MahabubMunna's post
cancel
Showing results for 
Search instead for 
Did you mean: 
Level 10

Local Guides Connect 2.0 বাংলায় হাতে খড়ি

Main page Connect 2.0Main page Connect 2.0

 প্রিয় লোকাল গাইড বন্ধু গন ,

  এই পোস্টে আপনারা সম্পূর্ণ বাংলায় লিখার চেষ্টা করছি নতুন কানেক্ট সাইটে কোথায় কি আছে এবং

আপনি কিভাবে পোস্ট করবেন । লোকাল গাইডের আদর্শ ও অন্যান্য দিক সামঞ্জস্য রেখে বাস্তুনিস্ট পোস্ট করবেন,

যা অন্যান্য লোকাল গাইড দের হয়ত আগ্রহ বারাবে আপনার পোস্ট বা আমাদের দেশের প্রতি ।  

 সবার জানার জন্য বলা এখন নতুন কানেক্টে আপনি কোন ট্রান্সলেসন আলাদা ট্যাব ছাড়া সরাসরি অন্য ভাষার কমেন্ট , পোস্ট নিজ ভাষায় রুপান্তর করে পড়তে পারবেন । প্রতি পোস্টের টাইটেলের নিচে  "Select Language "  থেকে          "Bengali " সিলেক্ট করে নিলেই হবে । মোটামুটি ৬০% এর ও বেশি আপনাকে সঠিক ট্রান্সলেট করে আপনাকে দেখাবে ।

আপনি চাইলে এখন থেকে সম্পূর্ণ বাংলায় ও কানেক্টে পোস্ট দিতে পারেন ।

বর্তমানে ৮ টি টপিক সকলের জন্য উন্মুক্ত এছাড়া কিছু গোপনীয় টপিক /  সেশন আছে যা নির্দিষ্ট লোকাল গাইড দের জন্য প্রবেশের অধিকার আছে যেমন " Idea Exchange " " Summit Alumni " ইত্যাদি 

আমি এখন ৮ টি পাবলিক টপিক বর্ণনা করব কোথায় কি হয় এবং সর্বশেষে দেখাব আপনি কিভাবে পোস্ট করবেন 

 

Announcements

------------------------

 

 ছবি: Announcements পোস্টের ধরন 

 

website এর প্রথম পোস্ট টি হচ্ছে Announcements এখানে অফিশিয়াল ভাবে নতুন নতুন সকল নির্দেশিকা / বার্তা / খবর পোস্ট করা হয়ে থাকে , এখানে শুধু মাত্র সন্মানিত Google Moderator গন  পোস্ট করতে পারেন ।

মানে  যাদের Profile এর পাশে G   লিখা আছে । See More থেকে বিগত সময়ের পোস্ট গুলো ও দেখে নিতে পারেন ।

 

Trending

-------------

 

 ছবি: Trending টপিক এ পোস্টের ধরন 

Trending অনেকটা বলা চলে আগের সাইটের গুগল মডারেটর দ্বারা পোস্ট কৃত Featured Post এর মত । এখানে অ আগের মত শুধু মাত্র  গুগলার গন পোস্ট করেন  নতুন নতুন স্থান , খাবার , নিদর্শন সহ বিভিন্ন সম সাময়িক মজাদার টপিক  । See More থেকে বিগত সময়ের পোস্ট গুলো ও দেখে নিতে পারেন । 

 

Photography
-------------------

 

 ছবি: Photography টপিক পোস্টের 

 

এই জায়গায়/ টপিকে এ কেহ পোস্ট দিতে পারেন, শেয়ার করতে পারেন আপনার ভ্রমনের ছবি , খাবারের ছবি , মজাদার বা বিশেষ মুহূর্ত গুলো । তবে অনুরধ করব অবাঞ্ছিত ছবি না দেয়ার জন্য যেমন আমি ফুটবল খেতে গেছি , আমি রিক্সায় আছি , হ্যাঁ আপনি রিক্সার উপর ফুল একটা পোস্ট ই দিতে পারেন "Travel" সেকশনে ।

মনে রাখবেন" Title " টা জাতে ছবির সাথে সম্পর্ক যুক্ত থাকে এবং অন্য লোকাল গাইডকে দেখতে আকৃষ্ট করে ।

