Vinno jogot Rangpur |ভিন্ন জগৎ রংপুর

রংপুর শহরের প্রাণ কেন্দ্র থেকে একটু দূরে, রংপুর - সৈয়দপুর মহাসড়কের পার্শেই গঞ্জিপুরে নৈসর্গিক পরিবেশে “ভিন্ন জগত” এর অবস্থান।

“ভিন্ন জগত” ভিন্ন আঙ্গিকে নির্মিত একটি ব্যাতিক্রমধর্মী পর্যটন কেন্দ্র। শিক্ষামূলক ভ্রমণে ভিন্ন জগত পর্যটন কেন্দ্র ছাত্র-ছাত্রী ও আনন্দ পিপাসূদের জন্য ভিন্ন মাত্রায় সজ্জিত। ভিন্ন জগতে স্থাপিত বাংলাদেশের প্রথম প্লানেটরিয়াম, রোবট স্কিন জোন, স্পেস জার্নি, লোকশিল্প যাদুঘর।

বিশ্বের সপ্তাশ্চর্যের অবিকল রুপে স্থাপন করা হয়েছে - তাজমহল, পিরামিড, চিড়িয়াখানা, চীনের প্রাচীর, মস্কোর ঘন্টা, সুন্দরবন ও আইফেল টাওয়ার। তাই আমরা বলি বিশ্ব দেখা এখন ভিন্ন জগতেই।

স্বাগত জানাই সবাইকে আসুন আমাদের সাজানো অঙ্গনে। বেড়িয়ে উপভোগ করে যান “ভিন্ন জগত” পর্যটন কেন্দ্র।

10 Likes

Hey @AtikurjamanAtik thanks for sharing this post here. It looks like a pineapple, will you please tell us more about this place ?

Thanks :blush: .

1 Like

Thank you so for your conment. You can visit vinno jogot’s website for more or visit this place.