রীলংকা এর কথা বলছেন? সেখানে ৪ কমিউনিটিতে ২ জন ওনার। ১ জনের ৩ টা। আমরাউ ময়মনশিং লোকাল গাইডের সাথে অনেক কাজ করছি। এটা কোন সমস্যা না।

আর আপনি প্লজ আমাকে ভুল বুঝবেন না। আমরা কাউকে ভুলভাল বুঝাই না। আমরা সবাইকে একসাথে আসতে শিখাই। আলাদা করতে না। কারন সবাই এক সাথে থাকলেই বড় কিছু করা যায়। আলাদা হয়ে না।

 

যাক সে কথা। আশা করি আপনি কুমিল্লা থেকে কাজ করলেও তথা বাংলাদেশ কে বেশী প্রাধান্য দিবেন।

 

কোন প্রকার সমস্যা হইলে বাংলাদেশ লোকাল গাইড সব সময় সাহায্য করার জন্য প্রস্ততু থাকবে।

বাংলাদেশ লোকাল গাইড সবার জায়গা। আর বাংলাদেশ লোকাল গাইডের ৫০ তম মিট আপ এ আপনি আমন্ত্রিত।

Level 7

Re: Comilla local guides

তোমাদের আন্তরিক প্রচেষ্টা এবং অক্লান্ত পরিশ্রমের বদৌলতে ই কুমিল্লা লোকাল গাইড এইটা অর্জন করতে পেরেছে।  আর আমরা সকলেই আশাবাদী  যে এইটাকে আমরা অনেকদূর পর্যন্ত নিয়ে যেতে পারব ইনশাআল্লাহ।


Connect Moderator

Re: Comilla local guides

@ShohrabSahed thanks..  for your replay.. 

Your helping is the best for me... 

Comilla local guides need a regular Moderator Just like u.