13th International Women’s SME Expo Bangladesh-2019.
Vanue : Railway Pologround, Chittagong, Bangladesh.
এটি “আন্তর্জাতিক মহিলা এস এম ই এক্সপো বাংলাদেশ” এর ১৩ তম আয়োজন। বিগত ১২ বছর যাবত এই আন্তর্জাতিক মেলা টি সফলতার সাথে আয়োজন করে আসছে রফতানি প্রচার ব্যুরো (ইপিবি), জেডিপিসি, বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং এসএমই ফাউন্ডেশন এর সহায়তায় চট্টগ্রাম উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই)। বাংলাদেশের বিভিন্ন প্রান্তের নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য এই মেলাটি আয়োজন করা হয়। এই বছর দেশ বিদেশের প্রায় ৮০০ জন উদ্যোক্তা অংশ নিয়েছে ১৩ বছরের এই গৌরবময় উদযাপনে। এই বানিজ্য মেলা ১ নভেম্বর শুরু হয়ে ১ মাস ব্যাপী চলছে।
আমি ২২ নভেম্বর (শুক্রবার) এই মেলাটি ভ্রমন করতে যাই এবং প্রায় সব ক’টি স্টলই ঘুরে দেখি। এই মেলায় প্রচুর বাংলাদেশি স্টল ছাড়াও কিছু বিদেশী স্টল ও প্যাভিলিয়ন দেখি যা সত্যিই অসাধারন ছিল। এছাড়া ছোট বাচ্চাদের জন্য ছিল কিছু রাইডস ও কিডস জোন। মেলার প্রত্যেকটি স্টলই দেশী বিদেশি পণ্য দ্বারা সুসজ্জিত ছিল। পণ্য সমূহের মধ্যে বিশেষ করে জামা কাপড়, ব্যাগ, জুতা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ইত্যাদি, বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্যের দোকান, এছাড়া বিভিন্ন ধরনের খাবার রেস্তোরাঁও আছে। এছাড়া এই মেলায় বাংলাদেশের কুটির ও হস্তশিল্পকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন মহিলারা। সাধারণত ছুটির দিন ব্যতীত মানুষের ভিড় তুলনামূলক কম দেখা গেলেও, ছুটির দিন অর্থাৎ শুক্রবারে প্রচুর মানুষের সমাগম হয় এই মেলায়।
এই মেলার কিছু চিত্র নিচে তুলে ধরলাম।
চিত্র সমূহ-