“Google Local Guides” member মানে এই নয় যে শুধুমাত্র আমরা গুগল ম্যাপে নিয়ে কাজ করব। আমাদের সামাজিক দায়িত্ববোধ থেকে আমরা অনেক ধরনের সামাজিক কাজ করতে পারি।
এই যেমন @IlankovanT শুরু করেছে Tree plantation এছাড়া @ErmesT শুরু করেছে Clean the plastic. ঠিক তেমনি শুরু করলাম একটি সমাজ সেবা মূলক কার্যক্রম যা প্রত্যন্ত অঞ্চলে খুব জরুরী এবং একটি কার্যকরী পদক্ষেপ।
তাই আমরা স্বেচ্ছাসেবী ও সামজিক সংগঠন “আলোর পথে আমরা” এর উদ্যোগে গরীব, অসহায় ছাত্র ছাত্রীদের মাঝে ফ্রি শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেছি। অনুষ্ঠান পরিচালনা ও সহযোগী হিসেবে “Bangladesh Local Guides” এর শরীয়তপুর টিম ছিলো।
গত ১২ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার কুন্ডেরচর কালু বেপারী উচ্চ বিদ্যালয় এবং কলেজ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১৫টি বিদ্যালয়ের ৫২৫জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ হিসেবে ৬ দিস্তা খাতা, ১২টি করে কলম প্রদান করা হয়। সেইসাথে বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ২৫জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
তোমাকেও অনেক ধন্যবাদ @SunMoon
স্বেচ্ছাসেবী ও সামজিক সংগঠন
“আলোর পথে আমরা”
এর উদ্যোগে গরীব,
অসহায় ছাত্র ছাত্রীদের মাঝে
ফ্রি শিক্ষা উপকরণ ও
বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান
অনুষ্ঠানে আমাকে অংশগ্রহণ করার
সুযোগ করে দেবার জন্য।
Thank you for sharing us of kindness activities. Did you do this so often?
How long have you started these activities? It is very interesting, You can meet other Local Guides and can share your activities or you want to plan a tour of your region or any other place, I recommend organizing a meet-up.
You can host your own meet-ups by planning it here. Also, have a look at this post How to Organize a Local Guides Meet-Up which gives you helpful ideas on the types of activities you can plan and some guidance and tips for helping you organize a successful event for yourself and the Local Guides in your area!
Since you are new in the community, I recommend you read this topic it suggests the various ways to engage as a part of the community.
@Aruni thanks for your comment . we are arange mount 2 meetup under Bangladesh local guides . and this type social activity also doing several time in a year . but not apply for meetup hosting . but share there to inspire other people for contribute time in social activity .