প্রিয় বাংলাদেশী ও বাংলা ভাষাভাষী লোকাল গাইড সদস্য বৃন্দ
দেখতে দেখতে আমরা 2024 সালের শেষ প্রান্তে চলে এসেছি তাই প্রতি বারের মত এবারো আয়োজন করতে যাচ্ছি Virtual Meetup , যেখানে আলোচনা করা হবে সারা বছর নিজেদের দেখা Google Maps এর সমস্যা গুলো নিয়ে আগামী Dec 20 রাত 09:00 PM -10:30 PM ।
Virtual Meetup করার মুখ্য উদ্দেশ্য হলো যাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকাল গাইডগণ অংশগ্রহণ করে তাদের মতামত এবং প্রাপ্ত অভিজ্ঞতা গুলো শেয়ার করতে পারে।
এই আয়োজন এর মূল বিষয়ে নির্ধারণ করা হয়েছে যেগুলোর উপর আলোচনা হবে
-
2024 সালে দেখা বাংলাদেশে গুগল ম্যাপের সমস্যা সমুহ
-
Google Maps এ বাংলাদেশের পেক্ষাপটে কি কি যুক্ত করা যেতে পারে ।
-
250 তম মিট আপ নিয়ে মতামত
-
কানেক্ট নিয়ে প্রশ্ন উত্তর [ নতুন যাদের বুঝতে সমস্যা হচ্ছে ]
কবে হবে এই মিট আপ ?
উত্তর: December 20 ,2024 সময় : 09:00PM - 10:30 PM
কিভাবে অংশগ্রহণ করব ?
আগামী Dec 19 তারিখে Bangladesh Local Guides ফেসবুক গ্রুপে Meet Link শেয়ার করা হবে