Meet sit Edit with Mahabub প্রস্তাবিত সিরিজ এক্সপেরিয়েন্স শেয়ার ক্যাম্পিং এর অস্থায়ী ব্যানার
সন্মানিত বাংলাদেশের লোকাল গাইড সদস্যবৃন্দ ,
আমি মাহাবুব হাসান [Mahabub Hasan ] একজন বাংলাদেশি লোকাল গাইড সদস্য , 2023 সালে পারস্পরিক অভিজ্ঞতা শেয়ার ও স্থানীয় বিষয়বস্তু কেন্দ্রিক একটি সিরিজ প্রোগ্রামের পরিকল্পনা করেছি আপনাদের সাথে । যেখানে আমি এবং আপনাদের মধ্য থেকে এক জন আপনাদের এলাকায় ভ্রমন করব কিছু অভিজ্ঞতা অর্জন করব এবং সবার সাথে শেয়ার করব। প্রাথমিক ভাবে ঢাকা শহর থেকেই শুরু করতে চাই এই অভিজ্ঞতা শেয়ার সিরিজের কার্যক্রম ।
কি কি হবে এই সিরিজ আয়োজনে
প্রতি মাসে একটি নির্বাচিত এলাকায় Photo Walk এবং Maps Editing করব যৌথ ভাবে ।
ভ্রমন করব যে এলাকায় অই এলাকার বিখ্যাত স্থাপনা পরিদর্শন অথয়াব জনপ্রিয় খাবার খাব ।
পারস্পরিক অভিজ্ঞতা শেয়ার ।
মিনিমাম 10 টি Maps edit করব [Add / Edit ] ।
Photos / Video Upload করব & review লিখব ।
Local Guides Connect ফোরামে অভিজ্ঞতা তুলে ধর।
আপনি কি আমার এই সিরিজে যুক্ত হতে চান তাহলে দেখুন নিচের শর্ত সমূহ
অবশ্যই আপনার বয়স 20 এর বেশি এবং Local Guides Level 7 এর উপরে হতে হবে ।
ছুটির দিনে এবং BDLG এর নিরধারিত Meetup এর বাহিরে এই কার্যক্রমে সময় দেয়ার মত সার্বিক ভাবে প্রস্তুত থাকতে হবে।
Female কোন লোকাল গাইড আগ্রহী হলে অবশ্যই তার অভিবাবক / দায়িত্বশীল কেহ সাথে থাকতে হবে ।
উপরের শর্ত মেনে প্রস্তুত থাকলে কমেন্টে আপনার নাম ও এলাকার নাম লিখতে হবে ।