Travelling southern of Bangladesh by Cycle || Day 1

দক্ষিনের পথে ১ম দিন।

অফিস শেষে বাসায় এসে গোসল খাওয়া আর টুকটাক কাজ শেষ করে যখন ঘড়িতে তাকালাম তখন ঘন্টার কাটা ৪ টা ছুই ছুই। কথা ছিলো সময় নিয়ে বের হবো, লঞ্চে জায়গা দখল করার প্রতিযোগিতায় প্রথম না হতে পারি। অন্তত শেষ যেন না হই।

আমার দেখা দেশের সবচেয়ে হাই প্রেশার আর নিয়ম না মেনে উল্টা যানবাহন চলার পথ চিটাগাং রোড থেকে ঢাকা অব্দি যেহেতু রওনা হয়েছি, সেহেতু নিজেদের প্রেশার যতোই বাড়াই কাজ হচ্ছে না।

ট্যুরের আগে ব্যাগের ওজন যতো কম রাখা যায় পার্টনার, বলা আমি নিজেই নিজের ব্যাগের ওজন বাড়িয়ে ফেললাম। অবশেষে দুই ভবঘুরে দক্ষিনের পথে পা বাড়ানোর জন্য যখন সদরঘাট গেলাম ততক্ষনে আমাদের ও বারোটা বাজেনি, আর ঘড়িতেও সন্ধ্যে সাতটা মাত্র।

লঞ্চে উঠে অন্য সবার মতো চাদর, কাঁথা নেই দেখে প্রথমে আফসোস লাগলেও সাথে সাথেই হ্যামক বিছিয়ে দিয়ে সেই দুঃখ গুছিয়ে নিয়েছি। এখন সবার নজর আমাদের দিকে, লাল হ্যামকের উপর আসন গেড়ে বসায় সবাই গতিবিধি লক্ষ্য করছে। লঞ্চ ছাড়ার বেশ কিছুক্ষণ পরে রাতের খাবার সেরে নিলাম। কিছুক্ষণ পায়চারি করার পর আপাতত ঘুমানোর চেষ্টা করলাম, না হলে কাল লং রুটে চালানো কষ্টকর হয়ে যাবে।

লঞ্চ ভিড়ে গেলো ভোর ৪ টার মধ্যেই, ঢিলেমি করেও আধাঘন্টার বেশী দেরী করতে পারিনি। সব গুছিয়ে রওনা দিলাম দক্ষিন পশ্চিমের পথে। যেসব জেলায় কখনো যাইনি, দেখিনি কেমন তার জনপদ, কেমন তার জীবনধারা সেসব দেখবো আজ।

ফজরের আগে স্বভাবতই রাস্তা ফাকা, আর স্মুথ রাস্তা পেয়ে স্যাডেলে বসে প্যাডেল মারার আগেই মনে হলো ঝালকাঠি চলে আসছি। পেট্রোল পাম্পে থেমে তেল নেওয়ার প্রয়োজন না থাকায় শুধু ফজর নামাজ পড়ে আবার রওনা দিতেই ঝালকাঠি লঞ্চ ঘাট। সেখানেই আজকের সূর্যোদয় দেখে কীর্তিপাশা জমিদার বাড়ির দিকে রওনা হলাম।

স্থাপত্যশৈলী দেখে মনে হলো বেশ বড় আর সুন্দর ছিলো তাদের জমিদারি। দুনিয়ার সকল ক্ষমতা ক্ষনস্থায়ী, এইসব দেখে তাই আমাদের শিক্ষা নেওয়া উচিৎ। আবার সেই ফিরতি পথে সুপারি, আমড়া, আর পেয়ারার বাগান দেখতে দেখতে পিরোজপুরের পথে আগানো শুরু করলাম। বেকুটিয়া ঘাট পার হয়েই পিরোজপুর

আমার এই ট্যুরের প্ল্যান ছিলো চালাবো কম ল্যাটাবো বেশী। কিন্তু সকালে বেশ এগিয়ে যাওয়ায় একমাত্র সঙ্গী আকাশ ভাই বলল, ষাট গুম্বজ মসজিদ এতো কাছে এসে না দেখে গেলে আফসোস থেকে যাবে। আমি আগে একবার ঘুরে যাওয়াতে আগ্রহ দেখাচ্ছিলাম না। তার উপর ৬০ কিলো বেশী চালানো আমার প্ল্যানে ছিলো না।

পরে রাজি হলাম এবং বাগেরহাটের পথে চলতে থাকলাম। রাস্তার কার্পেটিং এর কাজ অল্প কয়দিন আগেই করেছে তাই রাস্তা যথেষ্ট স্মুথ। দুইপাশে সবুজের সমারোহ। অবশেষে বাগেরহাটের ষাট গুম্বজ মসজিদ দেখে দুপুরে খেয়ে রওনা দেওয়ার পর ডান হাটুতে আস্তে আস্তে পেইন অনুভব করা শুরু করলাম।

