What did we learn from 100th meetup?

ঋতু চরিত্রের সূত্র না মেনে বৃষ্টিস্নাত হলো সবুজ শহরটি। ভেজা সকালে শান্ত স্নিগ্ধ পরিবেশ। ছুটির দিন বলে অন্যদিনের তুলনায় নাগরিক ব্যস্ততাও কম। হাঁকডাক নেই ফেরিওয়ালার, ফুটপাত কোলাহলমুক্ত। স্বচ্ছ পিচঢালা সড়কে অল্প কিছু বাহনের ছোটাছুটি। গ্রীণ সিটি চট্টগ্রামের এমন নির্মল পরিবেশ স্বাগত জানালো দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা কিছু অদম্য প্রাণচঞ্চল তরুণ-যুবককে। আনন্দ-উচ্ছ্বলতা, তুমুল উত্তেজনা আর অবিরাম আগ্রহ খেলা করছিলো সবার চোখেমুখে। একটু পরেই যে বাংলাদেশি গুগল লোকাল গাইডসদের সর্ববৃহৎ সম্মিলন!

ভোরের আবছা আলোয় বন্দরনগরীতে পা রাখেন এক বগি লোকাল গাইডস। তাদের কেউ দিনাজপুর থেকে তো কেউ সোনারগাঁ থেকে। কেউ কক্সবাজার তো কেউ বরিশাল। কেউ নোয়াখালী, কেউ সিলেট থেকে। দেশের নানা প্রান্তের লোকাল গাইডস একটি ছাদের নিচে। জায়ান্ট স্ক্রিনে একের পর এক প্রদর্শনী, মডারেটরদের শুভেচ্ছা বক্তব্য আর আয়োজকদের আতিথেয়তায় উন্মোচিত হলো মাইলফলক। এক, দুই, তিনের ধারাবাহিকতা ঠেকলো শতকে! একশতম মিট-আপ, সঙ্গে বাংলাদেশ লোকাল গাইডস-এর ছয়ে পা!

এতকাল আমরা টেকনাফ কিংবা যশোর থেকে বিচ্ছিন্নভাবে অংশগ্রহণ করেছি গুগল ম্যাপস এবং লোকাল গাইড কানেক্টে। কেউ ফুলের ছবি দিয়ে সবিস্তারে বর্ণনা করেছি। কেউ এ দেশের ঐতিহ্যবাহী বাহন রিক্সা নিয়ে লিখেছি। কেউ ঘোড়া নিয়ে লিখেছি তো কেউ তুলে ধরেছি ঘোড়ার গাড়ির প্রাগৈতিহাসিক ঘটনা। এ দেশের ভুট্টার আবাদ নিয়ে লেখার পাশাপাশি ভুট্টায় তৈরি খাবারের স্বাদও তুলে ধরতে ভুলিনি।

কিন্তু এভাবে বিপুল সংখ্যক লোকাল গাইডস একই ছাদের নিচে মিলিত হয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ারিংয়ের চমৎকার দিন এর আগে আর আসেনি। আমরা শিখেছি, জেনেছি। ভুলগুলো অনুধাবন করেছি। নিজেদেরকে শোধরানোর, লক্ষ্যে এগিয়ে যাবার, আরও দুর্দান্ত সব মাইলফলক স্পর্শ করার এই প্ল্যাটফর্মটা এনে দিয়েছে বাংলাদেশ লোকাল গাইডস-এর শততম মিট-আপ।

বিশ্বব্যাপী প্রযুক্তিগত উৎকর্ষ ও ব্যাপ্তির এই সময়টায় বাংলাদেশ থেকেও ব্যাপক অংশগ্রহণ গুগল ম্যাপস এবং লোকাল গাইডস কানেক্টে। পাঁচ বছর আগে বাংলাদেশ লোকাল গাইডসের পথচলা; এরপর দশ, বিশ, পঞ্চাশের মাইলফলক ছুঁয়েছি। নিরানব্বইতম মিট-আপ পর্যন্ত ছোট-বড় অনেকগুলো মিলনমেলা ঘটেছে। শততম মিট-আপ ভেঙেছে আগের সব রেকর্ড। এটিই যে হয়ে রইলো বাংলাদেশি লোকাল গাইডসদের জন্যে সবচাইতে বড় সম্মিলন।

কি শিখেছি আমরা?