বেশি ছবি দিবেন না ১০ টি ছবি দিলেই হবে । সাথে কোথায় তুলেছেন কি আছে ২-৩ লাইনে লিখে দিলে

আর সুবিধা হয় সকলের বুজতে যে আপনি কি বুজাতে চেয়েছেন ।

 

Travel

----------

 

 ছবি: Travel topic সেকশনের 

 

আপনি এখানে পোস্ট করতে পারেন আপনার ভ্রমন করা কোন স্থানের , পস্তচাইলে বাংলায় ও দিতে পারেন কোন সমসা নাই । এছাড়া আপনি আপনার এলাকার বেড়ানোর জায়গা , ইতিহাসিক জায়গা ,শপিং মল  সহ নানা বিধ ভ্রমন কাহিনী , ঘুরতে যেয়ে কি দেখলেন করলে কিভাবে গেলেন তা যত টুকু সম্ভব বিস্তারিত লিখবেন জাতে আরেকজন পরে বুজতে পারে ,চাইলে জেতেও পারে ।

 

Food & Drink

--------------------

 

 ছবি: Food & Drinks টপিক সেশনের 

 

Local Stories

-------------------

 

 ছবি: Local Stories টপিক সেশনের 

 

Meet-Ups

--------------

 

 ছবি: Meetups টপিক সেশনের 

 

How-tos

------------

 ছবি: Howtos টপিক সেশনের 

 

 

Help Desk

---------------

 

 ছবি: Help desk টপিক সেশনের 

 

Local Guides on YouTube

-------------------------------------

 ছবি: YouTube Video সেশনের 

  

Settings & Start a Post 

---------------------------------

 ছবি: summery post setting  টপিক সেশনের 

 

 Write a Post

-------------------

  ছবি: কিভাবে পোস্ট লিখা শুরু করবে  

 

About Post  ( Kudos, Reply , Edit post , share ) 

------------------------------------------------------------------

 

 

ছবি: ভাষা পরিবর্তন , Kudos , Edit কিভাবে করবেন 

প্রথম লাল লাগ দেয়া Select Language আপনার পছন্দ মত ৩০ টি ভাষা থেকে যে কোন ভাষায় রুপান্তর করে পোস্ট দেখতে পারেন । অথবা অন্য ভাষায় কোন লোকাল গাইড কমেন্ট করলে তা ট্রান্সলেট করে পড়তে পারবেন । 

 

1.লিখা ... এখান থেকে চাইলে পোস্ট করার পর আপনি আবার পোস্ট Edit করে কিছু যোগ বা ঠিক করতে পারেন ।

2. লিখা জায়গায় ❤️ লাভ আইকন যা আপনার পোস্টে কত গুলো Kudos দিল তার হিসাব দেখাবে । এই kudos অনেকটা ফেসবুকের লাইকের মত । 

3.এখান থেকে কমেন্ট করতে পারেন এছাড়া পোস্টের নিচে ও add comment অপ্সন আছে  । কোন পোস্টে কাউকে mention করতে চাইলে  @ তার কানেক্ট নাম লিখুন হয়ে যাবে । 

4. এখান থেকে আপনি আপনার পোস্ট অন্য কোন সোশ্যাল মিডিয়ার শেয়ার করতে পারেন । লিঙ্ক তৈরি করে শেয়ার করতে ও পারেন । এছাড়া শেয়ারের জন্য উপরের web url ও ব্যাবহার করতে পারেন 

 

 My profile 

 ---------------

 

ছবি: Profile পেজ এর 

Profile পেজে জেতে হলে আপনি আপনার সাইটের ডান দিকে সবার উপরে নিজের ছবি দেখা যায় ওখানে ক্লিক করে My profile এ জেতে পারেন । 

My profile এ দেখতে পাবেন আপনার প্রোফাইলে কত গুলো Badge হয়েছে ,

Posts আপনি কি কি পোস্ট করেছেন তারিখ অনুসারে দেখাবে যা থেকে আপনার পুরাতন পোস্ট খুজে বের করতে পারেন ।

