Abulhossen's post
cancel
Showing results for 
Search instead for 
Did you mean: 
Level 3

Help.BD

I want to be a good worker for Google map 

Rangpur Division, Bangladesh
2 comments
Connect Moderator

Re: Help.BD

Hi @Abulhossen 

Please read this board.

About Local Guides

https://www.localguidesconnect.com/t5/About-Local-Guides/bd-p/becomelocalguide

About me | Guiding Star 2020 | Guiding Star 2020 |  | Follow me on Instagram & Follow me on Maps |   | Happy to Help


Please use '@' before the name to tag me.



Level 10

Re: Help.BD

Google Local Guides A-Z বাংলায় 
গুগল লোকাল গাইড কি ?
গুগল লোকাল গাইড হচ্ছে গুগল ম্যাপ ভিত্তিক একটি নতুন পরিসেবা । আর দ্বারা আপনি আপনার পরিচিত সকল স্থান [স্কুল, কলেজ, মসজিদ , মন্দির ,হোটেল রেস্টুরেন্ট , দর্শনীয় স্থানের] ভাল মন্দ দিক গুলো , রিভিউ রেটিং দ্বারা মান ক্যামন তুলে ধরতে পারেন।
যেমন: কোন খাবারের মান খারাপ বা নকল কিছু ধরিয়ে দিতে পারেন । বা কোথাও বিশেষ কিছু পাওয়া যায় উল্লেখ করে সকলকে জানিয়ে দিতে পারেন। লোকেশনের ছবি যোগ করে আর সহজ করে তুলতে পারেন
এতে সময় , শ্রম , অর্থ বাঁচবে 
গুগল লোকাল গাইড কেন ?
আমরা সাধারণত সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন স্থানের বর্ণনা বা খাবারের ছবি মান দেই । যা ২-৪ দিন পর আর পোস্টের নিচে চাপা পড়ে যায় । বা খুজে বের করা দুস্কর । 
কিন্তু গুগল লোকাল গাইডে একবার রিভিউ দিলে তা সংরক্ষিত থাকে আপনি ম্যাপ এ ওই লোকেশন সার্চ দিয়ে দেখতে পারেন । 
উদাহরন সরূপ : আপনি কক্সবাজার জাবেন কোথায় জাবেন, কোথায় থাকবেন , হোটেল ভারা ক্যামন , আপনার বাজেট এর সাথে মিলে কিনা । তা জানতে এদিক সেদিক খুজতে হয় , অনেক সময় দালালের খপ্পরের পড়তে হয় , 
আর যদি আপনি ম্যাপ এ হোটেলগুলোর মান ভারা , ভিতরের দিক ছবি সহ দেখে নিতে পারেন তাহলে একটি নিশ্চিত হয়ে যেতে পারেন ।
এক কথায় বলতে , আপনি স্মার্ট ফোন বা নেট এ ম্যাপ এ বসে সকল সেবা হাতের মুঠোয় নিয়ে নিতে পারছেন।
কিভাবে লোকাল গাইড শুরু করব ??? 
যে কেহ গুগল লোকাল গাইডে যোগ দিতে পারে । এজন্য প্রয়োজন জিমেইল আকাউন্ট , প্রথমে http://www.google.com/local/guides/ এই লিঙ্কে প্রবেশ করে । Join Now এ ক্লিক করে আপনি আপনার জিমেইল দিয়ে লগইন করুন , আর পর আপনার বিভাগ আর নাম দিন, দুটি বাটন ক্লিক করুন । আপনার প্রোফাইল তৈরি হয়ে গেছে । এবার আপনি রিভিউ করতে পারেন
রিভিউ ২ ভাবে করা যায় : এন্ড্রয়েড ডিভাইসের মাপ্স অ্যাপ দিয়ে অথবা maps.google.com 
থেকে লোকেশন সার্চ করে । আপনি যে লোকেশন রিভিউ করতে চান তা খুজে বের করুন , write a review তে কিল্ক করে আপনি আপনার রিভিউ রেটিং দিতে পারেন । ২০-৬০ শব্দের মাঝে আপনার রিভিউ তুলে ধরুনএমন ভাবে একজন পড়ে ওই স্থানের সমগ্র ব্যাপারটি বুজতে পারে ।
একটি রিভিউ উদাহরন: ইহা একটি পোস্ট গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় কলেজ । এখানে HSC শাখা ও আছে । বিজ্ঞান, মানবিক , বাবসায়িক শাখা ও রয়েছে । বেশ আধুনিক সকল বাবস্থা বিদমান আমাদের প্রধানমন্ত্রী ও এক সময় এই কলেজের ছাত্রী ছিল
বিদ্রঃ কোথাও থেকে কপি পেস্ট করে বা অন্য কার রিভিউ কপি করলে তা স্প্যাম রিভিউয়ার হিসেব এ ধরা হয় 
কিভাবে ছবি যোগ করবেনঃ Maps এ আপনার কাঙ্খিত লোকেশন এ Add Photo তে ক্লিক করে আপনার ছবি গুলো যোগ করতে পারেন । অবশ্যই মানুষের বা গ্রুপ ছবি পরিহার করবেন

Mahabub Hasan