Visited Ancient Ragonath Vaban

রঘুনাথ ভবন।
স্থাপিতঃ ১৩২৬ সন ১৮ই অগ্রহায়ণ । যা ভবনের গায়ে স্পষ্ট করে লিখা আছে।

সেই হিসাবে ভবনটির বয়স ১২০ বছরের উপরে।
এর চেয়ে বেশি কিছু জানিনা এই জায়গাটির ব্যাপারে। তবে ঘুরে যেটুকু বুঝেছি এটা কোনো জমিদার বাড়ি না, বনেদী কোনো হিন্দু পরিবারের বাড়ি ছিল।

এই ভবনটির আর্কিটেকচার মনোমুগ্ধকর ও নিক্ষুত। এখনো যথেষ্ট ভালো অবস্থাতেই আছে, তবে রুম গুলোর ভেতর খুবই নোংরা।

পুরো বাড়িতে মোট ০৮ টি কক্ষ রয়েছে, প্রতি কক্ষে একাধিক জানালা ও প্রদীপ রাখার জন্য একাধিক ছোট ছোট খোপ রয়েছে।

বাড়ির সাদ এখনো যথেস্ট ভ্বলো অবস্থানে রয়েছে।

রঘুনাথ ভবনটি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর এ অবস্থিত।

মির্জাপুর বাজার থেকে ৪০০ মিটার পূর্বদিকে এটি অবস্থিত। সংস্কারের অভাবে ভবনগুলোর আশেপাশে প্রচুর আগাছা জন্মেছে।

তাছাড়া বর্তমানে এই জায়গাটি মাদক সেবিদের আখড়া হয়ে ওঠেছে।

কেউ যদি এই এলাকার আশপাশ দিয়ে কোথাও যান তাহলে ঘুরে দেখে যেতে পারে, নইতো শুধু এই প্লেস দেখতে আসলে পুশাবেনা, তবে এই জায়গাটি থেকেই ৩০০ মিটার দূর দিয়ে ব্রহ্মপুত্র নদ বয়ে গেছে। নদের অপরুপ দৃশ্য উপভোগ করতে পারবেন। তাছাড়া মির্জাপুরের গোল্লা মিস্টি আশেপাশের কয়েক জেলায় বিখ্যাত, সেটিও খেয়ে যেতে পারবেন।

ম্যাপস লিংকঃ Lagonath Vabon

সময় নিয়ে পোস্টটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ।

#21_February

22 Likes

অনেক কিছু জানতে পারলাম। ম্যাপ লোকেশন ও যাওয়া মাধ্যম সমন্ধে বিস্তারিত লিখলে আরো ভাল হতো। কখনো ওইদিকে গেলে দেখে আসার চেষ্টা করবো। ধন্যবাদ

1 Like

ধন্যবাদ @Polash0001 আমি ইডিট করে ম্যাপস লিংক দিয়ে দিচ্ছি ভাই

1 Like

Hi @NasimJoy ,

Thanks for introducing this beautiful building! I love all the details of the exterior and the arches, especially the ones in your third photo.

By the way, I’ll change the topic of your post to Travel, as this is the best place to share gems like that from your area. Thank you!

2 Likes

Looks like you travel back to old time. What does the interior look like, are you allowed to go inside of these building @NasimJoy ?

1 Like

Yes. It’s old but It’s architecture looking so new. I allowed going inside this house. I also made a video about this place. If u want i can give you this video link @Sophia_Cambodia

I see, good for you @NasimJoy great to go out and explore!