প্রিয় লোকাল গাইড বোন এবং ভাইয়েরা!
আপনারা সবাই নিশ্চয়ই খুব আনন্দিত এবং উত্তেজিত, কানেক্ট ফোরামের নতুন ইন্টারফেস নিয়ে, আমিও। নতুন কানেক্ট এত সহজ, দ্রুত এবং সুন্দর যে পুরানো সংস্করণের তুলনায় এটি অনেক উন্নত। একই সঙ্গে আমরা সবাই অথবা কেউ না কেউ কিছুটা দ্বিধাগ্রস্ত এই ফোরামে কান্ট্রিবিউশন নিয়ে, তাই না?
আপনাদের এই সকল প্রশ্ন এবং দ্বিধা দূর করার জন্য একটি ভার্চুয়াল মিটআপ আয়োজন করছি।
যেখানে আমরা আলোচনা করব লোকাল গাইড কানেক্ট ৩.0 প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে।
ব্যানারে সময় বাংলাদেশের স্থানীয় সময়দেখানো হয়েছে। তবে অন্যান্য সময়ক্ষেত্রের জন্য এটি GMT+6 এর সাথে 2100 ঘণ্টা।
উল্লেখ্য যে, এই ভার্চুয়াল মিট আপ সম্পূর্ণ বাংলা ভাষায় পরিচালিত হবে বাংলা ভাষাভাষী লোকাল গাইডদের সুবিধার্থে।
সবাইকে ভার্চুয়ালি দেখার জন্য অপেক্ষায় আছি।
এমন ভার্চুয়াল মিটআপ আমাদের সকলের মাঝে অভিজ্ঞতা বিনিময়ের এবং নতুন কিছু জানার দারুণ সুযোগ এনে দেয়। আশা করছি, অংশগ্রহণকারীরা এই মিটআপ থেকে অনেক কিছু শিখতে এবং উপভোগ করতে পারবেন। সকলকে শুভকামনা!
Hi @Rushikesh_joshi, thank you for your comment. Yes, we also hope the same. Due to the language barriers a lot of local guides in Bangladesh are facing problems with the new Connect. My goal is to assist them get familiarized with the new platform.