Caption: Different types of Nakshi pitha.pick @GaziSalauddinbd .
গত কিছু দিন আগে আমি কিছু নকশি পিঠা এর স্বাদ নেই।
এই পিঠা গুলো আমার খুব প্রিয়, আমি মনে করি আপনারাও ভালোবাসবেন এই পিঠা। আপনাদের সাথে পিঠা গুলোর ছবি আমি শেয়ার করলাম।
এই নকশি পিঠা বাংলাদেশ ও ভারত সহ উপমহাদেশে প্রিয়। পিঠার ছবি ও তৈরির উপকরন গুলো আপনাদের সাথে শেয়ার করলাম।
1.Lobongo Lotika Pitha.
আমার প্রিয় একটি পিঠা হলো এই লবঙ্গ লতিকা পিঠা। দেখতে যেমন এই পিঠা স্বাদেও সেই রকম।
এই পিঠা বাংলাদেশ ও ভারতে বিখ্যাত।
Caption: Lobongo Lotika Pitha. Pick @GaziSalauddinbd .
তৈরির উপকরনঃ লবঙ্গ,ময়দা, তেল, নারকেল, ঘি, চিনি, লবন।
2.Narkal puli pitha.
এই পিঠা বাংলাদেশ ও ভারত এ ভিন্ন নামে পরিচিত। ভারতে এই পিঠা কে Karanji pitha বলে।
Caption : Narkal puli pitha.
তৈরির উপকরনঃ নারকেল, চালের গুঁড়া, চিনি,ময়দা,পানি,লবন,তেল।
3.Bhapa pitha.
এই পিঠা আমাদের বাংলাদেশ ও ভারতে বিখ্যাত, বিশেষ করে শীতের পিঠা ভাপা পিঠা। সারা বাংলাদেশ এই পিঠা পাওয়া যায়।
Caption: Bhapa pitha. Pick @GaziSalauddinbd .
তৈরির উপকরনঃ চালের গুঁড়া, নারকেল, গুড় কুচানো, লবন, পানি।
4.Sujir Bora pitha.
সুজি বড়া পিঠা সব সময় খাওয়ার উপযুগী। এই পিঠা খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়।
ঘরে সংরক্ষণ করে রাখার মত একটি পিঠা।
Caption: Sujir Bora pitha.
তৈরির উপকরনঃ ডিম, সুজি, এলাচি গুড়া, চিনি, গুড়া দুধ,পানি।