সারাদিন সেই পেইন নিয়েই চালালাম, তারপর এশার একটু পরে মঠবাড়িয়া পৌঁছে গেলাম। এক অপরিচিত ভাই তার বাড়িতে থাকার ও রাতে খাওয়ার ব্যাবস্থা করে রেখেছিলেন আগে থেকেই। আলহামদুলিল্লাহ সবই আল্লাহর ইচ্ছে। এমন অপরিচিত জায়গায় এমন আপ্যায়ন আল্লাহর অশেষ রহমত ছাড়া আর কিছুই নয়। খাওয়া দাওয়া শেষ করে ওই ভাইয়ের সাইকেল এর কিছু সমস্যা সমাধান করে ঘুমাতে গেলাম।

এক ঘুমে ফজরের আজান। মসজিদ, মাদ্রাসা ছাড়া এমন শান্তির ঘুম আমি কোথাও পাইনি আজ অব্দি।

ওইদিনের মোট অতিক্রান্ত দূরত্ব ১৭০ কিলো
১৭ নভেম্বর ২০২১ || পিরোজপুর

গল্প চলমান…

নিচে ভ্রমনের কিছু চলমান চিত্রের লিংক দেওয়া হলো।

#ConnectdayBangladesh #localguidesbd #meetup190

96 Likes

বরাবরের মতোই আপনার উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে। আর পোস্টটা দেখে মনে হচ্ছে ইশ! যদি আমিও আপনাদের সাথে থাকতে পারতাম।

4 Likes

ধন্যবাদ @NaptiRasedul ভাই।

কোন একদিন একসাথে বের হবো ইনশাআল্লাহ।

আপনার কি সাইকেল আছে…?

5 Likes

@TravellerG hope you like it as before.

2 Likes

সুন্দর লিখেছেন @Soykot_azam ভাই :heart:

ভালোবাসা অবিরাম :heart: :rose: :wink:

4 Likes

Nice presentation vai… @Soykot_azam

4 Likes

ধন্যবাদ @AzijulhakimS আপনার ভালো লাগার জন্য।

2 Likes

Thanks @Shahnewaj_Sanu vai.

2 Likes

@Soykot_azam

ভ্রমণ সবসময়ই বেশ আনন্দদায়ক একটি কাজ। আর সেই ভ্রমণ যদি হয় সাইকেলে করে, তাহলে তো কথাই নেই! সত্যি খুব ভালো লাগলো আপনার ভ্রমণ কাহিনীটা পড়ে। দ্বিতীয় পর্বের অপেক্ষায় রইলাম।

4 Likes

সুন্দর মতামতের জন্য ধন্যবাদ @Designer_Biswajit দাদা।

শীগ্রই দ্বিতীয় পর্ব আসবে আশাবাদী।

3 Likes

@SoniaK apu, hope you like this.

3 Likes

@user_not_found are you read this article…?

1 Like

For your kind consideration @user_not_found

1 Like

@user_not_found are you seen this…?

1 Like

Wow great job bhai

2 Likes

Thanks @Moshiur2018 vai for your concentration.

1 Like

আহা! :heart: নস্টালজিক বানায়ে দিলেন! কোস্টাল বেল্ট আমার খুবই পছন্দের জায়গা :heart: :heart: এতো চমৎকার চমৎকার সব জায়গা আছে ঘোরার, অবাক হয়ে যাই!

গাবখান চ্যানেলও বেশ পছন্দের। তবে এমন লং সাইকেল রাইড দেওয়ার ইচ্ছা অনেকদিনের।

ধন্যবাদ পোস্ট এবং ভিডিও’র জন্য।

2 Likes

Nicely written post with relevant photos -

Congratulations… Dear @Soykot_azam

We are really excited to meet LGs and whenever possible, try to spend time with them. Yes, of course, it is Allah’s mercy that unknown people treat us with kindness.

Hope your right knee was healed after a good sleep… Right?

Thanks for tagging me in this beautiful post.

Warm regards to you and Akash Bai… Is he an LG?

:+1: :pray:

3 Likes

ধন্যবাদ @anazizullah ভাই।

কোষ্টাল বেল্ট আরো লম্বা করার ইচ্ছে অনেক দিনের।

একদম সাতক্ষীরা থেকে এইদিকে চট্টগ্রাম/কক্সবাজার অব্দি। সময় সুযোগ করা কঠিন। তবে এই সফরে মাঝের অংশটুকু কাভার হয়েছে, সেটাই অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ।

পরের অংশে সেই গল্প আসবে…

2 Likes

ভাই সত্যিই অসাধারণ লেখা ও ছবি গুলো, মনে হচ্ছে সময় পেলে আমিও দেখে আসি। :heart: :heart: :bangladesh: :bangladesh: :heart: :heart:

2 Likes