গত বছর মেহেদি ভাই এর একটি কানেক্ট পোস্ট থেকে প্রথমবার এই ফোর্টটির কথা জানতে পারি। অনেক চেস্টা করে ও গতবছর ফোর্টটিতে যেতে পারিনি। তবে এবার আর মিস করিনি।
গত শুক্রবার সময় করে ঘুরে আসলাম নারায়ণগঞ্জ এর ঐতিহাসিক হাজিগঞ্জ ফোর্টটি।
ঢাকা শহর কে রক্ষা করতে সপ্তদশ শতকের আগে পরে যে তিনটি জল দুর্গকে নিয়ে ত্রিভূজ জল দুর্গ বা ট্রায়াঙ্গল অব ওয়াটার ফোর্ট গড়ে তোলা হয়েছিল তারই একটি হলো এই হাজীগঞ্জ ফোর্ট।
I like the photos and the write up you did very well. Thank you for sharing this with us on connect. I love museums and historical places like that too. I have a few post about museums. Look forward to reading more interesting post from you
@Mukul_Anand That’s his 3rd post on Connect. L L. He is not a newbie I guess.