  • আমি বলবো, কিভাবে নিজেকে সবার ওপরে তোলা যায় সেইসব কৌশলগুলোই শিখেছি আমরা। কিভাবে আকাশছোঁয়া যায়, সবাইকে ছাড়িয়ে এক নম্বর হওয়া যায়- সেগুলোই মগজে ঢোকানোর চেষ্টা করেছি। এগুলো মগজে ঢোকানো মানেই তো নিজেকে সেভাবে প্রস্তুত করা; যেন কানেক্টে নির্ভুল পোস্ট প্রকাশ আর ম্যাপে সর্বোৎকৃষ্ট ছবিটি তুলে ধরা সম্ভব হয় আমাকে দিয়েই!

  • স্ট্রিট ভিউ কি, সেটি কিভাবে ধারণ এবং প্রকাশ করতে হয়, সেই সম্পর্কেও আমরা অনেকেই অবগত ছিলাম না। স্ট্রিট ভিউ ফটোগ্রাফির অনেক কৌশল এবং খুঁটিনাটি আমাদের জানালো এই মিট-আপ। লোকাল গাইডস কানেক্টে কিভাবে একটি ভালো পোস্ট লিখতে হয়, চমৎকার একটি শিরোনাম পুরো পোস্টের গুরুত্ব অনেক ওপরে তুলে ধরতে পারে, লেখার বিষয়বস্তু অনুযায়ী সেটি কোন ক্যাটাগরির জন্য উপযুক্ত, সে বিষয়েও জানা হলো।

  • যে পাঁচ অদম্য তরুণের দুর্বার প্রচেষ্টায় আজকের বাংলাদেশ লোকাল গাইডস, সেই উদ্যমীদের চারজন দেখা দিলেন এখানে। @MahabubMunna এবং অন্যরা বলছিলেন শুরুর কথা। তাদের স্মৃতিকাতরতা আমাদের প্রাণে নতুন জোয়ার বয়ে দিলো। আমরা পেলাম এগিয়ে চলার অফুরান শক্তি।

  • ‘মানুষ একটি দুই চাকার সাইকেল’- বিখ্যাত গানটি বাংলাদেশিদের মধ্যে অনেকেই শুনেছেন নিশ্চয়ই। শততম মিট-আপ আমাদের সামনে এনে দিলো এমন একজনকে, যিনি সত্যিকারের দুই চাকার সাইকেল! একদিন জীবিকার তাগিদে যিনি ভর করেছিলেন দুই চাকার সাইকেলে, সেই সাইকেলই শেষপর্যন্ত হয়ে ওঠে বাংলাদেশের সব প্রান্ত ঘুরে দেখার বড় অনুষঙ্গ! এই সাইকেলেই তিনি ঘুরে বেড়িয়েছেন চৌষট্টি জেলা। নিজের অভিজ্ঞতা শেয়ার করে আমাদের প্রেরণা দিলেন @YOUSUFMSEDDAT । তার আবেগতাড়িত কথাগুলো হৃদয় ছুঁয়ে যায়। একজন মানুষ কি করে এতটা অদম্য হয়ে উঠতে পারে, সেই অভিজ্ঞতা সামনে থেকে জানা হলো।

  • শততম মিট-আপ আমাদের সামনে এমন একজনকে হাজির করেছে, যিনি বলতে গেলে আমাদের আগামী দিনের অনুপ্রেরণার বড় জ্বালানি। বয়স সত্তর ছুঁই ছুঁই। এ বয়সেও তিনি নিজেকে তুলে ধরে চলেছেন একজন লোকাল গাইডস হিসেবে! তিনি হলেন @Siddiqui-BA. গুগল ম্যাপসে তার লেভেল টেন! ম্যাপসে অবিশ্বাস্য সব তৎপরতা তার! অল্প কিছুক্ষণের আলাপচারিতায় যতটুকু জানা হলো তার সম্পর্কে, তাতে নিজেকে মনে হলো মাত্রই ভূমিষ্ঠজাত নবজাতক!

