[ Virtual Meetup ] Exploring Problems and Solutions on Google Maps in 2024: A Focus on Bangladesh

প্রিয় বাংলাদেশী ও বাংলা ভাষাভাষী লোকাল গাইড সদস্য বৃন্দ

দেখতে দেখতে আমরা 2024 সালের শেষ প্রান্তে চলে এসেছি তাই প্রতি বারের মত এবারো আয়োজন করতে যাচ্ছি Virtual Meetup , যেখানে আলোচনা করা হবে সারা বছর নিজেদের দেখা Google Maps এর সমস্যা গুলো নিয়ে আগামী Dec 20 রাত 09:00 PM -10:30 PM ।

Virtual Meetup করার মুখ্য উদ্দেশ্য হলো যাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকাল গাইডগণ অংশগ্রহণ করে তাদের মতামত এবং প্রাপ্ত অভিজ্ঞতা গুলো শেয়ার করতে পারে।

এই আয়োজন এর মূল বিষয়ে নির্ধারণ করা হয়েছে যেগুলোর উপর আলোচনা হবে

  1. 2024 সালে দেখা বাংলাদেশে গুগল ম্যাপের সমস্যা সমুহ

  2. Google Maps এ বাংলাদেশের পেক্ষাপটে কি কি যুক্ত করা যেতে পারে ।

  3. 250 তম মিট আপ নিয়ে মতামত

  4. কানেক্ট নিয়ে প্রশ্ন উত্তর [ নতুন যাদের বুঝতে সমস্যা হচ্ছে ]

কবে হবে এই মিট আপ ?
উত্তর: December 20 ,2024 সময় : 09:00PM - 10:30 PM

কিভাবে অংশগ্রহণ করব ?

আগামী Dec 19 তারিখে Bangladesh Local Guides ফেসবুক গ্রুপে Meet Link শেয়ার করা হবে

29 Likes

ইনশাআল্লাহ জয়েন করব @MahabubMunna ভাই।

4 Likes

@MahabubMunna Hope the meetup will be successful.

4 Likes

মিট আপে থাকার ইচ্ছা আছে। দেখা হবে আশাকরি

2 Likes

ইনশাআল্লাহ চেষ্টা করবো। @MahabubMunna

2 Likes

ইনশাআল্লাহ,
মিটআপ এ জয়েন্ট করার ইচ্ছে আছে।
সময় উপযোগী একটি গুরুত্বপূর্ণ মিটআপ।
ধন্যবাদ @MahabubMunna

2 Likes

ভালো উদ্যোগ @MahabubMunna ভাই আশা করি উপস্থিত থাকবো।

2 Likes

চেষ্টা করবো থাকার জন্য

2 Likes

I will join InShaAllah.

2 Likes

ইনশাআল্লাহ,
মিটআপ এ জয়েন্ট করার ইচ্ছে আছে।

2 Likes

@MahabubMunna জ্বী ভাইয়া থাকবো ইংশা আল্লাহ

2 Likes

Wonderful topic for a year-end meetup. I am in. It will be 9 AM for me. I will surely join. Thank you for arranging this meetup, @MahabubMunna.

2 Likes

A very good initiative at the end of the year has been taken. I will try my best to join wherever I am. :compass::round_pushpin::world_map:

2 Likes

জয়েন করার তীব্র ইচ্ছা আছে বাকিটা দেখা যাক

2 Likes

মিটাপ সফল হোক।
যুক্ত থাকার চেষ্টা করবো

2 Likes

Meet link ফেসবুক গ্রুপে দিয়ে দেয়া হয়েছে @rashedul-alam @SanjayBDLG @SoniaK @saifctg01 @GaziSalauddinbd @alhasanriaz @MthSabbir @KhanSayfullah

6 Likes

@MahabubMunna Yes I will in…

2 Likes