আজ-১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস…!
আমি আমরা আমাদের মাতৃভূমিকে অনেক অনেক ভালোবাসি
-যাদের মহান আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা। সেই সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি…!
-লাখ শহীদের রক্তে লিখা, বিজয়ের এই ইতিহাস…!
-মুক্তির বার্তা নিয়ে বার বার ফিরে আসুক ডিসেম্বর মাস…!
ক্যাপশনঃ বাংলাদেশের ৫ ম সর্বোচ্চ চুড়া থেকে বিজয়ের শুভেচ্ছা।
১৬ই ডিসেম্বর, ২০২২। মহান বিজয় দিবস।
- বিজয়ের এই ৫১ বছর পূর্তিতে আমরা স্বরণ করি সেই সকল শহীদদের। যাদের মহান আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আজকের আমাদের স্বাধীনতা।
ক্যাপশনঃ আন অফিসিয়ালি বাংলাদেশের সর্বোচ্চ চুড়া থেকে বিজয় দিবসের শুভেচ্ছা।
ক্যাপশনঃ হ্নদয়ে আমার বাংলাদেশ যেখানেই যাই নাহ কেনো হ্নদয়ে বাংলাদেশ
নাগাল্যান্ড,ভারত থেকে বিজয় দিবসের শুভেচ্ছা
সাতক্ষীরা থেকে বিজয় দিবসের শুভেচ্ছা
মেহেরপুর থেকে বিজয় দিবসের শুভেচ্ছা
রোয়াংছড়ি, বান্দারবান থেকে বিজয়ের শুভেচ্ছা
চুয়াডাঙ্গা থেকে বিজয়ের শুভেচ্ছা
ক্যাপশনঃ বাংলাদেশ এর ২য় সর্বোচ্চ চুড়া থেকে বিজয়ের শুভেচ্ছা।
বিজয় দিবস আমার কাছে বিজয়ের উল্লাসে মেতে উঠা। উপরোক্ত ছবি গুলি আমার কাছে আবেগ আর ভালোবাসা র বহ্নিপ্রকাশ ও বলা যায় যেখানেই যাই নাহ কেনো চেষ্টা করি হ্নদয়ে যেন আমার বাংলাদেশই থাকে।
সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। #বিজয়দিবস #১৬ডিসেম্বর #16December #VictoryDay #Bangladesh #বিজয়েরমাস #বাংলাদেশ