Watch VIDEO --bY ClicK HERE - ![]()
Chondronath Tample in Shitakundo
পাহাড়ের অদ্ভুত এক আর্কষন আছে, আমাকে শত মাইল দূর থেকেও হাতছানি দেয়। পাহাড়ের কাছে ছুটে গেছি একবার নয় বহুবার। যতবারই যাই অদ্ভুত এক ভালোলাগা নিয়ে ফিরে আসি। সেই ভালোলাগার রেশ থেকে যায় । তবে এবার সীতাকুণ্ড সফর আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। কারণ ১ দিনে ৩ টা স্পট অনেক চাপ হয়ে যায়। এত অল্প সময় নিয়ে চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী সী-বিচ আর মহামায়া লেকের পথ পাড়ি দেওয়া সত্যি দুরূহ ব্যাপার। পাহাড় যেখানে ডাকছে সেখানে কোন বাধাই বাধা নয়।
এবারের ট্যুরে আমাদের ঘুরাঘুরি এবং আনন্দের কমতি ছিল না । Liakat Ali ভাই আর বিকাশের গান আহ অসাধারণ কিছু মুহূর্ত ছিলো। সাথে Mamun Ahmed এর উরাধুরা ড্যান্স
ট্যুরের হোস্ট ইসমাইল ভাইকে ধন্যবাদ। অনেক হেল্পফুল একটা পার্সন। ইসমাইল ভাই আপনাকে মনে থাকবে।






