জীন্দাপার্ক একটি মনোরম পরিবেশে অবস্থিত। এখানে যাওয়া মানে মনটাকে সুন্দর করে সাজানো। অসাধারন এই পার্কটি আমার ভিশন ভাল লাগে। যতবার গিয়েছি ততবার ই আমার ভাল লেগেছে।
এখানে আছে সুন্দর প্রকৃতির ছায়া তল যা মনের মধ্য একটু দোলা দিয়ে যায়।
পুকুরের পদ্মফুল, সারি সারি গাছ, উচু নিচু পাহাড়, গ্রাম্য পরিবেশের ঘর বাড়ি, মনোরম রেস্টুরেন্ট, সবুজ গাছ সব মিলিয়ে এক অন্যরকম ভাল লাগা।
নারায়ণগঞ্জের, রূপগঞ্জে এমন সুন্দর পার্ক, ছক কথায় অসাধারন একটি পার্ক।