  • তবে হতাশ কেরেছে নারী লোকাল গাইডস। যেখানে আয়োজক এবং অংশগ্রহণকারী মিলিয়ে প্রায় দেড়শ, সেখানে নারী লোকাল গাইডস মাত্র পাঁচজন! বিশ্বব্যাপী নারী-পুরুষ সূচকে নারীদেরই সাফল্য বলতে গেলে বেশি। সেখানে গুগলে নারীদের অবদান হতাশাব্যঞ্জকই। শততম মিটআপ-এ নিজের এগিয়ে চলার অভিজ্ঞতা শেয়ার করেন একজন নারী লোকাল গাইডস @LyricMitra. তিনি নিজেও হতাশা ব্যক্ত করে নারীদের এগিয়ে আসতে উদ্বুদ্ধ করেন।

আয়োজনের চাকচিক্য, অভিজাত খাদ্য-প্রণালীর দিকে গেলাম না। সবচেয়ে বিস্ময়কর তথ্যটি হলো, বাংলাদেশ লোকাল গাইডস-এর শততম মিটআপের মাইলফলকটি ব্যক্তিগতভাবে আমার জন্যেও স্মরণীয়। লোকাল গাইডস-এর মিটআপে আমার অভিষেক হলো এখানেই! তাই সারাক্ষণ মনযোগ দিয়ে শোনার চেষ্টা করেছি, জানার আগ্রহ ছিলো ব্যাপক।

লোকাল গাইডস কানেক্ট বিশ্বব্যাপী জানার এবং জানানোর অন্যতম বড় প্ল্যাটফর্ম। আমরা আরও জানতে চাই, শিখতে চাই। গুগল ম্যাপস হয়ে উঠুক অন্ধের যষ্ঠি। মানুষ পথ খুঁজে বেড়াক, আমরাই হতে চাই সেই পথের দিশা। বাংলাদেশ লোকাল গাইডসের মিটআপ আরও নানা মাইলফলক স্পর্শ করুক। বারবার আমাদের জাগিয়ে তুলুক। আমরা জাগলে হয়তো অনেকেরই সকাল হয়!

বাংলাদেশ লোকাল গাইডসের শততম মিটআপ নিয়ে আমার আরেকটি লেখা
Bangladesh Local Guides touched the milestone of 100th Meetup

32 Likes

সুন্দর লিখছেন ভাই আমাদের ২-১ টা প্রেস নোট লিখে দিলে অনেক উপকার হত @JoinalAbedin

8 Likes

@MahabubMunna ধন্যবাদ ভাই। আমি সবসময় প্রস্তুত। যখন যা প্রয়োজন লিখবো। তবে এই লেখায় আরও কিছু সংশোধন দরকার। বিশেষ করে আপনাদের কয়েকজনের নাম ম্যানশনপূর্বক সংযুক্ত করবো।

6 Likes

আমাদের ২ টা দরকার এক হল গুগল যে বাংলাদেশ কে ম্যাসেজ দিছে এই ধরেন টাইটেল হতে পারে ঃ বাংলাদেশ কে শুভেচ্ছা বার্তা দিল গুগল । আরেকটা আমাদের ১০০ টিম নিয়ে । কারনে ত বড় কিছু করলাম আমরা সবাই নিজেদের গাটের পয়সা দিয়ে কার হেল্প ছাড়া সবাইকে জানান ট দরকার , জানাই না তাই কার হেল্প পাই না @JoinalAbedin

7 Likes

ওকে। আমি যথাসম্ভব চেষ্টা করবো ভালো করে লিখতে। @MahabubMunna

5 Likes

@JoinalAbedin লেখা পড়ে অবাক হয়ে গেলাম। আপনি কি বই লিখেন? নাকি সংবাদপত্রে লিখেন? এই টাইপের লেখা আমাদের দ্বারা সম্ভব না। এইটা কোন নিউজপেপারে দেয়ার লেখা।

আশা করি আরো লিখবেন

6 Likes

@JoinalAbedin Love the way of your to present all the impotent part of the #100thmeetup in CTG. Thank you.