Photos কত গুলো ছবি আপ করছেন এখানে এবন কই কি কি দেখাবে,

Activity কাকে কি লিখলেন কোথায় কুদস দিলেন সব একাহ্নে দেখাবে ।

Drafts অসম্পূর্ণ করে রেখে দেয়া পোস্ট বা কমেন্ট এখানে পাবেন যা আপনি আবার শুরু করে সম্পন্ন করতে পারেন ।

Starred এখানে আপনি দেখতে পাবেন সর্বমোট কতসময় কানেক্টে অতিবাহিত করেছেন , কোন আইপি দিয়ে প্রবেশ করেছেন কত কুডস পেলেন সহ নানা তথ্য।

 

Profile Settings 

----------------------

 

 ছবি: Settings Option এর 
আপনি আপনার Connect forum এর Settings পরিবর্তনের জন্য সাইটের সবার উপরের ডান দিকের কোনায় ৪ টা আইকনের মাঝে বা দিক থেকে ২য় আইকন অনেকটা চাকার মত এখান থেকে ক্লিক করে এমন পেজ পাবেন । তা থেকে আপনি আপনার কানেক্ট নাম , সিগনেচার যুক্ত করতে পারবেন ।
Homepage Topics থেকে আপনি আপনার  মেইন পেজে কি কি দেখতে চান ঠিক করতে পারবেন ,   Email subscriptions থেকে পোস্টের কি কি নটিফিকেশন পেতে চান তা ঠিক করে নিতে পারেন ।
পোস্ট টি লিখার সময় অনেক ভুল ত্রুটি হয়েছে তাই ক্ষমা প্রাথি । কোন ভুল আপনার চোখে পরলে অবশ্যই আমাকে জানাবেন । আপনাদের মতামতের মাধ্যমে নিজেকে শুধরাতে পারব বা পোস্টে নতুন কিছু যোগ করতে পারব যা নিজের অজান্তে হয়ত যুক্ত করা হয় নাই ।
ধন্যবাদ 
মাহাবুব হাসান 
বাংলাদেশ 
Mahabub Hasan
42 comments
Level 7

Re: Local Guides Connect 2.0 বাংলায় হাতে খড়ি

ধন্যবাদ @MahabubMunna ভাই সহজ বাংলায় নতুন Connect সম্পর্কে বিস্তারিত সিরিজ পোস্ট চালু করার জন্য। আশা করি সামনের পোস্টগুলো থেকে আরও বিস্তারিত জানতে পারবো। 

Level 8

Re: Local Guides Connect 2.0 বাংলায় হাতে খড়ি

This post is very helpful for all. Thanks a lot @MahabubMunna bhai for your great efforts. Thanks again. 

#LocalGuides | #LetsGuide | #Bangladesh |#BangladeshLocalGuides | #SoundOfBeautifulBangladesh
Level 8

Re: Local Guides Connect 2.0 বাংলায় হাতে খড়ি

ধন্যবাদ @MahabubMunna ভাই, বিশদ বর্ননাতে বুঝিয়ে দেয়ার জন্য।

Level 8

Re: Local Guides Connect 2.0 বাংলায় হাতে খড়ি

Seriously ? দারুন পোস্ট লিখছেন ভাই। ধন্যবাদ  

Level 8

Re: Local Guides Connect 2.0 বাংলায় হাতে খড়ি

ধন্যবাদ ভাইয়া  @MahabubMunna

এতো সুন্দর ও সহজ করে বিস্তারিত লেখার জন্য।     

Level 8

Re: Local Guides Connect 2.0 বাংলায় হাতে খড়ি

ধন্যবাদ ভাইয়া  @@MahabubMunna

এতো সুন্দর ও সহজ করে বিস্তারিত লেখার জন্য।

Level 6

Re: Local Guides Connect 2.0 বাংলায় হাতে খড়ি

অশেষ ধন্যবাদ @MahabubMunna ভাই।

সকলকিছু  একদম নিজ ভাষায় শিখিয়ে দেবার জন্য  😊

Level 6

Re: Local Guides Connect 2.0 বাংলায় হাতে খড়ি

ধন্যবাদ ভাই,

এইরকম একটা পোস্ট ই খুজছিলাম আমি...

Ibrahim
Level 6

Re: Local Guides Connect 2.0 বাংলায় হাতে খড়ি

Thanks vai,,,,,, ,,