With Mahabub Meet Sit edit - A 1 to 1 Experience share series program

Meet sit Edit with Mahabub প্রস্তাবিত সিরিজ এক্সপেরিয়েন্স শেয়ার ক্যাম্পিং এর অস্থায়ী ব্যানার

সন্মানিত বাংলাদেশের লোকাল গাইড সদস্যবৃন্দ ,

আমি মাহাবুব হাসান [Mahabub Hasan ] একজন বাংলাদেশি লোকাল গাইড সদস্য , 2023 সালে পারস্পরিক অভিজ্ঞতা শেয়ার ও স্থানীয় বিষয়বস্তু কেন্দ্রিক একটি সিরিজ প্রোগ্রামের পরিকল্পনা করেছি আপনাদের সাথে । যেখানে আমি এবং আপনাদের মধ্য থেকে এক জন আপনাদের এলাকায় ভ্রমন করব কিছু অভিজ্ঞতা অর্জন করব এবং সবার সাথে শেয়ার করব। প্রাথমিক ভাবে ঢাকা শহর থেকেই শুরু করতে চাই এই অভিজ্ঞতা শেয়ার সিরিজের কার্যক্রম ।

কি কি হবে এই সিরিজ আয়োজনে

  1. প্রতি মাসে একটি নির্বাচিত এলাকায় Photo Walk এবং Maps Editing করব যৌথ ভাবে ।

  2. ভ্রমন করব যে এলাকায় অই এলাকার বিখ্যাত স্থাপনা পরিদর্শন অথয়াব জনপ্রিয় খাবার খাব ।

  3. পারস্পরিক অভিজ্ঞতা শেয়ার ।

  4. মিনিমাম 10 টি Maps edit করব [Add / Edit ] ।

  5. Photos / Video Upload করব & review লিখব ।

  6. Local Guides Connect ফোরামে অভিজ্ঞতা তুলে ধর।

আপনি কি আমার এই সিরিজে যুক্ত হতে চান তাহলে দেখুন নিচের শর্ত সমূহ

  1. অবশ্যই আপনার বয়স 20 এর বেশি এবং Local Guides Level 7 এর উপরে হতে হবে ।

  2. ছুটির দিনে এবং BDLG এর নিরধারিত Meetup এর বাহিরে এই কার্যক্রমে সময় দেয়ার মত সার্বিক ভাবে প্রস্তুত থাকতে হবে।

  3. Female কোন লোকাল গাইড আগ্রহী হলে অবশ্যই তার অভিবাবক / দায়িত্বশীল কেহ সাথে থাকতে হবে ।

  4. উপরের শর্ত মেনে প্রস্তুত থাকলে কমেন্টে আপনার নাম ও এলাকার নাম লিখতে হবে ।

কোন মাসে কার সাথে করছি এক্সপেরিয়েন্স শেয়ার

January : @Papel_Mahammud

February :

March:

April:

May :

June:

আশাকরি সকলে মিলে নতুন কিছু বাংলাদেশ থেকে তুলে ধরতে পারব ,

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনে

মাহাবুব হাসান

84 Likes

Great Initiative

4 Likes

বেশ ভালো উদ্যোগ @MahabubMunna ভাই।

চাইলে কি একের অধিক স্থানীয় লোকাল গাইড আপনার সাথে স্বউদ্যোগে জয়েন হতে পারবে?

4 Likes

@NasimJ ধন্যবাদ , করতে পারে তবে একটা শুরু করলে হয়ত আর অনেক আইডিয়া পাওয়া যাবে ।

4 Likes

Khub e valo idea bro …

ami agree asi

1st amar alaka thake e start koren bhai @MahabubMunna

4 Likes

@MahabubMunna আরেহ বাহ! চমৎকার আইডিয়া তো! ম্যাপিং, ভ্রমণ, খাওয়া সব এক সাথে হয়ে যাবে। আমার জেলা সুনামগঞ্জ আপনাকে নিয়ে যেতে চাই। যদিও আমি ঢাকা থাকি।

6 Likes

Sanjay Kumar Datta

Magura

4 Likes

@MahabubMunna সাদরে আমন্ত্রণ রইল সীমান্তের জেলা, দেশের সবথেকে বড় স্থল বন্দর যশোর জেলা তে।

3 Likes

আপনার সাথে সহমত প্রকাশ করছি।

নামঃ মো. গাজী সালাহউদ্দিন।

এলাকাঃ লক্ষ্মীপুর জেলা।

ধন্যবাদ

@MahabubMunna

5 Likes

That’s awesome brother… @MahabubMunna

Mostofa Tanvir Ahmed, Dhaka.

4 Likes

@MahabubMunna

Mahbub Islam

Homna

2 Likes

খুবই ভালো উদ্যোগ, নারায়ণগঞ্জ জেলার ২৫০০ থানায় একদিন আসার আমন্ত্রণ রইল।

2 Likes

চমৎকার একটা আইডিয়া ভাই।

ঢাকার মধ্যে করলে আমার এলাকায় আসার আমন্ত্রণ রইল উওরা, দিয়াবাড়ি।

3 Likes

Good initiative taken @MahabubMunna . I’m honour if you cover Narayanganj area with me. I will try my best for supporting.

4 Likes

@MahabubMunna

ধন্যবাদ এমন একটি উদ্যোগ নেয়ার জন্য।

আমি যুক্ত হতে চাই।

আমার এরিয়া পুরান ঢাকা।

3 Likes

@MehadeHasan অবশ্যই আসব তবে এইবার নবীগঞ্জ কভার দেয়ার ইচ্ছা আছে ।

2 Likes

@MahabubMunna Great idea bhai.

Name: Minhazur Rahman Sunmoon. Location: Naria, Shariatpur.

1 Like

@SunMoon অবশ্যই চেষ্টা করব যাওয়ার তবে কোন মাসে তা সিউর বলতে পারছি না

1 Like

দারুণ আইডিয়া।

আল-হাসান রিয়াজ

প্রাচ্যের ভেনিস শহর মোদের বরিশালে আসার আমন্ত্রণ রইল।

1 Like

Fayez Ahammed

Wari, Old Dhaka City

1 Like