5 Likes

@SaifIS ভাই, আপনার অবাক হওয়া দেখে আমি রীতিমতো বিস্মিত। কারণ, লেখাটিতে বেশকিছু গ্যাপ রয়ে গেছে। কাল সেগুলো সংযোজন করার চেষ্টা করবো। আর হ্যাঁ, বাংলাদেশ লোকাল গাইডসের কল্যাণে আমি যে কোনো রকম লেখা লিখতে চাই। @MahabubMunna ভাইয়ের পরামর্শক্রমে আপাতত দুটি লেখা ভালো করে উপস্থাপনের চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে।

5 Likes

@Mehedi_mht ধন্যবাদ ভাই। এ প্রসঙ্গে আরও অন্তত দুটি পোস্ট লেখার চেষ্টা করছি।

5 Likes

@JoinalAbedin আমার কাছে কোন গ্যাপ চোখে পড়েনি। যাইহোক মনে হচ্ছে আরো আপডেটের পর আরো ভাল হবে।

তবে আমার মতামত পোস্ট ড্রাফট এ রেখে সব আপডেট শেষ হলে একসাথে পাবলিশ করাই ভাল। এতে সবাই ফাইনাল ভার্সন পড়তে পারবে। কেননা একবার পড়ার পর সাধারনত কেউ আর পড়তে চাইবে না, কারণ তারা জানবেই না এইটা আবার আপডেট করা হয়েছে কিনা। :slight_smile:

4 Likes

খুবই ভালো পরামর্শ। সামনের পোস্ট থেকে সেরকমই হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই @SaifIS

4 Likes

অসাধারণ লেখনী! আমি রীতিমতো মুগ্ধ আপনার লেখা পড়ে। মনটাই ভাল হয়ে গেল। মনে হচ্ছে সবুজ খুঁজে পেয়েছি আপনার লেখায়। ধন্যবাদ দিয়ে ছোট করবো না। পরবর্তী লেখার অপেক্ষায় থাকব। @JoinalAbedin

6 Likes

@LyricMitra অনেক ধন্যবাদ। আপনাদের জন্যে আরও ভালো কোনো সবুজের গল্প লেখার চেষ্টা চালিয়ে যাবো। ভুলেও হলুদ কিছু লিখবো না :blush:

4 Likes

@JoinalAbedin ভাই, বেশ ভাল লিখেছে, পড়ে মন ভরে গেল। আমি এখনও connect - এ কিছু পোস্ট করি, আপনা লেখা পড়ে আমার আগ্রহ অনেক বেরে গেল। ধন্যবাদ ভাই।

13 Likes

অনেক সুন্দর ভাবাবেগে তাড়িত অনুভূতির কিছু কথা ফুটে উঠেছে লেখার মাঝে।

ধন্যবাদ আরও পোস্ট চাই

5 Likes

অনেক অনেক শুভকামনা @JoinalAbedin আপনার জন্য। আপনাকে দিয়েই হবে। চালিয়ে যান। :slight_smile:

5 Likes

@AbdusSattar ধন্যবাদ ভাই। আশা করছি আপনার থেকেও ভালো লেখা আসবে। বিশেষ করে আমাদের দেশের ঐতিহ্য নিয়ে।

2 Likes

@abedin2020 ধন্যবাদ আপনাকে। আশা করি আরও কিছু লিখতে পারবো।

2 Likes

@LyricMitra আপনাকে দিয়ে যেন আরও বেশি হয়, সেই প্রত্যাশায় রইলাম

3 Likes

দোয়া করবেন @JoinalAbedin ভাইয়া, আপনাদের এত এত প্রত্যাশা যেন পূরণ করতে পারি। :yum:

4 Likes