[Virtual] November 22, লোকাল গাইডস কানেক্ট ৩.০ প্রত্যাশা ও প্রাপ্তি

লোকাল গাইডস কানেক্ট ৩.০
প্রত্যাশা ও প্রাপ্তি

প্রিয় লোকাল গাইড বোন এবং ভাইয়েরা!
আপনারা সবাই নিশ্চয়ই খুব আনন্দিত এবং উত্তেজিত, কানেক্ট ফোরামের নতুন ইন্টারফেস নিয়ে, আমিও। নতুন কানেক্ট এত সহজ, দ্রুত এবং সুন্দর যে পুরানো সংস্করণের তুলনায় এটি অনেক উন্নত। একই সঙ্গে আমরা সবাই অথবা কেউ না কেউ কিছুটা দ্বিধাগ্রস্ত এই ফোরামে কান্ট্রিবিউশন নিয়ে, তাই না?

আপনাদের এই সকল প্রশ্ন এবং দ্বিধা দূর করার জন্য একটি ভার্চুয়াল মিটআপ আয়োজন করছি।
যেখানে আমরা আলোচনা করব লোকাল গাইড কানেক্ট ৩.0 প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে।

মিট আপের সারসংক্ষেপ

মিট আপের টাইটেল : ​লোকাল গাইডস কানেক্ট ৩.০: প্রত্যাশা ও প্রাপ্তি
বি ডি এল জি মিট আপ নাম্বার : ২৪৪
তারিখ : নভেম্বর ২২, ২০২৪
সময় : ৯.০০ PM - ১০.০০ PM

ব্যানারে সময় বাংলাদেশের স্থানীয় সময়দেখানো হয়েছে। তবে অন্যান্য সময়ক্ষেত্রের জন্য এটি GMT+6 এর সাথে 2100 ঘণ্টা।

উল্লেখ্য যে, এই ভার্চুয়াল মিট আপ সম্পূর্ণ বাংলা ভাষায় পরিচালিত হবে বাংলা ভাষাভাষী লোকাল গাইডদের সুবিধার্থে।
সবাইকে ভার্চুয়ালি দেখার জন্য অপেক্ষায় আছি।

Happy Connecting!

67 Likes

হাই @SoniaK
সমউপযোগী এই উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ। কথা হবে ভার্চুয়াল মিটআপে, অপেক্ষায় রইলাম।

18 Likes

এমন ভার্চুয়াল মিটআপ আমাদের সকলের মাঝে অভিজ্ঞতা বিনিময়ের এবং নতুন কিছু জানার দারুণ সুযোগ এনে দেয়। আশা করছি, অংশগ্রহণকারীরা এই মিটআপ থেকে অনেক কিছু শিখতে এবং উপভোগ করতে পারবেন। সকলকে শুভকামনা!

14 Likes

@SoniaK আপা আপনাকে ধন্যবাদ , আপনার মূল্যবান সময় দেয়ার জন্য। এই ভার্চুয়াল মিটআপটি আশা করি সফল ও সুন্দর হবে, যা নতুন ও পুরাতন সকলের জন্য উপকারী হবে

10 Likes

দেখা হবে ইনশাল্লাহ!

5 Likes

The meetup is very helpful for all local guides and mostly to new loacal guides who are new in connect .
@SoniaK :clap::clap:

6 Likes

@SoniaK অনেক অনেক ধন্যবাদ আপু এই উদ্যোগ টা নেওয়ার জন্য। অনেক কিছুই শেখার অপেক্ষায় আছি৷

6 Likes

Hi @Designer_Biswajit, thank you for your comment. Will look forward to seeing you all in the meetup

8 Likes

Thank you for your kind words @ZobayerSayem. Please don’t forget to do the registration for the meetup.

6 Likes

Thank you for your kind words and wishes @RazzuilbakyRozzub. Hope you have done the registration to join the meetup.

5 Likes

Insha’Allah.
Hope you have done the registration @Eng_Motiur

6 Likes

Hi @Rushikesh_joshi, thank you for your comment. Yes, we also hope the same. Due to the language barriers a lot of local guides in Bangladesh are facing problems with the new Connect. My goal is to assist them get familiarized with the new platform.

7 Likes

Thank you @TanvirAhmed05 for your nice words and enthusiasm. Please don’t forget to do the registration.

6 Likes

ধন্যবাদ @SoniaK আপু এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য । আমাদের মত নতুনদের জন্য এই মিটাপ বেশ উপকারী এবং উপভোগ্য হবে বলে আশাকরি ।

6 Likes

হাই @SoniaK আপু,
আপনাকে অনেক ধন্যবাদ,শিক্ষনীয় একটি MeetUp আয়োজনের উদ্যোগ নেওয়ার জন্য. অপেক্ষায় আছি।

7 Likes

great , Best wishes @SoniaK :clap:

2 Likes

@SoniaK thank you for this amazing initiative.

7 Likes

রেজিস্ট্রেশন ডান, আশাকরি দেখা হবে :sunglasses:

5 Likes

বাংলা ভাষীদের জন্য দুর্দান্ত একটি মিটআপ হতে যাচ্ছে।
@SoniaK দুর্দান্ত এই উদ্যোক্তির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মিটআপের জন্য শুভকামনা রইল।

5 Likes

হাই,
@SoniaK আপু
সুন্দর একটি মিটআপ এর আয়োজন করেছেন। যা আমাদের লোকাল গাইড কানেক্ট ফোরাম এর সময় উপযোগী।
ধন্যবাদ

6 Likes