Ulania Jamindar Bari, a historical place

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলাধীন উলানিয়া জমিদার বাড়ি পর্যটকদের জন্য এক আকর্ষণীয় স্থান। প্রায় ৩০০ বছরের পুরানো এই জমিদার বাড়িতে প্রবেশের প্রথমেই দেখা যাবে তাজমহল আকৃতির বিশাল এক মসজিদ। যা উলানিয়া জমিদার বাড়ি জামে মসজিদ নামে পরিচিত। মসজিদ পেরুতেই চোখে পরবে উলানিয়া পোস্ট অফিস। পোস্ট অফিসের পাশেই রয়েছে উলানিয়া সরকারী হাসপাতাল। এরপর ভিতরে প্রবেশ করলেই দেখতে পাওয়া যাবে নয়ানভিরাম উলানিয়া জমিদার বাড়ি। বাড়িটির কারুকার্য যে কাউকে মুগ্ধ করবে। নান্দনিক ডিজাইনে তৈরি এ বাড়িটি দেখে বুঝাই যাবে না যে এটি ৩০০ বছরের পুরানো। এই বাড়িতে রয়েছে বিশাল এক অন্ধকার কূপ। ধারণা করা হয় জমিদাররা কাউকে শাস্তি দেওয়া কিংবা মেরে ফেলার জন্য এই কূপ তৈরি করেছে। ইতিহাস থেকে জানা যায় উলানিয়া জমিদার বংশের প্রতিষ্ঠাতা সুবাদার হানিফ, যিনি ভারতীয় মুসলমান ছিলেন না। তাঁর ঊর্ধ্বতন পঞ্চম পুরুষ শেখ মোহাম্মদ আসাদ আলী ভাগ্যান্বেষণে সুদূর পারস্য থেকে ভারতবর্ষে এসেছিলেন। তিনি প্রথমে অযোধ্যায় ও পরে মুর্শিদাবাদে বসতি স্থাপন করেন। ঢাকা থেকে কালীগঞ্জগামী লঞ্চগুলোতে উঠলে একেবারে জমিদার বাড়ির নিকটে পৌঁছাতে পাড়বেন। আর বরিশাল সদর থেকে পাতারহাটগামী লঞ্চে আসলে সেখান থেকে আবার অটোরিকশা/ মটরসাইকেলে করে এখানে আসতে হবে। উল্লেখ্য, সুন্দর এই স্থাপনাটি দর্শনের জন্য পর্যটকদের কোন প্রবেশ ফি দিতে হবেনা।

#connectdayBangladesh #localguidesbd

17 Likes

ভাল পোস্ট চালিয়ে যান

1 Like

@SanjayBDLG ধন্যবাদ দাদা।

আরও কিছু ছবি দিলে ভালো হতো।

1 Like

@MonirHB ধন্যবাদ ভাই। পরবর্তী পোস্টে বেশি ছবি যুুক্ত করার চেষ্টা করব।

1 Like